যেভাবে এমপিথ্রি থেকে প্রিয় গানটির ভোকাল রিমুভ ও সেভ করবেন।হয়ে যান Karaoke শিল্পী।

ভাবুন তো আপনার প্রিয় গানটির কেবল ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে কোনো গায়কের ভয়েস শোনা যাচ্ছে না তাহলে কেমন হয় !তখন আপনি ইচ্ছা করলেই সে মিউজিকের উপর আপনার নিজের ভয়েস দিয়েই সবাইকে তাক লাগিয়ে দেখিয়ে দিতে পারেন আপনার প্রতিভা।তাই আপনার প্রতিভাকে বিকশিত করার জন্য আমি আপনদের কে জানাবো কিভাবে একটি গান থেকে তার ভয়েস রিমুভ করে তা কারাওকে করতে হয়।তো চলুন দেখে আসি কিভাবে করবেন।

রিমুভ করুন আপনার প্রিয় গানের ভোকাল

আপনারা অনেকে হয়তো এর আগে অনেক এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকতে পারেন।কিন্তু তা অধিকাংশই ফ্রী না।এর জন্য সম্পূর্ণ কাজ হয়তো অনেক সম্পাদন করতে পারেন নাই।অর্থাৎ আপনি গানের ভোকাল রিমুভ করলেও গানটাকে সেভ করে রাখতে পারেন নাই।কিন্তু আজ আমি আপনাদের যে সফ্টা দেব সে শুধু ফ্রী নয় একদম "ওপেন সোর্স"।

এবার আসি মূল কথায় কাজটি করার জন্য আপনার যে সফটওয়ারটা লাগবে তা হলো "Audacity"।ডাউনলোড করুন ৩.১৫ MB সাইজের সফটওয়্যারটি এখান থেকে
এবার ডাউনলোড করার পর zip ফাইলটিকে আনজিপ করুন।এবার ফো্ডারটি ওপেন করে audacity এ ক্লিক করুন।

Open

এবার সফটওয়্যারটি ওপেন হবে।এবার Menu bar থেকে File > Open... এ ক্লিক করুন।

Open

এবার আপনি যে গানটি ভোকাল রিমুভ করতে চান তা সিলেক্ট করে ওপেন করুন।

Select

এবার ফাইলটি Importing হবে।

Incerting

dffg

আগেই বলে রাখে যে এটা কেবল মাত্র Stereo মুডের ফাইলগুলোর ভোকাল রিমুভ করা যায়।

ddd

Importing হবার পর চিত্রে দেখানো স্থানের ড্রপডাউন মেনুতে ক্লিক করুন।

ffff

এবার ওখান থেকে split stereoTrack এ ক্লিক করুন।

gdf

তাহলে ওখানে Left ও right সাইড ওপেন হবে।

gdf

এখনা থেকে কেবল মাত্র নিচের (right সাইড) সিলেক্ট করুন।

dd

এবার সিলেক্টা থাকা অবস্থায় Effect মেনু থেকে Invert এ ক্লিক করুন।

hhhh

ফাইলটি ইনভারট হয়ে গেলে এবার নিচের (right সাইড) এর ড্রপডাউন মেনু থেকে Mono সিলেক্ট করুন।

gg

একই ভাবে উপরের (Left সাইড) ড্রপডাউন মেনু থেকে ও Mono সিলেক্ট করুন।
এবার Play বাটনে ক্লিক করুন আর উপভোগ করুন ভয়েস ছাড়া শুধুমাত্র গানের মিউজিক।

gdhxd

আর গাইতে থাকুন গানের তালে তালে ,সুরে সুরে....।

যেভাবে সেভ করবেন

তো ভয়েস রিমুভ করার হলো কিন্তু সেভ ? হ্যা গানটি নতুন করে সেভ করার জন্য
File মেনু থেকে Export As Mp3.... ক্লিক করুন আর সেভ করে নিন Mp3 ফরমেটে।

gh

তো কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল।আশা করি ভাল লেগেছে আপনাদের।আপনাদের উপকারে আসেই টিউনটি সার্থক হবে।সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

darun holo bai 🙂

ধন্যবাদ চালাতে থাখেন

ভালো লাগলো ধন্যবাদ।

ভালো লাগার জন্য ধন্যবাদ।

টেকটিউনসে আসার আগে থেকে এটা খুজছি। ভাই এইটা আগে দিলেন না কেন?

    আপনাকে তো আগে খুজে পাই নাই তাই দিতেও পারি নাই।আশা করি আপনার গুগল খোজার অবসান হয়েছে 😀

    আরে ভাই শুধু কি গুগল? আরও কত যায়গায় খুজেছি তার হিসেব নেই।

কাজ করে দেখতেছি।

আসাধারন পেযেগেছি হযে জাবো ……….ধন্যবাদ

Level 0

কিছুই তো হচ্ছে না!

    সবাই তো পারছে।আমার মনে হয় আপনি অন্য একটা গান সিলেক্ট করে দেখুন,হয়ে যাবে।

THANKS ………..Awesome

ভাই কি বলব আমি একদম ছাগল খোজা খুজেছিলাম তাও ভাল কন সফট পায়নি এটার।খুবি দরকার ছিল। আগে করলে আরো ভাল হত। অনেক ধন্যবাদ।

    আমি তো প্রথমে ভেড়া খুজা খুজছিলাম।অনেক কষ্টে পাইছি।এর আগে অনেক ফী সফট ইউস করতাম ভালো লাগতো না।

Level 0

সজীব রহমান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য………………..।

ভাই সফটওয়্যার টা ভালো কিন্তু মনো তে দিলে তো সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ আসে। আর ব্যাকগ্রাউন্ড এ তো হালকা ভয়েস শোনা যায়।
তবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আসলে এটা নির্ভর করে সাউন্ড রের্কডিংয়ের উপর।যখন কোনো মিউজিক ও ভয়েস রের্কড করা হয় তখন তারাই ঐ অপশনটাকে কিছুটা ডিসেবল করে রাখে।ধন্যবাদ

সম্পূর্ন remove হচ্ছেনা।তবে voice কিছু কমেছে।

    সব গানে একরকম হয় না।তার পরও ভালোই তো চলে নাকি বলেন :p

Level 0

বাহ ভালো টিউন হয়েছে। 🙂

প্রিয়তে রাখলাম ।

ভালো হয়েছে ধন্যবাদ।

ভাই শিরনাম পড়েই প্রিয়তে রেখেছি। তারপর পোষ্ট পড়লাম তার পর ব্যবহার করে দেখলাম কাজ হওয়ার পরে কমেন্টস করলাম। আপনি যে আমার কতোটা উপকার করলেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু একটা কথাই বলতে পারবো “অসাধারণ” । A+প্লাসA+=ডাইমন্ড A+।
এ রকম আরো ভালো ভালো পোষ্ট চাই কিন্তু………. ভালো থাকবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষন করুন। আমিন।

-মোঃ আব্দুর রহিম

    আপনার নামের মত আমার উপর মনে হয় রহমত নাজিল হইছে না হলে হয়তো এমন সুন্দর মন্তব্য পেতাম না।অনেক ধন্যবাদ রহিম ভাই।

জটিল টিউন ভাই, তবে ভয়েজ তো রিমুভ করলাম বাট গান রেকর্ডিং করবো কিভাবে?

    এ বিষয়টা আমি এখনো ট্রায় করি নাই আকাশ।তাই তোমাকে সঠিক তথ্য দিতে পারছি না।তবে আমার মনে হয় তুমি গানটা প্লে করে এর সাথে মাইক্রোফোন দিয়ে ভয়েস দাও তারপর গানটা সেভ কর।দেখ হয় কি না।ধন্যবাদ তোমাকে

    রেকর্ড দিয়ে মাইক্রোফোনের সাউন্ড বাড়ালে ওয়েভ অপশন মুট হয়ে যায় ফলে গান শুনা যায়না আবার ওয়েভ আনমুট করলে গান শুনা যায় বাট মাইক্রোফোনের সাউন্ড মুট হয়ে যায় ফলে রেকর্ডিং হয় না। ৩ঘন্টা যাবৎ এটা নিয়ে গুতাগুতি করছি কিন্তু কাজের কাজ কিছুই করতে পারিনি। এখন এই সফটওয়্যার দিয়ে ভয়েজ রিমুভ করে তা মিউজিক ফাইল হিসাবে সেভ করে ব্যকগ্রাউন্ড মিউজিকের সাথে গান করা যায় এমন কোন সফটওয়্যার দিয়ে গান রেকর্ডিং করতে হবে, আপনার এরকম কোন সফটওয়্যার জানা আছে কি?

vai khoto jagai kojechi…kotajon k bolece….keo ama k dite pareni…..thanks Boss

    আমি ও ভাই কত খোজা যে খুজেছিলাম।যাক এবার থেকে আর কাউকেই খুজতে হবে না 🙂

ভাল সফট ভাল টিউন,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আতাউর ভাই আমি এতোক্ষণ আপনার কমেন্টের জন্য অপেক্ষা করছিলাম।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

সজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি ভিন্ন ধরনের টিউন করার জন্য।
প্রিয়তে রাখলাম, পরের বার আরো ভালো টিউন দেখতে চাই।

    ধন্যবাদ মাহফুজ ভাই।আর এরপর আরো কিছু জট্টিল সফওয়্যার নিয়ে টিউন করবো ইনশাহাল্লাহ

Level New

জটিল টিউন হইসে ভাই 😀 ধন্যবাদ।

আমার মন খুজে যে জন আপনি একমাএ সেইজন.দারুন জিনিস দিলেন.

আরে ভাই পাটাপাটি টিউন ,অনেক দিন থেকে খুজতেচিলাম,আপনার দয়াই পেয়ে গেলাম,অনেক…………………।। ধন্যবাদ
আরও আশা করছি সামনে,

Level 0

ধন্যবাদ আমিও অনেক দিন থেকে খুগতেসিলাম ।

    কি ব্যাপার সবাই কি এইটার পিছনেই সব টাইম লস করছে নাকি। সবাই কেবল খুজতাছিল কিন্তু কেউই পায় নাই।যাক আর খুজা লাগত না কেমন।ধন্যবাদ উস্তাদ

Level 0

ভবিষ্যতে ট্রাই করবো।download করেছি

vao left side r right Side er bepar ta bojlam na….akto bojiea bolle valu hoi…..

ভাই সব ঠিকআছে কিন্তু সেভ করতে গেলে lame-enc.dell দেখায় কি করব
ভকাল তো যায় না
আমি নতুন কিসু জানিনা

    জী ভাই আমার মনে হয় আপনি যে গানটা সিলেক্ট করেছেন টা Stereo নয়।তাই অন্য একটা গান দিয়র ট্রাই করুন।ধন্যবাদ

বাহ জিনিসটা ভালো, তবে কুল এডিট আরো ভালো সোফট। আমি ট্রাই করবো কনো একদিন এটা দিয়ে। প্রিয়তে নিলাম। আচ্ছা এটা ইউস করলে কি সাউন্ড ক্লিয়ার থাকবে? নাকি নয়েস এড্জাস্ট করে ণিতে হয়?

    এটা আসলে মিউজিকের উপর নির্ভর করে।তবে মিউজিকের বিট কমে যেতে পারে।আর আমি কুল এডিট ইউস করি নাই।দেখি ইউস করে আশা করি ভালোই লাগবে।ধন্যবাদ

Vai Bolta o dhukko laga tarpora o boli.
atai hossa sob chiya baza soft vocal remove ar.
atai kono din perfect vaba vocal remove hoyna.

Apne adobe audition use kora dhakan, ai soft sara onak valo.
tarpora o thanks share korar jonno.

    আমি জানি কিন্তু ঐটার ব্যবহার সবার কাছে সহজ না মনে হতে পারে ,তাই আগেই এটা নিয়ে টিউন করলাম না।ধন্যবাদ আপনাকে

vai ami to gan import korta parchi na.gan import kiorta gele error dakhai.

    আপনি কম্পিউটার আবার রিস্টার্ট দিয়ে নতুন করে চালু করে দেখতএ পারেন ।আশ করি হয়ে যাবে।

আমি যতগুল ব্ভার করছি তার ভেতরে Color 7 Music Editor টা সবচেয়ে ভালো কাজ করে!এটাও ডাউনলোড করে দেখতে হবে কেমন কাজ করে !

সজীব ভাই আপনি তো জিনিয়াস । সবগানে হয়না তো কি হয়েছে। কাজ তো হছ্ছে……….
ধন্যবাদ….ধন্যবাদ……….ধন্যবাদ…….

    আপনাকেও ধন্যবাদ……. ধন্যবাদ……. ধন্যবাদ……. ধন্যবাদ…….

Level 2

সফটা সম্পর্কে জানতাম কিন্তু অনেক খুজেও এটা পাইনাই। টিউনটা দেয়ার জন্য A++++++++

exelent hoice post…………bro amr “enounce myspeed” software er crck/patch/serial key needed. dile amek upokar hoto..

    ধন্যবাদ ভাই আপনাকে ।আমার কাছে তো নাই তাই আপনাকে সাহায্য করতে পারছিনা।

Level 0

ধন্যবাদ। খুব ভাল হয়েছে।

vai ami conputer restart dia dakhchi kintu kaz hocha na.apni ki amaka file unzip korar system ta aktu bolban.ami winrar name akta soft use kora ata open korchi.but ata ki install korar kono alada system acha.

Level 0

ভাই আমার নাম বনি।not রনি।thanks 4 d reply and SOFTWARE

সজিব ভাই একটা সমস্যায় পড়ে গেছি সেটা হলো: Need.for.Speed.Hot.Pursuit-RELOADED গেমটি ডাউনলোড করছি,
গেমটি সেটাপ করতে পারছি না। গেমটির ৭.৮৪ জিবির মূল ফাইলটি (ISO) ফরমেট হয়ে আছে, এখন কিভাবে এটাকে
চালু করতে পারি, জানাতে পারলে খুব উপকার হতো, ধন্যবাদ ভালো থাকবেন।

Level 0

Awesome man
thnxxx a lot

Level 0

sob thik ase apnake thanks tobe record hobe kivabe seta to bola dorkar mul gotonai jodi nabolen thaole to apnar post britha voice remove kolei to hobena kibabe mar voice add korbo seta to bistarito bolben naki?

দারুণ!, সত্যি জিনিয়াস! ধন্যবাদ

ধন্যবাদ না দেয়ার কোনো উপায় নাই।

Level 0

nah kaj hoy na…………

SAVE HOY NA VAI….MP3 UNICODE EROOR BOLE

Level 0

fine

Level 0

vaijan amr 1ta ganer akto vocie remove kore diben ami try korchilam but voice thekhe jarche ganta hole imran er ntun bangla gan – Elo melo essa joto valobeseci Imran Mahmudul – Bangla Music, amr personal email address [email protected]