অনেকদিন পর টিউন করতে এলাম।
একবার ডুয়েট গান রেকর্ড করতে পারছিলাম না মেয়ের অভাবে। কারণ আমার বান্ধবীদেরও কেউ অত ভাল গায় না। অনেক ভেবেচিন্তে নিজেই নিচের ডুয়েট গানটা কমপ্লিট করে ফেললাম। আপনিও অনায়াসে আপনার কন্ঠকে রুপান্তর করতে পারেন মেয়ের গলায়। এমনকি বন্ধুবান্ধবদের সাথে কন্ঠ পরিবর্তন করে মজাও নিতে পারেন। তবে অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আশা করি। নিচের গানের উভয় কন্ঠই আমার। যদিও এক ভাইকে তথ্যটা প্রকাশ না করে শুনিয়েছিলাম। তিনি ও তার বন্ধুরা বলেছিলেন যে মেয়েটা নাকি Awesome গাইছে। যাইহোক। শেষমেশ ক্রিডিটটা আমারই প্রাপ্য ছিল।
এখন দেখাব কীভাবে একটি ভয়েসকে মেয়ে বা ছেলের ভয়েসে পরিবর্তন করে নিজে নিজেই ডুয়েট গান তৈরি করতে পারেন। এর জন্য একটি প্ল্যাগিন দরকার। এর নাম RoVee. তো কাজ শুরু করার আগে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
এরপর যা করতে হবে তা আমি ইউটিউবে ভিডিও’র মাধ্যমে দেখিয়ে দিচ্ছি।
এটা দিয়ে বিভিন্ন ভয়েস যেমন ছেলের কন্ঠ মেয়ে বা মেয়ের কন্ঠ ছেলে বা বাচ্চাদের মতো করা যায়। ভয়েসের পিচ পরিবর্তন করা যায়। এমন কি গলার স্বরের বয়সভিত্তিক পরিবর্তন সম্ভব। আর প্ল্যাগিনটা অবশ্যই মিক্সারের FX Slot এ আনবেন। ভিডিও দেখলে সব বুঝতে পারবেন।
খুব সংক্ষেপে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সামনে পরীক্ষা। দোয়া করবেন।
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
ভাই fl studio যেটা দিয়ে কাজ করবো সেটাই তো দিলেন না
শুধু ভিডিও রিভিউ করান