শুভ সন্ধ্যা। আবার ফিরে এলাম শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েব সাইটের একটি জরুরি বিষয় নিয়ে। এ বিষয়টি নিয়ে এত টিউন করেছি যে এখন বলতেও লজ্জা লাগে। তবু কৃতজ্ঞ টেকটিউনস এর প্রতি কারন এই বিশাল প্লাটফর্ম এর কারনে দেশের অনেক জেলা সহ নিজ জেলায় নিয়ে প্রায় ৩০০ অধিক সাইটের কাজ করেছি এমন কি এখনও অনেক কাজ হাতে রয়েছে। শুধু তাই নয় দেশের অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে। অনেক ভাল ভাল ডেভেলপারের সাথে কথা হয়েছে। ২০১৫ সালের প্রথম দিকে ছোট খাটো হোস্টিং বিজনেস শুরু করি। এখন এসে মনে হচ্ছে একটা অফিসের ভীষণ প্রয়োজন। এর সবকিছুর অবদান এই টেকটিউনস। আমি কৃতজ্ঞ তাদের প্রতি।
এবার মুল প্রসঙ্গে আসি। নিজে কয়েকটি টিউনের পূর্বে Ekattor School Management System কি ভাবে Install করতে হয় তা দেখিয়েছিলাম। কিছুদিন আগে Ekattor School Management System এর নতুন আপডেট বের হয়েছে। সেই সুবাদে অনেকেই আমার কাছে ফোন করে এর Install প্রক্রিয়া সম্পরকে জানতে চেয়েছেন। সময় করে উঠতে না পারায় কাছের বন্ধুশুলভ আলমগির হোসাইন কে দিয়ে এর পুরনাঙ্গ Tutorial তৈরি করলাম।
ভিডিওটি youtube এ আপলোড করলাম সাথে আমার ব্লগে Publish করলাম। লিঙ্ক দিলাম আমার ব্লগের। কস্ট করে এখান থেকে দেখলে আমার কিছু উপকার হতে পারে। টিটির নিয়ম ভেঙ্গেছি কি না জানি না। যদি ভেঙ্গে থাকি তবে ক্ষমাপ্রার্থী।
আর কিছু লিখার পাচ্ছি না তাই-
ভিডিওটি youtube এ আপলোড করলাম সাথে আমার ব্লগে Publish করলাম। লিঙ্ক দিলাম আমার ব্লগের। কস্ট করে এখান থেকে দেখলে আমার কিছু উপকার হতে পারে। টিটির নিয়ম ভেঙ্গেছি কি না জানি না। যদি ভেঙ্গে থাকি তবে ক্ষমাপ্রার্থী।
ভিডিওটি youtube এ আপলোড করলাম সাথে আমার ব্লগে Publish করলাম। লিঙ্ক দিলাম আমার ব্লগের। কস্ট করে এখান থেকে দেখলে আমার কিছু উপকার হতে পারে। টিটির নিয়ম ভেঙ্গেছি কি না জানি না। যদি ভেঙ্গে থাকি তবে ক্ষমাপ্রার্থী।
ভিডিওটি youtube এ আপলোড করলাম সাথে আমার ব্লগে Publish করলাম। লিঙ্ক দিলাম আমার ব্লগের। কস্ট করে এখান থেকে দেখলে আমার কিছু উপকার হতে পারে। টিটির নিয়ম ভেঙ্গেছি কি না জানি না। যদি ভেঙ্গে থাকি তবে ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ সবাইকে।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tune korar somoy je likhata kete tune koren oita pore dekhben