আপনারা সবাই কেমন আছেন।আশা করি সবাই ভাল আছেন।
তিন দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম।আজকে আপনাদের মাঝে ফিরে এলাম photoshop বিষয়ক ধারাবাহিক tune part-3 নিয়ে।
***আজকে আমরা rectangle tool বিষয়ে কথা বলব।
***Photoshop open করে ,তারপর photoshop এর উপরে বামে গিয়ে file এ গিয়ে open click করুন।তারপর,computer থেকে যেকোনো image select করুন।
***Photoshop এর বামে tool box হতে rectangle marquee tool select করুন।এবার image এর যতটুকু অংশ আলাদা করতে চান,image এর সেখানে click করুন।দেখবেন,একটি “+” চিহ্ন এসেছে।এবার,”+” চিহ্ন হতে মাউস এর বাম পাস ক্লিক করে ধরে রেখে ড্রাগ করে একটি নিদিষ্ট জায়গা সিলেক্ট করুন।দেখবেন,একটি area তৈরী হয়েছে।
***Photoshop এর উপরে মেনু হতে edit এ গিয়ে copy click করুন।
***আবার,মেনু হতে file এ গিয়ে new click করুন।তারপর,কোনো পরিবরতন না করে ok click করুন।
***আবার, মেনু হতে edit এ গিয়ে paste click করুন।দেখবেন।আপণার সিলেক্ট করা অংশের image তৈরী হবে।
***আবার, মেনু হতে select এ গিয়ে all click করুন।দেখবেন,পুরো area জুড়ে mark তৈরী হবে।
***Border তৈরী
মেনু হতে edit এ গিয়ে stroke click করুন।দেখবেন,stroke box আসবে।
***box এ width এ ১৫ বা ২০ select করুন।
colour এ black select করুন।তারপর,ok click korun.দেখবেন,একটি border তৈরী hobe.
***আবার, মেনু হতে select এ গিয়ে deselect click করুন।তারপর,file এ গিয়ে save as click করে file format change করে save করুন।
******যারা আমার আগের photoshop এর tune গুলো দেখেন নাই তারা এখান থেকে দেখে নিন।
***part-1
https://www.techtunes.io/tutorial/tune-id/40841/
***part-2
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
আমি আছি ভাই আপনার সাথে আপনি চালিয়ে যান।
অনেক ভাল হইতেছে আপনার টিউটোরিয়ালটি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।