সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৭] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট-আপ

ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণ ব্লগ তৈরি

সবাই কে আমার সালাম জানিয়ে আজকের লেখা শুরু করলাম । আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লিখতে ছিলাম । আজ আমি এই ধারাবাহিক টিউটোরিয়াল লিখতে যাচ্ছি । আর আজকের বিষয় হল ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট-আপ । ত আর দেরি না করে কাজে আসা যাগ ।

এর আগে আপনারা অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট-আপ করছেন ঠিক একই ভাবে আপনি থীম এবং প্লাইগন সেট-আপ করতে পারবেন । নিম্নে আমি ধাপে ধাপে বর্ননা করলাম ।

থীম সেট-আপ

নিচে ধাপে ধাপে থীম সেট-আপ করার প্রক্রিয়া বর্ননা করা হল ।

১ম ধাপ:

প্রথম এই আপনি আপনার প্রিয় কোন থীম ডাউনলোড করে নিন । এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

২য় ধাপ:

এবার থীম আপলোড করার পালা , এবার আপনার প্যানেলে ফিরে আসেন এবং File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।

৩য় ধাপ :

online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।

৪র্থ ধাপ :

htdocs নামে ফোল্ডারে প্রবেশ করার পর wp-content প্রবেশ করুন এবং তারপর themes প্রবেশ করুন এবং তাতে আপনার প্রিয় থীম টা আপলোড করে দিন ঠিক যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট-আপ করছেন । [সহজ ভাবে দেখুন htdocs /wp-content /themes এবং থীম টা আপলোড করে দিন ] ব্যস এখানের কাজ এ শেষ এবার আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

৫ম ধাপ :

আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করার পর এবং ড্যাশবোর্ড এ জান এবং এপেয়ারেন্স মেনু [Appearance menu ] থেকে থীম এ প্রবেশ করুন । সেখানে আপনি আপনার প্রিয় যে থীম টা আপলোড করেছে তা দেখতে পাবেন । তার নিচে দেখবেন Active নামে একটা অপশন পাবেন । এবার আপনি আপলোড করা থীম টা ব্যবহার করতে চাইলে তাতে ক্লিক করুন । ব্যস কাজ শেষ ।

প্লাগইন সেট-আপ

থীম সেট-আপ এর তিন নং ধাপ পযন্ত একই , আগে আপনি যে প্লাগইন ব্যবহার করতে চান তা ডাউনলোড করে নিন এবং তার পর নিচের ধাপ গুলো লক্ষ্য করুন ।

৪র্থ ধাপ :

htdocs নামে ফোল্ডারে প্রবেশ করার পর wp-content প্রবেশ করুন এবং তারপর Plugin প্রবেশ করুন এবং তাতে আপনার প্রয়োজনিয় Plugin টা আপলোড করে দিন ঠিক যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস এবং থীম সেট-আপ করছেন । [সহজ ভাবে দেখুন htdocs /wp-content /Plugin এবং থীম টা আপলোড করে দিন ] ব্যস এখানের কাজ এ শেষ এবার আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

৫ম ধাপ :

আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করার পর এবং ড্যাশবোর্ড এ জান এবং প্লাগইন মেনু [Plugin menu ] থেকে প্লাগইন এ প্রবেশ করুন । সেখানে আপনি আপনার প্রয়োজনিয় যে প্লাগইন টা আপলোড করেছে তা দেখতে পাবেন । তার নিচে দেখবেন Active নামে একটা অপশন পাবেন । এবার আপনি আপলোড করা থীম টা ব্যবহার করতে চাইলে তাতে ক্লিক করুন । ব্যস কাজ শেষ ।

এবার আপনি আপনার প্রিয় থীম ও প্রয়োজনিয় Plugin ব্যবহার করা শুরু করুন..........

তথ্য সুত্র বিডি টিউটোরিয়াল২৪ ব্লগ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo hoyeche

ভাই টেকটিউনস/বিডি টিউটোরিয়াল ২৪ এর মতো সিস্টেমের একটা বা একাধিক টেপপ্লেট শেয়ার করলে শুধু আমার না অনেকেরই উপকার হবে। ভাল হয়েছে। ধন্যবাদ। আশা করি টেমপ্লেট গুলো শেয়ার করবেন।

apni bolsilen free web siter visitor besi hole site block kore dite pare, but koto besi hole ? ektu janaben, ami banglay likte na parar jonno sorry, sundor tune gula dewar jonno thanks a lot.

    Level 0

    এইটা আবার কোন বুলবুল। চেনা চেনা লাগে।

ধন্যবাদ টিউনের জন্য,
অনেক সুন্দর ও কাজের টিউটোরিয়াল।

ফাহিম ভাই অনেক সুন্দর হয়েছে।
নাজমুল @ আপনি কি করছেন এগুলো…..এভাবে লিংক ছড়িয়ে বাড়ানো ভাল নয়।

অনেক ভালো হচ্ছে , চালিয়ে যান

আপনাকে অনেক ধন্যবাদ ভাই
খুবই ভাল লাগল আমি আপনাদের টিউটরিয়াল পড়ে ব্লগ বানাতে পেড়েছি

আমি আপনার পরবর্তী পোসট এর জন্য হা করে আছি।

ভাল ভাল খুব ভাল। একটা একটা পড়ছি আর আরও ভাল লাগছে……………

Level 0

ধন্যবাদ টিউনের জন্য।অনেক সুন্দর টিউন।
http://www.pctips24.co.cc

Level 0

ভাইয়া কিছুদিন আগে আমি একটি সাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অনেক কষ্টে সার্ভারে আপলোড করি এবং তাতে কিছু পোষ্ট করি। আমার ওয়ার্ডপ্রেসের সাইটে একটি থিম ইনস্টল করি যার নাম পারফেক্টা, কিছুদিন যেতেই আমার সাইটটি হ্যাক!!!!!!!! সর্বনাশ। আমার সব শ্রম বৃথা। আমি জানতে পারলাম যে, এটি ফ্রি-থিম ব্যবহার করাতে এমটি হল। আমি আপনার কাছে অনুরোধ করব ব্লগিং সাইট তৈরী করার জন্য কিছু বিশ্বস্ত থিম দেন। আর জানালে খুবই খুশি হব। কিভাবে মনের মতো ওয়ার্ডপ্রেস থিম তৈরী করা যায়।

এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি……………………………..মনে হয় এবার কিছু একটা নিশ্চই হবে

ফাহিম ভাই এবং তাওহিদুল ভাই কে ধন্যবাদ ছাড়া আর কি ই বা দিতে পারি।

বি:দ্র: বিস্বস্ত, সুন্দর ও প্রয়োজনীয় কিছু থীম-এর ডাউনলোড লিংক চাই। আমারও ১টা ওয়ার্ডপ্রেস ব্লগ থীমের কারনে আর ব্যবহার করতে পারছিনা। মনে হয় হ্যাক হইছে।