রেজিষ্ট্রির মজাঃ পর্ব ১(সম্ভবত) “এবারের টার্গেট উইনডোজ ৭ – ২কেবির সফট দিয়ে পাল্টে দিন অনেক কিছুই”।

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

কেমন আছেন সবাই? আশা করি ভাল। আমি যথারীতি ভাল না। হা হা হা। টেকটিউনসে এ কোন পোষ্ট করতে না পারলে আমার মন ভাল থাকে না(সত্যি বলছি)। যাই হোক, আমি এর আগে আপনাদের রেজিষ্ট্রি নিয়ে যেন আর কোন ভয় না থাকে। সেজন্য একটা টিউন করেছিলাম। আশা করি, এখন আর থাকে ভয় পান না। না পেলেই ভাল।
আজ আমি আপনাদেরকে দেখাব কি রেজিষ্ট্রি মশাইকে ধোলাই করে করে কিভাবে মজা নেওয়া যায়। আশা করি, এটা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারব। আর দেরি না করে চলুন মূল পর্বে যাওয়া যাক।

আপনাদেরকে যে কোডটা দিব তার কাজ সমূহ বলে নিই আগেঃ

. কনটেক্সট মেনুতে (মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা যে মেনুটি দেখি) উইনডোজ এক্সপির মত coppy to folder, move to folder অপশনগুলো দেখাবে।

২. কোন প্রোগ্রাম যদি হ্যাং হয়ে যায় অথবা বন্ধ হতে অনেক দেরি করে, তাহলে আমরা কি করি? আপনারা কি করেন আমি জানি না। আমি ctrl+Alt+del চেপে প্রোসেস থেকে প্রোগ্রামটা বন্ধ করে দিই। এই কাজটাই এখন থেকে অটোমেটিক হয়ে যাবে।

৩. মেনু দেখানোর সময় কমিয়ে ফেলে। যার কারণে আপনি যখন কোন প্যারেন্ট মেনু সিলেক্ট করবেন তখন খুব দ্রুত এর সাব-মেনু প্রদর্শিত হবে।

. Low disk space চেক করা বন্ধ করবে। যার ফলে, এর বিরক্তিকর নোটিফিকেশনটা আপনাকে আর দেখতে হবে না।

৫. মাঝে মাঝে আমরা যখন কোন শর্টকাটে ক্লিক করি যা নাই(মূল ফাইলটি ডিলিট করে দেওয়া হয়েছে) তখন উইনডোজ সেটা খুজা শুরু করে দেয়। এখন থেকে আর অযথা খোজাখুজি করে আপনার সময় নষ্ট করবে না।

৬. যখন অচেনা টাইপের ফাইল ওপেন লরতে যায় তখন "search on Internet" নামের যে বিরক্তিকর উইন্ডোটি আসে তা আর আসবে না। সরাসরি প্রোগ্রাম লিস্টে চলে যাবে।

৭. উইনডোজ এক্সপ্লোরার এ নেভিগেশন(খোজ) আগের চেয়ে দ্রুত হবে।

৮. "Take Ownership" নামের একটা অপশন যোগ হবে কনটেক্সট মেনুতে। যার ফলে অযথা এডমিনেষ্ট্রেটর এর অনুমতি চাইবে না।

প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোডগুলো লিখুন। এরপর .reg এক্সটেনশন দিয়ে সেভ করুন যেকোন নামে।
Windows Registry Editor Version 5.0
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To]
@="{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}"
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]
@="{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}"
[HKEY_CURRENT_USER\Control Panel\Desktop]
"AutoEndTasks"="1"
"HungAppTimeout"="1000"
"MenuShowDelay"="8"
"WaitToKillAppTimeout"="2000"
"LowLevelHooksTimeout"="1000"
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoLowDiskSpaceChecks"=dword:00000001
"LinkResolveIgnoreLinkInfo"=dword:00000001
"NoResolveSearch"=dword:00000001
"NoResolveTrack"=dword:00000001
"NoInternetOpenWith"=dword:00000001
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]
"WaitToKillServiceTimeout"="2000"
[-HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\RemoteComputer]
[HKEY_CLASSES_ROOT\*\shell\takeownership]
@="Take ownership"
"HasLUAShield"=""
"NoWorkingDirectory"=""
[HKEY_CLASSES_ROOT\*\shell\takeownership\command]
@="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
"IsolatedCommand"="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
[HKEY_CLASSES_ROOT\exefile\shell\takeownership]
@="Take ownership"
"HasLUAShield"=""
"NoWorkingDirectory"=""
[HKEY_CLASSES_ROOT\exefile\shell\takeownership\command]
@="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
"IsolatedCommand"="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
[HKEY_CLASSES_ROOT\dllfile\shell\takeownership]
@="Take ownership"
"HasLUAShield"=""
"NoWorkingDirectory"=""
[HKEY_CLASSES_ROOT\dllfile\shell\takeownership\command]
@="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
"IsolatedCommand"="cmd.exe /c takeown /f \"%1\" && icacls \"%1\" /grant administrators:F"
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\takeownership]
@="Take ownership"
"HasLUAShield"=""
"NoWorkingDirectory"=""
[HKEY_CLASSES_ROOT\Directory\shell\takeownership\command]
@="cmd.exe /c takeown /f \"%1\" /r /d y && icacls \"%1\" /grant administrators:F /t"
"IsolatedCommand"="cmd.exe /c takeown /f \"%1\" /r /d y && icacls \"%1\" /grant administrators:F /t"

তারপর ডাবল ক্লিক করুন। ব্যাস, আপনার কাজ শেষ।

___________________________________________________________________

######এতটুকুও করতে না চাইলে ডাউনলোড করে নিন  এখান (১কেবি) থেকে#####

____________________________________________________________

আর এতকিছু করতে যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলছি, ভয়ের কিছু নেই। সিস্টেমের কোন ক্ষতি হবে না। যা হবে তা উপরে বর্ণিত হয়েছে। এর বেশিও হবে না কমও হবে না। আর এগুলোকে যদি আপনি ক্ষতি বলেন তাহলে আমার আর কিছু বলার নাই।

আর যদি আগের অবস্থায় ফিরে যেতে চান। তবে কি করবেন ভাবছেন তো...
প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোডগুলো লিখুন। এরপর .reg এক্সটেনশন দিয়ে সেভ করুন যেকোন নামে।

Windows Registry Editor Version 5.00
[-HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To]
[-HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]
[HKEY_CURRENT_USER\Control Panel\Desktop]
"AutoEndTasks"="0"
"HungAppTimeout"="20000"
"MenuShowDelay"="400"
"WaitToKillAppTimeout"="20000"
"LowLevelHooksTimeout"="20000"
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoLowDiskSpaceChecks"=dword:00000000
"LinkResolveIgnoreLinkInfo"=dword:00000000
"NoResolveSearch"=dword:00000000
"NoResolveTrack"=dword:00000000
"NoInternetOpenWith"=dword:00000000
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]
"WaitToKillServiceTimeout"="20000"
[-HKEY_CLASSES_ROOT\*\shell\takeownership]
[-HKEY_CLASSES_ROOT\exefile\shell\takeownership]
[-HKEY_CLASSES_ROOT\dllfile\shell\takeownership]
[-HKEY_CLASSES_ROOT\Directory\shell\takeownership]

তারপর ডাবল ক্লিক করুন। ব্যাস, আপনার কাজ শেষ।

_________________________________________________________________

######এতটুকুও করতে না চাইলে ডাউনলোড করে নিন এখান (৮০০ বাইট) থেকে।######

__________________________________________________________________

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নোটপ্যাড এ লিখে কোড সেভ করতে কষ্ট লাগে,তার থাইক্কা ডাউনলোড করে নেই। কিছু কিছু বাংগালী অতি মাত্রায় অলস।

মাখন ভাই দারুন হয়েছ, আশা করি পর্ব আকারে চালিয়ে যাবেন। ধন্যবাদ।

    বললাম তো চেষ্টা করব। হা হা হা। আপনাকে ধন্যবাদ। সাথে থাকবেন।

Level 0

ধন্যবাদ ভাল হয়েছে,,,,,,,,,,,,,,,,,

    আপনাকেও অনেক ধন্যবাদ। কোন সমস্যা হলে বলবেন।

টিউন ভাল হয়েছে :)। ২ নং টার ক্ষেত্রে টাইমআউট আরেকটু বেশি দিলে ভাল হত। অনেক সময় দেখা যায় কোন প্রোগ্রাম ৫-১০ সেকেন্ড নট রেস্পন্ডিং দেখানোর পর আবার নরমাল হয়। সে ক্ষেত্রে বেচারা মাঠে মারা যাবে। আমার প্রথম পিসি ছিল সেলেরন, তাই এই ধরনের অভিজ্ঞতা আছে 😀

    ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

প্রিয়তে রেখে দিলাম,
অনেক গুলু আমার লাগবে,
ধন্যবাদ শেয়ার করার জন্য এবং
অনেক অনেক ভাল টিউন।

    আতাউর রহমান ভাই, আমি আসলেই অনেক ছোট। আপনার কমেন্ট না পেলে মনে হয় আমার টিউনটা কোন টিউনই হয় নাই। আপনাকে অনেক অনেক অনেক অনেক….ধন্যবাদ।

আহ হা হা! মাসপি ভাইতো উবুন্টুতে, আর এটা উইনডোজের জন্য।আমার তো ডুয়েল বুট ।
আপ্নের ব্লগ ঘুরে আসছি আর সাথে প্রমান নিয়ে এসেছি ।
আমি মাখন , আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।

ও আচ্ছা আপনার ব্লগে Read more অপশন যোগ করুন । না হলে আপনার ৭ টা টিউন যদি প্রথম পেজ এ দেখায় তাহলে কেমন লাগে বলুন?

    Read more নাই তবে আরো বিস্তারিত পড়ুন আছে তো… হা হা হা। আপনাকে অনেক ধন্যবাদ।

টিউন ভালো হয়েছে কেরি অন ম্যান। হিহি। আপনার সাইটের লিংক দিন আমার ঘুরতে খুব মজা লাগে পরিচিত মানুষের সাইটে ঘুরতে। হিহি

THANKS SIR