সবাই নিশ্চই ভাল আছেন।আজকে আমি শুরু করব photoshop নিয়ে ধারাবাহিক tune part-1
আমি আমার সবোচ্চ চেষ্টা করব।না বুজাতে পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমরা যেমন রচনার introduction লেখি তেমনি আজকের part-1 হচ্চে photoshop এর introduction.
এবার শুরু করা যাক।
Photoshop install করুন ,এরপর open করুন।এরপর এরকম একটি page আসবে।
টুল বক্স
Photoshop এর বামপাশে লম্বালম্বি ভাবে টুল বক্স অবস্থান কবে।এতে brush tool.lasso tool,move tool,type tool,pen tool,rectangle tool,zoom tool,ইত্তাদি থাকে।
হিডেন টুল
টুল বক্স এর টুল গুলোতে right click করলে হিডেন টু বেরিয়ে আসে।
Title bar
Photoshop open করলে যে পেইজ টা আসে তার সবচেয়ে উপরে যেখানে adobe photoshop লেখা থাকে সেতাই title bar.
Menu bar
Title bar এর নিচে যে bar এ file,edit,image,layer,select, এগুলো থাকে তাকে menu bar বলে।
Palette
Photoshop এর ডানপাশে নিচের পেইজ এর মত অংশ থাকে একে palette বলে।
Introduction শেষ।এবার description.
Lets go,don’t fear.
1…………………….
প্রথমে file এ গিয়ে new click করুন।
নিছের মত একটি box আসবে।
এই বক্স টা এডিট করতে হবে। width এ 426,ডানপাশে pixel select করতে হবে।
তারপর height এ 426. ,ডানপাশে pixel select করতে হবে।
Reslution 71 ,ডানপাশে pixels/inch select করতে হবে।
Colour mode এ RGB colour mode select করতে হবে।
Background white select করতে হবে।
তারপর ok click করতে হবে।
তারপর একটি window আসবে।
তারপর,টুল বক্স এর নিচের দিকে colour এর বক্স হতে উপরের টি foreground colour বক্স এ click করুন।নিচের মত একটি window আসবে।
যেকোন একটি colour select করুন।তারপর ok click করুন।
এরপর,tool box হতে brush tool টি select করুন।এবার সাদা window টিতে মাউস এর left side টি click করে ধরে রেখে কিছু লিখুন।
তারপর,photoshop এর পেইজ এর সবচেয়ে উপরে বামে file এ click করে close এ click korun.photoshop আপনার কাছে জানতে চাইবে এই file কি আপনি save করবেন নাকি করবেন না।আপনি save এ click করুন।তারপর,computer এর যেকোন স্থানে save করুন।।
2………………….
এবার আসুন photoshop এর আরেকটু অংশ জানি।
আগের মত file এ গিয়ে new তে গিয়ে নতুন window খুলুন।
তারপর tool box হতে type tool select করুন।
তারপর পেইজ এ গিয়ে কিছু টাইপ করুন।তারপর,tool box হতে move tool select করে লেখা টিকে ডানবাম দিকে সরান যাবে।তারপর save করুন।
এই tune টি কেমন লাগল জানাবেন।photoshop বিষয়ে tune নিয়ে আবার হাজির হব।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
সুন্দর একটি টিউন করার জন্য ধন্যবাদ। ধারাবাহিক উপস্থাপনা সকল নতুন ভিজিটরদের জন্যই উত্তম হবে আর পুরনো ভিজিটর পাবে নতুন কিছু টিপস।
কিছু সহজ প্রজেক্ট দেখুন নিচের লিঙ্ক থেকে বাংলা এবং ইংরেজী দুই ভাষায়…
http://nextbarisal.com/english/graphic_design.php