ব্লগারে/ব্লগস্পটে তৈরি করুন নিজের একটি সাইটঃ ১ম পর্ব(নতুন ব্লগ তৈরী)
ব্লগারে/ব্লগস্পটে ফ্রিতে তৈরি করুন নিজের একটি সাইটঃ ২য় পর্ব (কিভাবে ব্লগারে নতুন টিউন দিতে হয়)
নিয়ে নিন ২০১৬ সালের সেরা ১০টি ব্লগার টেমপ্লেটঃ পর্ব ৩
আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার আজকের টিউন সম্পূর্ন নতুনদের জন্য যারা য়ে অর্থ উপার্জন করতে চাচ্ছেন। কিন্তু আপনি জানেন না কিভাবে একটা ফ্রী ব্লগ বা সাইট খুলবেন। তাদের জন্য আমার আজকের টিউন।
কিভাবে ব্লগারে একটি ব্লগ সাইট খুলতে হয়? কিভাবে ডিজাইন করতে হয়? কিভাবে অ্যাড বসাবেন? অ্যাফ্লিয়েট...ইত্যাদি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ... আজকের টিউনে দেখাব কিভাবে একটি ব্লগ সাইট তৈরী করবেন।
ব্লগারে একটি ব্লগ সাইট খুলতে আপনার প্রথম যা লাগবে তাহলো আপনার একটি gmail Account. যাদের জিমেইল অ্যাকাউন্ট নেই তারা খুলতে পারেন এখান থেকে।
যাদের অ্যাকাউন্ট আছে তারা প্রথমে লগিন করুন। তারপর 1 চিহ্নিত বাটনে ক্লিক করুন, তারপর ২ চিহ্নিত more এ ক্লিক করুন এবং শেষে ৩ চিহ্নিত ব্লগারে ক্লিক করুন।
এবার যে উইন্ডো আসবে তা হলো:
যাদের গুগল প্লাসে অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট অ্যাড করবেন আর যাদের নাই তারা Google+ প্রোফাইল তৈরী করে নিবেন খুব সহজে মাত্র তিনটি ধাপে। ধাপগুলো পূরণ না করে continue করে যেতে পারেন। পরবর্তীতে যোগ করতে পারবেন। ধাপগুলো সম্পন্ন হলে যে উইন্ডো আসবে তাতে new blog বাটনে ক্লিক করুন এবং নিচের উইন্ডো আসবে।
title এ আপনার সাইটের নাম, Address এ আপনার সাইটের অ্যাড্রেস এবং একটি থিম/টেমপ্লেট পছন্দ করে Create Blog ক্লিক করুন। আপনার সাইটের অ্যাড্রেস হবে ইউনিক। যেমনঃ techtunes.blogspot.com (.blogspot.com আপনার অ্যাড্রেস এর সাথে অবশ্যই থাকবে)।
ধৈর্য নিয়ে আমার টিউন পড়ার জন্য ধন্যবাদ, টিউনে সব কিছু তুলে ধরতে পারিনি, ইউটিউবে ভিডিও টিউটেরিয়াল দেখলে খুব সহজে বিস্তারিত বুঝতে পারবেন ...এখানে।
হয়ে গেল আপনার নিজের একটা ব্লগ/ওয়েবসাইট। পরবর্তী টিউনে কিভাবে টিউন করবেন তা দেখাব, ইনশাআল্লাহ।
যে সব বন্ধুরা জব সার্চ করছেন তারা আমার ফেসবুক পেজে লাইক দিলে আশা করি অনেক উপকৃত হবেন... ফেসবুক পেজ...আমার ব্লগ। ভালো থাকবেন... সুস্থ থাকেন এই কামনাই শেষ করছি, আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।
আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
thanks vai.