আপনার কম্পিউটারের মাউছ কার্সার বানান আপনার ছবি দিয়ে বা মনমত আইউকন দিয়ে।

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি টিউন নিয়ে হাজির হয়েছি যা আপনারা প্রায় সকলেই মনে মনে খুঁজছিলেন।

বিশেষ করে যারা এডিটিং করেন বা করতে আগ্রহী কিন্তু ভালো গাইড-লাইন এর অভাবে কিছু করতে পারছেন না তাদের বেশ উপকারে আসবে এই টিউন।

তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি...

নিজের কম্পিউটারে/ল্যাপটপে আনকমন মাউস কার্সার থাকবে। এটা অনেকটাই আনন্দের বিষয়।

আমি আপনাদেরকে এই সামান্য আনন্দ টুকু উপভোগ করানোর জন্যই এই ভিডিও টিউটোরিয়াল টা তৈরী করেছি।

 ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন

ভিডিওটিতে আমি একটা আইকন তৈরীকরে কার্সার বানিয়েছি। আপনি চাইলে আপনার ছবি দিয়ে বা মনমত আইউকন দিয়ে তৈরীকরতে পারবেন।টিউটোরিয়ালটা কয়েকবার দেখলেই ইনশা-আল্লাহ আপনি আমার থেকেও ভালো পারবেন।

কি ভাবে সেট করবেন?

  • এখন Start এ ক্লিক করে Control panel> Mouse> Mouse Pointer > Scheme বক্স থেকে আপনার তৈরীকৃত কার্সারটি সিলেক্ট করে Apply তে ক্লিক করে Ok দিন ৷ব্যাস আপনার কাজ শেষ। এবার উপভোগ করুন।

 

 😛 বাসার বাহিরে খেলার অনেক হৈ-হুল্লো। তাই হয়ত শুনতে অনেকটা কষ্ট হয়েছে আপনাদের,  এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

কোনো প্রশ্ন থাকলে  ➡  facebook এ আমায় প্রশ্ন করুন।

(*আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি।আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি।আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি।আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি।আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি।আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি।*)

 

 

 

 

Level 0

আমি আরমান আজিয। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস