সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৫] আজ টপিক ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি (পর্ব ১)

ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণ ব্লগ তৈরি

সবাইকে সালাম জানিয়ে আমার আজকের লেখা আরাম্ভ করলাম । ঈদের ছুটিতে ঢাকার বাইরে থাকায় এত দিন লেখা হয়নি । যাই হোক এখন আমি অনেক ফ্রী , তাই নিয়মিত লেখা চালিয়ে যেতে পারবো বলে আশা করি । আমি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে ধারাবাহিক পর্ব লিখতেছি । আশা করি আপনারা পাশে থাকলে নিয়মিত চালিয়ে যেতে পারবো । আমি এর আগের লেখা লেখে ছিলাম কিভাবে অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন  , পর্ব ৪  লেখাটার পরপরেই আমার পর্ব ৫ লেখা টা দিতে হত তবে সময় এর কারনে দিতে পারি নাই । এই জন্য আমি অনেক দুঃখিত ।আসা করি আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করতে পেরেছেন ।

এবার আজকের লেখার প্রসজ্ঞে আসা যাগ । আমি আজ আপনাদের কাছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড ও এর সাথে থাকা মেনু গুলো নিয়ে আলোচনা করবো। নিমে এদের বিস্তারিত আলোচনা করা হল । আমার এই লেখাটা যারা নতুন পরছেন তারা আগেই এই নিচের লেখা গুলো পরে নিলে ভাল হবে ।

পুর্বের লেখা সমূহ:

ড্যাশবোর্ড:

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ক্লিক করলে আপনি নিচের ছবিটার ন্যায় একটা পেজ পাপেন । যাতে আপনি আর অনেক কয় টা অপশন পাবেন , যেমন

  1. Right Now অপশন  [১]
  2. Quick Press অপশন [২]
  3. Recent  Comments অপশন [৩]
  4. Recent Drafts অপশন [৪], ইত্যাদি।


Right Now অপশন [১]:

Right Now অপশন [১] থেকে আপনি জানতে পারবেন কত গুলো পোস্ট হয়েছে , কত গুলো মন্তব্য হয়েছে , কত গুলো মন্তব্য এপ্রুব হয়েছে কত গুলো পেন্ডিং অবস্থায় আছে এছাড়া Right Now অপশন থেকে আপনি পেজ , টেগ ক্যাটাগরি ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন । এখান থেকে আপনি পোস্ট , মন্তব্য , পেজ , টেগ ক্যাটাগরি সংযোজন , সম্পাদন , সংকলন ইত্যাদি কাজ করতে পারবেন ।

Quick Press অপশন [২]:

Quick Press  অপশন [২] হতে আপনি কোন পোস্ট খূব তারা করতে পারবে । এক কথায় খুব শর্ট কাটে  পোস্ট করতে পারবেন । টাইটেল , কন্টেন্ট , টেগ দিয়ে পাবলিশ দিলেই কাজ শেষ , আপনার পোস্ট সহজেই প্রকাশ হয়ে যাবে ।

Recent  Comments অপশন [৩]:

Recent  Comments অপশন [৩] থেকে আপনি জানতে পারবেন আপনার ব্লগ বা সাইট নতুন কে মন্তব্য করলো । এই অপশন থেকে আপনি  মন্তব্য  সংযোজন , সম্পাদন , সংকলন ইত্যাদি করতে পারবেন ।

Recent Drafts অপশন [৪]:

Recent Drafts অপশন [৪] থেকে জানতে পারবেন আপনি কত গুলো পোস্ট Draft করেছেন তা জানতে পারবেন। এই অপশন থেকে আপনি Draft করা পোস্ট সংযোজন , সম্পাদন , সংকলন ও প্রকাশ করতে পারবেন ইত্যাদি করতে পারবেন ।

উপরের অপশন গুলোই মেইন অপশন । এসারা আপনি স্কিন অপশন [ছবির উপরে লাল করা ]থেকে আর অনেক নতুন অপশন যোগ করতে পারবেন । যেমন Incoming Links , Plugins , WordPress Blog । এছারা help অপশন [ছবির উপরে লাল করা ] থেকে ড্যাশবোর্ড  এর যেকোন সমস্যার সমাধান পাবেন WordPress Forum থেকে ।

আমার পরের লেখায় আমি অন্যান্য মেনু নিয়ে আলোচনা করবো ।

তর্থ সুত্র বিডি টিউটোরিয়াল২৪ ব্লগ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoyece.chaliye jan……………………..

অনেক কাজের টিউটোরিয়াল।
সবগুলুই সংগ্রহে রেখেছি।
অনেক অনেক ধন্যবাদ ভাল একটি টিউটোরিয়াল চালিয়ে যাওয়ার জন্য।

Level 0

ভাই আরও চাই !! চালিয়ে জান

nice, we want more 🙂

thanks………

Level 0

Keep it up.