কেমন আছেন সবাই।অনেকদিন পর টিউন টি লিখছি ইদানিং অনেক বেস্ত থাকতে হয়। যার কারনে আপনাদের আর আগের মত
প্রজুক্তি নিয়ে মজাদার সব টিপস গুলো শেয়ার করা হয় না। যা হোক আজ যে টিউন টি করতে জাচ্ছি,এটা পুরটাই সর্ট ফিল্ম কেন্দ্রিক লেখা
এর আগেও এ বিষয় টা নিয়ে একটি টিউন করেছিলাম ইচ্ছা করলে এইখান থেকে আমার আগের টিউন টি পড়তে পারেন
শর্ট ফিল্ম হচ্ছে বর্তমান সমাজের নানা রকম সমস্যা ও সমধানের এর ছবি তুলে ধরার একটি আয়না। যার মাদ্ধমে আমাদের সমাজের কিছু মেধাবি তরুন রা তাদের কল্পনা দিয়ে তৈরি সব গল্পও কে ফ্রেমে বন্দি করে। তাই আমাদের বর্তমান সময়ে সর্ট ফিল্ম এর কদর বেরেই চলছে ... সমাজেের নানা রাজনৈতিক, সামাজিকবৈষম্য কে তুলে ধরার জন্য তাই শর্ট ফিল্ম হয়ে উঠেছে আজ এক অন্নরকম মাদ্ধম।
আমরা আজ অনেকেই এখন সর্ট ফিল্ম তৈরি করছি।আমি সবসময় বলে এসেছি সর্ট ফিল্ম তৈরিতে সবার আগে যে বিষয় টা মাথায় রাখতে হবে তা হল এর গল্প, আপনার গল্প এর কনসেপ্ট যদি ভাল হয় তবেই ... সর্ট ফিল্ম এর আসল উদ্দেশ্য ফুটে উঠবে তাই সর্বদা ভাল গল্পের দিকে মনোযোগ দেয়া উচিত
অন্নদিকে সর্ট ফিল্ম এর গল্প এর কনসেপ্ট এর জন্য সবার আগে যে বিষয় টি মাথায় রাখতে হবে যে . তা হল.. আপনি যে ফিল্ম টি তৈরি করতে যাচ্ছেন তা থেকে আপনি আপনার সমাজ কে কি মেছেজ দিতে যাচ্ছেন এবং আপনার এই গল্প টা কতটুকু অর্থবহ হবে। তাই আমি সর্বদা গল্পের কনসেপ্ট এর জন্য সিক্ষামুলক দিক কে সবার আগে স্থান দিব।
আসুন দেখা যাক সিক্ষামুলক ছারাও আর কি কি বিষয়ে শর্ট ফিল্ম এর কনসেপ্ট হিসেবে রাখা যায় তার একটা ছোট্ট লিস্ট দিলাম
১- হাসির নাটক
২- সমাজের কোন বাস্তব দিক
৩- ভৌতিক কোন বিষয়
৪- অনুপ্রেরণা মুলক
মোটামুটি এই ৫ টা বিষয় নিয়ে ই সর্ট ফিল্ম হয়। আপনি চাইলে এর বাহিরেও কনসেপ্ট তৈরি করতে পারেন
আমি কিছুদিন আগে একটা গ্রুপ তৈরি করেছি। যার নাম "Shortfilm Lover Bangladesh " যার আসল উদ্দেশ্য সর্ট ফিল্ম নিয়ে যারা আগ্রহি তাদেরকে একে অপরের মাদ্ধমে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া, ভিসুয়াল, ভিডিও এডিটিং এর টিপস ছারাও বিভিন্ন দেশি বিদেশি সর্ট ফিল্ম দেখানো ও এর বিভিন্ন নেতিবাচিক ও ইতিবাচক দিক গুলো তুলে ধরা।
আপনারা চাইলে এই গ্রুপ এ জয়েন করতে পারেন। আশা করি এই গ্রুপ এর মাদ্ধমে একে অপরকে সাহায্যের মাদ্ধমে এই মাদ্ধম টিকে আমরা সবাই আরও শক্ত অবস্থায় নিয়ে জেতে পারব
আমাদের গ্রুপ : https://www.facebook.com/groups/252267401781553/
আপনার ফ্রেন্ড দেরকেও এই গ্রুপ এ জয়েন করার জন্য ইনভাইট করুন যারা সর্ট ফিল্ম তৈরিতে আগ্রহি
আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা কথা জানার ছিল। তা হল যদি আমি কোন গানের মিউজিক ভিডিও তৈরি করতে চাই তবেকি আমার কারো কাছ থেকে কোন পারমিশন নিতে হবে,,??