এখন থেকে ফায়ারফক্সে মিডিফায়ার হতে জমাকৃত কুকিজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে

অনেকেই ফায়ারফক্সের সবগুলো ক্যাশ/কুকি ডিলিট করে মিডিয়াফায়ার থেকে রিজিউম করে থাকেন (মানে আমি পূর্বে এমনটি করতাম)। এতে করে যে সকল ওবেসাইটে অটো-লগিন হত তা বন্ধ হয়ে যায়। ফলে পুনরায় ইউজার নেম/আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হয়। একটি সহজ উপায়ে শুধুমাত্র মিডিয়াফায়ারের কুকিগুলো অটোমেটিক ডিলিট করা যায়। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • ১। প্রথমে “Tools” থেকে “Options” এ যান।
  • ২। এবার “Privacy” ট্যাবে যান।
  • ৩। ড্রপডাউন মেনু থেকে Use custom settings for history সিলেক্ট করুন।
  • ৪। “Exceptions” বাটনে ক্লিক করুন।
  • ৫। Address for website এর নিচের বক্সে mediafire.com টাইপ করে “Allow for Session” বাটনে ক্লিক করুন। এরপর Close এ ক্লিক করে বেরিয়ে আসুন।

নিচের ছবিটি দেখুনঃ

এখন থেকে ফায়ারফক্স ক্লোজ করলে স্বয়ংক্রিয়ভাবে মিডিয়াফায়ার থেকে জমাকৃত কুকি/ক্যাশফাইলগুলো ডিলিট হয়ে যাবে। একই উপায়ে অন্যান্য ওয়েবসাইট থেকে সাময়িকভাবে কুকি Allow করা যাবে।

অনুগ্রহ করে মন্তব্য করবেন কেমন হল তা জানিয়ে। সবাইকে ধন্যবাদ।

Level New

আমি সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথম সেমিস্টার, প্রথম বর্ষ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন।কিন্তু ভাই পরীক্ষার দিকে সময়টা ভালো করে দিও কিন্তু।সময় নষ্ট করো না প্লিজ

Level 0

Good tune for the Mozilla users. I download regularly from MF.com.
This tune will help me a lot.
Thanks for the tune, Sakib Brother.
Wish you a successfull life.