লিমিটেড ব্যান্ডউইথ? কিছুটা হলেও বাঁচাতে পারেন


কোন ফাইল মেইল/আপলোড করার সময় আমরা সাধারনত কম্প্রেস[জিপ, রার ইত্যাদি] করি। এতে আপলোডে যেমন সময় কম লাগে তেমনি যারা ডাউনলোড করবে তাদেরও সময় কম লাগে। ধরি আমরা http://download.utorrent.com/2.2/utorrent.exe এই ফাইলটি ডাউনলোড করবো যার সাইজ ৩৮৬ কেবি। কিন্তু যদি ৩৬৬ কেবি ডাউনলোড করেই ফাইলটি পাওয়া যায় তাহলে কেমন হবে? খুব ভাল না হলেও কিছুটা হবে মনে হয়, বিশেষকরে যাদের লিমিটেড প্যাকেজ।

যা করতে হবেঃ নিচের সাইটটি ওপেন করে ডাউনলোড লিংক পেস্ট করতে হবে তারপর ডাউনলোড বাটনে ক্লিক দিতে হবে। তাহলে লিংকের ফাইলটি কম্প্রেস হয়ে ডাউনলোড হবে। একাধিক লিঙ্ক থেকেও একবারেই ডাউনলোড করা যাবে। তখন একটি লিংক পেস্ট করে একবার এন্টার চেপে আরেকটি লিংক পেস্ট করতে হবে।

সাইটের এড্রেস
এখন থেকে যেকোন লিঙ্ক দেবার সময়

http://compressdownload.co.nr/default.aspx?u=http://download.utorrent.com/2.2/utorrent.exe

এভাবে দিলে সরাসরি কম্প্রেস করে ডাউনলোড করা যাবে।

Level 0

আমি রাসেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ… অনেকদিন ধরে এই রকম সাইট খুজছিলাম।এখন ভার্সিটির লাইব্রেরী থেকে গান নামামো যাবে…

বাহ দারুন জিনিস দিলা ভাই।

রাসেদ ভাই , আমি একটু টেকনিক্যাল বিষয়টা জানতে চাচ্ছিলাম,অর্থাৎ ফাইলটা প্রথমে আপনার সার্ভারে ডাউনলোড হয়ে তারপর কমপ্রেস হয় – নাকি on the fly কম্প্রেস হয়,আসলে আমি এরকম একটা কিছু বানাতে চাচ্ছিলাম কিন্তু টেকনলজিটা আমার মাথায় আসেনি, আমাকে একটু ই মেইল করে জানাবেন কি? আমার ইমেইলঃ anam0161@eecs,northsouth.edu

ইস যদি রিজিউম সাপোর্ট থাকত! সাইজ ১ মেগাবাইট কমিয়ে এডবি রিডার নামাচ্ছি। 😀

অনেক ভালো জিনিস দিলেন ধন্যবাদ

ভাল জিনিস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।