রেজিষ্ট্রির মজাঃ পর্ব ২ (অবিশ্বাস্য)! টার্গেটঃ এক্সপি,ভিস্তা,৭! টাক্সঃ পছন্দের শর্টকাট (রান,রিসাইকেল বিন….) দেখুন মাই কম্পিউটারে।

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আপনাদের বলেছিলাম রেজিস্ট্রি এডিটর নিয়ে ধারাবাহিক ভাবে বলে যাব এবং অবশেষে ২য় পর্বও করে ফেললাম। বিশ্বাস করুন জীবনে প্রথমবারের মত কোন ধারাবাহিকতা রক্ষা করলাম।

আজ আমি আপনাদের দেখাব কি করে My Computer এ Recycle Bin, Control Panel, Run সহ ইত্যাদি প্রয়োজনীয় লোকেশনের শর্টকাট রাখা যায়।

ডিফিকাল্টি লেভেলঃ একেবারে পান্তাভাত।

রিস্ক নাই। (যদি মনে করেন আছে তবে ব্যাকআপ তৈরি করে ফেলুন আগে)

যাই হোক মূল আলোচনাই আসি এবার। প্রথমেই win+R চেপে রান বক্স খুলুন। regedit লিখে ok করুন। তারপর HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows > CurrentVersion > Explorer > MyComputer > NameSpace এ যান। NameSpace এ রাইট ক্লিক করে New থেকে Key সিলেক্ট করুন।

ব্যাস আপনার ৮০% কাজ শেষ। এবার নিচের তালিকা থেকে My Computer যা দেখতে চান তার কোডটি দ্বারা নতুন Key টি রিনেম করুন। (না বুঝলে ছবিটি দেখুন)

Recycle Bin - {645FF040-5081-101B-9F08-00AA002F954E}
Control Panel - {21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
Run - {2559A1F3-21D7-11D4-BDAF-00C04F60B9F0}
Search - {2559A1F0-21D7-11D4-BDAF-00C04F60B9F0}
Flip 3D - {3080F90E-D7AD-11D9-BD98-0000947B0257}
Internet Explorer - {871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
Administrative Tools - {D20EA4E1-3957-11D2-A40B-0C5020524153}
Network Connections - {7007ACC7-3202-11D1-AAD2-00805FC1270E}
Printers - {2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}

নতুন Key টির নামকরন করার সাথে সাথেই My Computer এ গেলেই আপনার কাঙ্কিত শর্টকাটটি দেখতে পারবেন।

আর না দেখতে চাইলে ডিলিট করে দিন নতুন তৈরি করা কি গুলো।

অপটফিকঃ পুদিনা পাতা ভাইয়ের টিউনে একটা নতুন জিনিস দেখলাম। ডিফিকাল্টি লেভেল। আমিও দিয়ে দিলাম। আমার জিপি ১ জিবি এবার ১৫ দিনেই শেষ। মনটা অনেক খারাপ। ভার্সিটির ল্যাব থেকে টিউনটি করলাম। আমি আসলে আর কোন ব্লগে লিখি না। নিজের কোন ওয়েবসাইটও নাই। সরাসরি কারো সাথে গুছিয়ে কোন কথা বলতে পারি না। তাই টেকটিউনস-ই আমার একমাত্র ভরসা, মনের ভাব প্রকাশের। সত্যি কথা বলতে কি আমি এখানে টিউন করি কমেন্টের আশায়। তাই ভাল লাগলে, হাতে সময় থাকলে এবং টিটিতে রেজিস্টার্ড হলে একটা কমেন্ট করতে পারেন।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ মাখন ভাই

আপনি দেখি রেজিস্ট্রার মাস্টার!

Sorry, one big mistake. This will work in all version of windows(xp,vista,7)

(:this comment is from mobile so dont mind please.)

খুবই ভাল লাগল। ধন্যবাদ।

ভাই চমৎকার হয়েছে ।

ধন্যবাদ ।

খুবই ভালো লাগলো ভাই।

অনেক ধন্যবাদ বস্ এত কষ্ট করেও আমাদের জন্য এত সুন্দর টিউন করার জন্য। আসলে অনেক কষ্ট করেও একটা টিউন করেও যদি ভাল কমেন্ট আসে তাহলে অনেক শান্তি লাগে । যাই হোক অনেক ভাল হয়েছে সেভ করে রেখেছি পরে ঘাটাঘাটি করব।

ধন্যবাদ , দেখি কতদুর কাম করবার পারি

মনে হয় ভাল কিছু পরের দেখবো……..
প্রিয়তে..

অনেক সুন্দর টিউন,
আপনার টিউন না দেখলে বুঝতামইনা রেজিষ্ট্রির এত কিছু।
চালিয়ে যান আপনার জন্য রইল শুভকামনা।

মাখন ভাই আমরা আছি,চালিয়ে যান। ধন্যবাদ।

vaijan valo acen.ekta kaj korte paren,teletalk unlimited bebohar korte paren.mase 595 taka katbe.avarage speed 14-15 kb/sec.er niche name na.valo speed paoar karon ,teletalk er grahok emnitey kom.zokhon bebohar korben mone hobe hoyoto dhaka sohore ami ekai teletalk net bebohar kortaci.zemon ekhon ami rate download die gumie jai,sokale dekhi download ses.last 5 dine ami 2.3gb natok download koreci.amake bassash kore ekmash bebohar korte paren.guarantee dite pari ekbar teletalk bebohar korle ae charben na.ontoto bolte pari grameen theke 100 gun valo.

    পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি বাংলালায়নই নিলাম শেষপর্যন্ত।

makhn ভাই ধন্যবাদ।

অফ
আছেন কেমন? সামনে কিছু মানুষ কে দরকার হবে। আপনে অনেক mojar manush, i like u তাই আপনাকে দরকার হবে। আপনে পাশে থাকতে পারবেন মন থেকে?(নট এ বিগ ডিল যদি না পারেন) সময় হলে পুরা কাহিনি জানতে পারবেন।
জানাবেন

খুভ ভালো থাকুন। ধন্যবাদ

@আতাউর রহমান ভাই, হাসান যোবায়ের (আল-ফাতাহ্), সাইফুল ইসলাম, এহসান, সাঈদ, অমিত, ডেসপারেট ইভিনিং, রুবিসা, আউয়াল,স্বপন অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমিই কৃতজ্ঞ আপনাদের প্রতি কমেন্টের করার জন্য। 😉 😉 😉