"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আপনাদের বলেছিলাম রেজিস্ট্রি এডিটর নিয়ে ধারাবাহিক ভাবে বলে যাব এবং অবশেষে ২য় পর্বও করে ফেললাম। বিশ্বাস করুন জীবনে প্রথমবারের মত কোন ধারাবাহিকতা রক্ষা করলাম।
আজ আমি আপনাদের দেখাব কি করে My Computer এ Recycle Bin, Control Panel, Run সহ ইত্যাদি প্রয়োজনীয় লোকেশনের শর্টকাট রাখা যায়।
ডিফিকাল্টি লেভেলঃ একেবারে পান্তাভাত।
রিস্কঃ নাই। (যদি মনে করেন আছে তবে ব্যাকআপ তৈরি করে ফেলুন আগে)
যাই হোক মূল আলোচনাই আসি এবার। প্রথমেই win+R চেপে রান বক্স খুলুন। regedit লিখে ok করুন। তারপর HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows > CurrentVersion > Explorer > MyComputer > NameSpace এ যান। NameSpace এ রাইট ক্লিক করে New থেকে Key সিলেক্ট করুন।
ব্যাস আপনার ৮০% কাজ শেষ। এবার নিচের তালিকা থেকে My Computer যা দেখতে চান তার কোডটি দ্বারা নতুন Key টি রিনেম করুন। (না বুঝলে ছবিটি দেখুন)
Recycle Bin - {645FF040-5081-101B-9F08-00AA002F954E}
Control Panel - {21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
Run - {2559A1F3-21D7-11D4-BDAF-00C04F60B9F0}
Search - {2559A1F0-21D7-11D4-BDAF-00C04F60B9F0}
Flip 3D - {3080F90E-D7AD-11D9-BD98-0000947B0257}
Internet Explorer - {871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
Administrative Tools - {D20EA4E1-3957-11D2-A40B-0C5020524153}
Network Connections - {7007ACC7-3202-11D1-AAD2-00805FC1270E}
Printers - {2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
নতুন Key টির নামকরন করার সাথে সাথেই My Computer এ গেলেই আপনার কাঙ্কিত শর্টকাটটি দেখতে পারবেন।
আর না দেখতে চাইলে ডিলিট করে দিন নতুন তৈরি করা কি গুলো।
অপটফিকঃ পুদিনা পাতা ভাইয়ের টিউনে একটা নতুন জিনিস দেখলাম। ডিফিকাল্টি লেভেল। আমিও দিয়ে দিলাম। আমার জিপি ১ জিবি এবার ১৫ দিনেই শেষ। মনটা অনেক খারাপ। ভার্সিটির ল্যাব থেকে টিউনটি করলাম। আমি আসলে আর কোন ব্লগে লিখি না। নিজের কোন ওয়েবসাইটও নাই। সরাসরি কারো সাথে গুছিয়ে কোন কথা বলতে পারি না। তাই টেকটিউনস-ই আমার একমাত্র ভরসা, মনের ভাব প্রকাশের। সত্যি কথা বলতে কি আমি এখানে টিউন করি কমেন্টের আশায়। তাই ভাল লাগলে, হাতে সময় থাকলে এবং টিটিতে রেজিস্টার্ড হলে একটা কমেন্ট করতে পারেন।
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
ধন্যবাদ মাখন ভাই