সবাইকে সালাম জানিয়ে আমার আজকের লেখা শুরু করলাম । গত কাল আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর মেইন অপশন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর অন্যন্যা মেনু গুলো নিয়ে আলোচনা করবো।
এই লেখাটা পড়ার আগে আপনাদের সুবিধার জন্য আমার আগের লেখা গুলো পড়ে নিতে পারেন।
আমি এই এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর বিভিন্ন মেনু গুলো নিয়ে আলোচনা করেছি । এই মেনুগুলো দিয়েই আপনি আপনার ব্লগ পরিচালনা করবেন। নিম্নে মেনু গুলো নাম দেয়া ।
পোস্ট মেনু ড্যাশবোর্ড এর প্রধান মেনু । এর আবার কিছু সাব মেনু আছে , সাবমেনু গুলো হল Posts , Add new , categories , Post tags । আপনি Posts সাবমেনু থেকে ব্লগ এর বিভিন্ন পোস্ট সম্পর্কে
জানতে পারবেন ।
Posts ক্লিক করলে আপনি নিউ একটা পেজ পাবেন যাতে Post : পোস্টের নাম , Author: যিনি পোস্ট করেছেন , Categories: পোস্ট ক্যাটাগরি ,Tags: যে যে ট্যাগ ব্যবহার করা হয়েছে , Comments: ক
ত গুলো মন্তব্য হয়েছে , Date: পোস্ট তারিখ।
Add new এ ক্লিক করলে একটা নিউ পেজ আসবে , যাতে আপনি আপনার পোস্টের টাইটেল , পোস্ট কন্টেন্ট , টেগ ইত্যাদি ব্যবহার করে একটি পোস্ট করতে পারবেন ।
Categories তে ক্লিক করলে একটা নিউ পেজ আসবে , যাতে আপনার পোস্ট Categorie থাকবে । আপনি এখান থেকে নতুন Categorie তৈরি , বা কোন Categorie বাদ দিতে পারবেন ।
Post tags থেকে আপনি আপন ব্লগ এ পোস্ট এর টেগ সম্পর্কে জানতে পারবেন । এই খান থেকে আপনি Post tags সম্পাদন , সংশোধন ইত্যাদি করতে পারবেন ।
এ ক্লিক করলে একটা নিউ পেজ আসবে সেখানে আপনি আপনার পোস্ট আপলোড করা ছবি গুলো দেখতে পারবেন । প্রযোজনে এখান থেকে ঈমেজ় গুলো সংযোযন , সম্পাদন , সংশোধন ইত্যাদি করতে পারবেন ।
লিঙ্ক মেনু দিয়ে আপনি আপনার ব্লগ এ বিভিন্ন লিঙ্ক যুক্ত করতে পারবেন । এর আন্ডারে তিন টা সাবমেনু আছে , যথা Links , Add new , Link Categories । Links , Add new এর মাধ্যমে আপনি নতুন লিঙ্ক সংযোগ , সংশোষন করতে পারবেন । Link Categories মাধ্যমে আপনি লিঙ্ক এর কেটাগরি নির্ধারন , নতুন কেটাগরি তৈরি , কেটাগরি সম্পাদন ইত্যাদি কাজ করা যায় ।
পেজ মেনু ক্লিক করলে আপনি নিউ একটা পেজ পাবেন যাতে যেখানে আপনার কত টা পেজ তা জানতে পারবেন এখান থেকে আপনি নতুন পেজ তৈরি , সম্পাদন , সংষোধন বা মুছে ফেলা যায় ।
কমেন্ট ক্লিক করলে আপনি নিউ একটা পেজ পাবেন যাতে আপনি দেখতে পারবেন আপনার কোন পোস্ট কত কমেন্ট পরলো , কে কোন পোস্ট এ কমেন্ট করলো ইত্যাদি জানতে পারবেন । এখান থেকে আপনি কমেন্ট সম্পাদন , সংষোধন , মুছে ফেলা সহ ইত্যাদি কাজ করতে পারবেন ।
এপেয়ারেন্স মেনু মাধ্যমে আপনি আপনার ব্লগ এ থীম সেট করতে পারবেন । এপেয়ারেন্স মেনুর আন্ডারে কিছু সাব মেনু থাকে যেমন themes ,Widgets , menus , editor ইত্যাদি । themes সাবমেনু দিয়ে আপনার কোন থীম আছে তা জ়ানতে পারবেন , এখান থেকে আপনি নতুন থীম সেট করতে পারবেন এবং মুছে ফেলতে পারবেন। Widgets , menus , editor সাবমেনু গুলো দিয়ে আপনি আপনার থীম কে customize করতে পারবেন ।
প্লাগইন মেনু মাধ্যমে আপনি আপনার ব্লগ এ প্লাগইন সেট করতে পারবেন । প্লাগইন মেনু আন্ডারে কিছু সাব মেনু থাকে যেমন Plugins , add new , editor ইত্যাদি । Plugins সাবমেনু দিয়ে আপনার কোন Plugin একটিভ আছে তা জ়ানতে পারবেন , এখান থেকে আপনি নতুন Plugin যুক্ত করতে পারবেন এবং মুছে ফেলতে পারবেন । editor সাবমেনু গুলো দিয়ে আপনি আপনার Plugin গুলো কে customize করতে পারবেন ।
ইউজার মেনু থেকে আপনি আপনার ব্লগ ব্যবহারকারিদের নিয়ন্ত্রন করতে পারবেন । এখানে থেকে আপনার ব্লগ এর ইউজার রা তাদের প্রফাইল দেখতে পারবে । আপনি এখান থেকে যেকোন ইউজার কে মুছে ফেলতে পারবেন এবং যেকোন নতুন ইউজার তৈরি করতে পারবেন ।
টুলস মেনু থেকে একটা গুরত পুর্ন । এই মেনু দিয়ে আপনি আপনার ব্লগ এলিমেন্ট গুলো কে এক্সপোর্ট , ইনপোর্ট করতে পারবেন ।
সেটিংস মেনু আপনার ব্লগ এর একটা অন্যতম মেনু , যার আন্ডারে অনেক গুরত্তপুর্ন সাবমেনু আছে । যেমন General , writing , reading , privacy ইত্যাদি । এই সাবমেনু গুলো থেকে আপনি আপনি আপনার ব্লগ এর সেটিং ও প্রাইভেসি ঠিক রাখতে পারবেন ।
আজ এই পযন্ত , পরের লেখায় প্লাগিন ও থীম সেট আপত নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ …………
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
Thanksssssssssssssssssssssss