ব্লগের জন্য ফ্রিতে তৈরী করুন ব্র্যান্ডেড Official Nokia Ovi Store Apps, সাথে আয়ের সুবিধা

আজকাল সব প্রতিষ্ঠিত ব্লগই ব্যবহারকারীদের সাথে আরো নিবিড়ভাবে যুক্ত হতে, তাদের সার্বক্ষণিক সঙ্গী হতে মোবাইল প্লাটফরমগুলোর জন্য Apps তৈরী করছে । সম্প্রতি দেশের জনপ্রিয় দি দৈনিক ডেইলি স্টারও তাদের Apps ছেড়েছে । আপনিও চাইলেই সহজেই ফ্রিতে Official Nokia Ovi app তৈরী করে নিতে পারেন । এর সাথে আছে appটি বিক্রি করা কিংবা বিনামূল্যে দিয়ে তাতে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের ব্যবস্থা । নিঃসন্দেহে এই ব্র্যান্ডেড Apps আপনার ব্লগকে প্রতিদন্ধিদের চেয়ে এগিয়ে নিবে ।

কিভাবে তৈরী করবেন আপনার ব্লগের Nokia Ovi App ?

  • প্রথমে OviAppWizard.com এ যেয়ে "Get Started" চাপুন ।
  • এরপর আপনার ব্লগের ফিড এড্রেস টাইপ করে পরপর দুইবার "Next" চাপুন ।
  • এবার আপনার ব্লগের জন্য Appটির ডিজাইন ডান পাশে দেখিয়ে কাস্টমাইজ করতে বলা হবে । এখানে লোগো, মূল বার, কালার ইত্যাদি ঠিক করে দিন ও "Next" চাপুন ।
  • সব কিছু ঠিক থাকলে দুটি এড দিয়ে মানিটাইজেশনের অপশন দেখানো হবে, আগ্রহী হলে সে সাইটে একাউন্ট খুলে ID টি নির্দিষ্ট স্থানে পেস্ট করুন এবং "Next" চাপুন ।
  • এরপর আপনার App-এর কিওয়ার্ড, ভাষা, ক্যাটাগরী ইত্যাদি চাওয়া হবে , ঠিক মত দিয়ে "Finish" চাপুন ।
  • এবার আপনার Appটি Nokia Ovi Store -এর অনুমতি পাবার জন্য সাবমিটেডে হয়ে যাবে
  • কয়েকদিন পর একই সাইটে লগইন করে পেয়ে যাবেন Appটিকে ইউজারের সাথে শেয়ারিংয়ের সব তথ্য ।

বিশেষ নির্দেশনা:

  • Nokia Ovi App Store এ একাউন্ট না থাকলে উপরের যেকোন এক স্টেপের পর নতুন একাউন্ট খুলতে বলা হবে ।
  • একাউন্ট খুলার সময় সব তথ্য এমনকি ঠিকানাও সঠিক হতে হবে, না হলে পরে App একসেপ্টেড হবে না ।
  • বাংলা ব্লগের জন্য এখনও এটি প্রযোজ্য নয় । ইংরেজী ব্লগ হলে অনায়েসে হয়ে যাবে ।
  • সবকাজ শেষে App একসেপ্টেড হতে ২-৩ দিন (বা বেশী) লেগে যেতে পারে, ইমেইলে আপনাকে এ ব্যাপারে জ্ঞাত করা হবে ।
  • লোগো ও হেডার বারের ইমেজ সাইজ আকার মত না হলে পরবর্থতী ধাপে যাওয়া যাবে না ।
  • Nokia OviApps Store সাপোর্ট করে এমন যে কোন আধুনিক Nokia সেটে Apps-গুলো চালানো যাবে ।

কোন ঝামেলা হলে জানাবেন আশা করি । পরবর্তীতে থাকছে ব্লগের জন্য iPhone Apps তৈরীর টিউটোরিয়াল ।

ভাল লাগলে একটা "Like"তো দিতেই পারেন ব্লগদেশের অফিসিয়াল ফেসবুক পাতা

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লগল তাই লাইক দিলাম।

হ্যা আমি গুগল এর এড দেখে সেই লিংক ধরে গিয়ে আগেই করেছিলাম আমার http://bn.worldtechcafe.com ব্লগ এর জন্য।আর ভাবছিলাম একটা টিউন করবো তা আর দরকার হলনা।
ধন্যবাদ ব্লগদেশ ভাই…

ঠিক, বুঝলাম না । বিস্তারিত লিখলে ভাল হতো।

Level 3

লাইক দিলাম।

2nd step পর আর সামনে যেতে পারছিনা। কারনটা কি?