photoshop বিষয়ক ধারাবাহিক tune (part-2)

কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।আপনাদের মাঝে আবার ফিরে এলাম।আজকে আমার টিউন হল photoshop বিষয়ক ধারাবাহিক টিউন part-2.

আর কথা না বলে কাজ শুরু করি।

***Foreground and background colour box

Photoshop open করলে বামদিকে যে tool box থাকে তাতে দুটি চারকনা বক্স থাকে,এদের মাঝে উপরের টি foreground box এবং, নিচের টি background colour box.

***colour selection box এর নিচে কোনায় যেই icon থাকে তার নাম default colour icon.এর কাজ হচ্চে এটাতে click করার সাথে সাথে foreground colour box এর colour black এবং,background colour box এর colour white হবে।

***আসুন এবার হাতে নাতে কাজ শিখি।

প্রথমে photoshop পেইজ এর উপরে বামে file এ গিয়ে new তে click করুন।এরপর যে পেইজ আসবে তা আমার আগের টিউন এর মত করে লিখে ok দিন।একটা নতুন window আসবে।

এবার, colour box হতে foreground colour box এর উপর click করুন।যে উইন্ডো আসবে তা হতে একটি colour select করুন।

***এবার colour box হতে background colour box click করে এক্টি colour select করুন।

***এবার,tool box হতে type tool select করে সাদা পেইজ এ কিছু লিখুন।দেখবেন।লেখাটি foreground colour box এর colour এ লেখা হয়েছে।

***এবার,খেয়াল করুন।colour box এর উপরে ডানপাশে একটি বাকা arrow এর মত বাঁকা চিহ্ন আছে।এর নাম switch colour changer.এটাতে click করলে foreground এবং,background colour এর মাঝে inter change হবে।

***আমরা এতদিন white page নিয়ে কারবার করেচি।এবার একটু change আনি।

File এ click করে computer হতে যেকোন একটি ছবি select করুন।

***zoom tool এর ব্যবহার

টুল বক্স এর একটি টুল হচ্চে zoom tool.zoom tool click করে ছবিতে click করুন।দেখবেন “+” চিহ্ন এসেছে।এবার,মাউস এর left button যতবার click করবেন ততবার zoom হবে।আর যাদের মাউস latest তাদের মাউস এর মাঝে যে wheel থাকে সেটাকে উপরের দিকে ঘুরালে zoom in হয় আর নিচের দিকে ঘুরালে zoom out হয়।

zoom করার পর ছবির  অবস্থা

***আরেকটা কথা,zoom tool click করার পর ছবিতে right click করলে,যে অপশন গুলো আসে তাতে zoom in করলে zoom হয়,আর zoom out করলে zoom কমে,আর fit on screen click করলে ছবি পুরো screen জুড়ে আসে।

***zoom tool select করা অবস্থায় ছবির কোন জায়গায় ড্রাগ করে একটি অংশ select করি।তাহলে ছবির অই অংশটুকু zoom হবে।ড্রাগ মানে হল মাউস এর left button click করে ধরে রেখে কন অংশ select করা।

****Hand tool এর ব্যবহার

একটি ছবি select করে take zoom করে বড় করে বা ছোট করে নেই।এবার tool box হতে hand tool select করি।ছবিতে যেকোনো অংশে ক্লিক করি এবং ড্রাগ করে উপর,নিচ,ডান,বাম করি।

Tune টা কেমন হয়েচে জানাবেন।

***যারা আমার আগের tune টা দেখেন নাই,তারা এখান থেকে দেখে নিনঃ

Photoshop নিয়ে ধারাবাহিক tune (part-1)

***আর যাদের কাছে photoshop নেই তারা নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন;

http://www.mediafire.com/file/jzuxmyyqmdy/photoshop_cs4_micro%20by%20LuckyFm.exe

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর গোছানো টিউন।খুব ভালো লাগল।ধন্যবাদ।

আমি আছি যথারীতি ভাল হয়েছে। গো ওন…….

আপনি তো আপু অনেক কষ্ট করেন আমাদের জন্য তাই তো আপনাকে অসংখ ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর টিউনটির জন্য। খুভ ভাল লেগেছে আপনার চমৎকার গোছানো টিউনটি। ছবি দেওয়াতে বিষয়টা অনেকটা ক্লিয়ার মনে হয়েছে। আপনার টিউন নিয়মিত চাই।

    abar asibo fire ei techtunes er vire.

    abar asibo fire ei techtunes er vire.
    আবার আসিবো ফিরে টেকটিউনসের ভিড়ে”

    কি ব্যপার এই কথা কেন? ফিরে আসার প্রশ্নতো তখন আসে যখন কেউ চলে যায়। আর আপনার মত টিউনার চলে যাওয়ার তো প্রশ্নই উঠে না!!! কোন সমষ্যা?

    আশা করি নিয়মিত সুন্দর সুন্দর টিউন আমাদের কে উপহার দিয়ে যাবেন।

    আপনার শুভ কামনায়।
    [email protected]

    ki bolen vai techtunes chara kivabe thaka somvob.

স্কুলের ছাত্রদের ক্লাশ অর্ধেক করিয়ে ছলে যাবেন না কিন্তু। ধন্যবাদ আশা করি পর্ব আকারে ছালিয়ে যাবেন।

অনেক ভাল হইতেছে টিউটোরিয়াল গুলু,
আশা করছি শেষ পর্যন্ত যাবেন।
অনেক ধন্যবাদ শুভ কামনা রইল।