ভাবুন তো আপনার প্রিয় গানটির কেবল ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে কোনো গায়কের ভয়েস শোনা যাচ্ছে না তাহলে কেমন হয় !তখন আপনি ইচ্ছা করলেই সে মিউজিকের উপর আপনার নিজের ভয়েস দিয়েই সবাইকে তাক লাগিয়ে দেখিয়ে দিতে পারেন আপনার প্রতিভা।তাই আপনার প্রতিভাকে বিকশিত করার জন্য আমি আপনদের কে জানাবো কিভাবে একটি গান থেকে তার ভয়েস রিমুভ করে তা কারাওকে করতে হয়।তো চলুন দেখে আসি কিভাবে করবেন।
আপনারা অনেকে হয়তো এর আগে অনেক এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকতে পারেন।কিন্তু তা অধিকাংশই ফ্রী না।এর জন্য সম্পূর্ণ কাজ হয়তো অনেক সম্পাদন করতে পারেন নাই।অর্থাৎ আপনি গানের ভোকাল রিমুভ করলেও গানটাকে সেভ করে রাখতে পারেন নাই।কিন্তু আজ আমি আপনাদের যে সফ্টা দেব সে শুধু ফ্রী নয় একদম "ওপেন সোর্স"।
এবার আসি মূল কথায় কাজটি করার জন্য আপনার যে সফটওয়ারটা লাগবে তা হলো "Audacity"।ডাউনলোড করুন ৩.১৫ MB সাইজের সফটওয়্যারটি এখান থেকে।
এবার ডাউনলোড করার পর zip ফাইলটিকে আনজিপ করুন।এবার ফো্ডারটি ওপেন করে audacity এ ক্লিক করুন।
এবার সফটওয়্যারটি ওপেন হবে।এবার Menu bar থেকে File > Open... এ ক্লিক করুন।
এবার আপনি যে গানটি ভোকাল রিমুভ করতে চান তা সিলেক্ট করে ওপেন করুন।
এবার ফাইলটি Importing হবে।
আগেই বলে রাখে যে এটা কেবল মাত্র Stereo মুডের ফাইলগুলোর ভোকাল রিমুভ করা যায়।
Importing হবার পর চিত্রে দেখানো স্থানের ড্রপডাউন মেনুতে ক্লিক করুন।
এবার ওখান থেকে split stereoTrack এ ক্লিক করুন।
তাহলে ওখানে Left ও right সাইড ওপেন হবে।
এখনা থেকে কেবল মাত্র নিচের (right সাইড) সিলেক্ট করুন।
এবার সিলেক্টা থাকা অবস্থায় Effect মেনু থেকে Invert এ ক্লিক করুন।
ফাইলটি ইনভারট হয়ে গেলে এবার নিচের (right সাইড) এর ড্রপডাউন মেনু থেকে Mono সিলেক্ট করুন।
একই ভাবে উপরের (Left সাইড) ড্রপডাউন মেনু থেকে ও Mono সিলেক্ট করুন।
এবার Play বাটনে ক্লিক করুন আর উপভোগ করুন ভয়েস ছাড়া শুধুমাত্র গানের মিউজিক।
আর গাইতে থাকুন গানের তালে তালে ,সুরে সুরে....।
তো ভয়েস রিমুভ করার হলো কিন্তু সেভ ? হ্যা গানটি নতুন করে সেভ করার জন্য
File মেনু থেকে Export As Mp3.... ক্লিক করুন আর সেভ করে নিন Mp3 ফরমেটে।
তো কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল।আশা করি ভাল লেগেছে আপনাদের।আপনাদের উপকারে আসেই টিউনটি সার্থক হবে।সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
darun holo bai 🙂