সবাইকে রমজান মাসের শুভ কামনা। আজকের টিউন কিছুটা আমার বাবসায়িক উদ্দেশ্য আবার কিছুটা কাজের টিউন। প্রথমেই বলে নেই আজকের নির্ধারিত কোন বিষয় নেই তবু কিছু টিপস দেব আর আমার যেহেতু হোস্টিং বিজনেস সেহেতু পবিত্র রমজান উপলক্ষে আমার কিছু প্রডাক্টের ছাড়ের তালিকা দেয়া থাকবে।
পূর্বের টিউন গুলো নিয়ে অনেকের অনেক সাড়া পেয়েছি যে কারনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এ মুহূর্তে আমি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছি। আসলে অ্যাফিলিয়েট কি তা এখন আর নতুন নয়। নিস অ্যাফিলিয়েট নিয়ে এখন অনেকেই কাজ করছে আর সফলতা পাচ্ছে। এবার আমার পরিকল্পনা নিস অ্যাফিলিয়েট নিয়ে মোট ৩ টা টিউন করবো। দেখা যাক কারও উপকার হয় কি না? আগেই বলে নেই শর্ট কাটে ধনি বা টাকা বানানোর কোন রাস্তা আমার কাছে নেই।
কাজের কথায় আসি।
অ্যাফিলিয়েট করতে হলে আপনার কি জানতে হবে।
১। অ্যাফিলিয়েট মার্কেট প্লেস।
২। অফার এর ধরন।
৩। অফারের রেট।
৪। অফারের জন্য নির্ধারিত দেশ।
৫। কাজের মেথড।
৬। টাকা উত্তোলনের মাধ্যম।
এই ৬ টি বিষয় প্রতিদিন ২ টি করে মোট ৩ টি টিউন করবো আগামি সপ্তাহ থেকে।
এবার আসি আমার বিজনেসের কিছু অফার নিয়ে।
হোস্টিং এর ক্ষেত্রে ২৪ ঘন্টার জন্য ফ্রি পাবেন। পছন্দ হলে নেবেন না হলে কথা নাই।
দিনে ৮ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন। সার্ভিস খারাপ হলে ১৫ দিনের ভেতর টাকা ফেরত।
পরিশেষে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমার ৪ টি ভিডিও টিউটোরিয়াল রয়েছে ইউটিউবে। যদি প্রয়োজন হয় তবে আমার ফ্যান পেজে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।