আজকাল সব প্রতিষ্ঠিত ব্লগই ব্যবহারকারীদের সাথে আরো নিবিড়ভাবে যুক্ত হতে, তাদের সার্বক্ষণিক সঙ্গী হতে মোবাইল প্লাটফরমগুলোর জন্য Apps তৈরী করছে । সম্প্রতি দেশের জনপ্রিয় দি দৈনিক ডেইলি স্টারও তাদের Apps ছেড়েছে । আপনিও চাইলেই সহজেই ফ্রিতে Official Nokia Ovi app তৈরী করে নিতে পারেন । এর সাথে আছে appটি বিক্রি করা কিংবা বিনামূল্যে দিয়ে তাতে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের ব্যবস্থা । নিঃসন্দেহে এই ব্র্যান্ডেড Apps আপনার ব্লগকে প্রতিদন্ধিদের চেয়ে এগিয়ে নিবে ।
কিভাবে তৈরী করবেন আপনার ব্লগের Nokia Ovi App ?
- প্রথমে OviAppWizard.com এ যেয়ে "Get Started" চাপুন ।
- এরপর আপনার ব্লগের ফিড এড্রেস টাইপ করে পরপর দুইবার "Next" চাপুন ।
- এবার আপনার ব্লগের জন্য Appটির ডিজাইন ডান পাশে দেখিয়ে কাস্টমাইজ করতে বলা হবে । এখানে লোগো, মূল বার, কালার ইত্যাদি ঠিক করে দিন ও "Next" চাপুন ।
- সব কিছু ঠিক থাকলে দুটি এড দিয়ে মানিটাইজেশনের অপশন দেখানো হবে, আগ্রহী হলে সে সাইটে একাউন্ট খুলে ID টি নির্দিষ্ট স্থানে পেস্ট করুন এবং "Next" চাপুন ।
- এরপর আপনার App-এর কিওয়ার্ড, ভাষা, ক্যাটাগরী ইত্যাদি চাওয়া হবে , ঠিক মত দিয়ে "Finish" চাপুন ।
- এবার আপনার Appটি Nokia Ovi Store -এর অনুমতি পাবার জন্য সাবমিটেডে হয়ে যাবে
- কয়েকদিন পর একই সাইটে লগইন করে পেয়ে যাবেন Appটিকে ইউজারের সাথে শেয়ারিংয়ের সব তথ্য ।
বিশেষ নির্দেশনা:
- Nokia Ovi App Store এ একাউন্ট না থাকলে উপরের যেকোন এক স্টেপের পর নতুন একাউন্ট খুলতে বলা হবে ।
- একাউন্ট খুলার সময় সব তথ্য এমনকি ঠিকানাও সঠিক হতে হবে, না হলে পরে App একসেপ্টেড হবে না ।
- বাংলা ব্লগের জন্য এখনও এটি প্রযোজ্য নয় । ইংরেজী ব্লগ হলে অনায়েসে হয়ে যাবে ।
- সবকাজ শেষে App একসেপ্টেড হতে ২-৩ দিন (বা বেশী) লেগে যেতে পারে, ইমেইলে আপনাকে এ ব্যাপারে জ্ঞাত করা হবে ।
- লোগো ও হেডার বারের ইমেজ সাইজ আকার মত না হলে পরবর্থতী ধাপে যাওয়া যাবে না ।
- Nokia OviApps Store সাপোর্ট করে এমন যে কোন আধুনিক Nokia সেটে Apps-গুলো চালানো যাবে ।
কোন ঝামেলা হলে জানাবেন আশা করি । পরবর্তীতে থাকছে ব্লগের জন্য iPhone Apps তৈরীর টিউটোরিয়াল ।
ভাল লগল তাই লাইক দিলাম।