সবাই কে আমার সালাম জানিয়ে আজকের লেখা শুরু করলাম । আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লিখতে ছিলাম । আজ আমি এই ধারাবাহিক টিউটোরিয়াল লিখতে যাচ্ছি । আর আজকের বিষয় হল ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট-আপ । ত আর দেরি না করে কাজে আসা যাগ ।
এর আগে আপনারা অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট-আপ করছেন ঠিক একই ভাবে আপনি থীম এবং প্লাইগন সেট-আপ করতে পারবেন । নিম্নে আমি ধাপে ধাপে বর্ননা করলাম ।
নিচে ধাপে ধাপে থীম সেট-আপ করার প্রক্রিয়া বর্ননা করা হল ।
প্রথম এই আপনি আপনার প্রিয় কোন থীম ডাউনলোড করে নিন । এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
এবার থীম আপলোড করার পালা , এবার আপনার প্যানেলে ফিরে আসেন এবং File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।
online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।
htdocs নামে ফোল্ডারে প্রবেশ করার পর wp-content প্রবেশ করুন এবং তারপর themes প্রবেশ করুন এবং তাতে আপনার প্রিয় থীম টা আপলোড করে দিন ঠিক যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট-আপ করছেন । [সহজ ভাবে দেখুন htdocs /wp-content /themes এবং থীম টা আপলোড করে দিন ] ব্যস এখানের কাজ এ শেষ এবার আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করার পর এবং ড্যাশবোর্ড এ জান এবং এপেয়ারেন্স মেনু [Appearance menu ] থেকে থীম এ প্রবেশ করুন । সেখানে আপনি আপনার প্রিয় যে থীম টা আপলোড করেছে তা দেখতে পাবেন । তার নিচে দেখবেন Active নামে একটা অপশন পাবেন । এবার আপনি আপলোড করা থীম টা ব্যবহার করতে চাইলে তাতে ক্লিক করুন । ব্যস কাজ শেষ ।
থীম সেট-আপ এর তিন নং ধাপ পযন্ত একই , আগে আপনি যে প্লাগইন ব্যবহার করতে চান তা ডাউনলোড করে নিন এবং তার পর নিচের ধাপ গুলো লক্ষ্য করুন ।
htdocs নামে ফোল্ডারে প্রবেশ করার পর wp-content প্রবেশ করুন এবং তারপর Plugin প্রবেশ করুন এবং তাতে আপনার প্রয়োজনিয় Plugin টা আপলোড করে দিন ঠিক যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস এবং থীম সেট-আপ করছেন । [সহজ ভাবে দেখুন htdocs /wp-content /Plugin এবং থীম টা আপলোড করে দিন ] ব্যস এখানের কাজ এ শেষ এবার আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করার পর এবং ড্যাশবোর্ড এ জান এবং প্লাগইন মেনু [Plugin menu ] থেকে প্লাগইন এ প্রবেশ করুন । সেখানে আপনি আপনার প্রয়োজনিয় যে প্লাগইন টা আপলোড করেছে তা দেখতে পাবেন । তার নিচে দেখবেন Active নামে একটা অপশন পাবেন । এবার আপনি আপলোড করা থীম টা ব্যবহার করতে চাইলে তাতে ক্লিক করুন । ব্যস কাজ শেষ ।
এবার আপনি আপনার প্রিয় থীম ও প্রয়োজনিয় Plugin ব্যবহার করা শুরু করুন..........
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
valo hoyeche