নিজের তৈরি যন্ত্রপাতি দিয়ে(মুরগীর কলিজার সাহাযে্য) অক্সিজেন গ্যাস প্রস্তুতি

আসসালামুআলাইকুম,আমি টেকটিউনসে নতুন। আজ আমি আপনাদের জানাব কিভাবে পরীক্ষাগারের যন্ত্রপাতি ছাড়া কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা যায়। এজ্ন্য আমরা নিজেরাই যন্ত্রপাতি তৈরি করে নিব। প্রথমে আমরা এক বা দেড় লিটারের কোমল পানীয়য়ের প্লাস্টিকের বোতল নিয়ে এটার ছিপিটাকে ছিদ্র করে একটি চিকন প্লাস্চিকের পাইপ (স্যালাইন দেয়ার জন্য যেরকম পাইপ ব্যবহার করা হয়) ছিদ্রপথে সামান্য একটু ডুকাই। তারপর সেখানে মোম গলিয়ে লাগিয়ে দেই যেন বাতাস ঐখান দিয়ে ভিতরে যেতে না পারে। তারপর পাইপের অপর প্রান্ত পানি ভর্তি গামলার পানিতে ডুবিয়ে রাখি। আর লাগবে হাইড্রোজেন পার অক্সাইড যা যেকোন ঔষুধের দোকান থেকে কেনা যায় দাম মাত্র ১৫/২০ টাকা। আর লাগবে মুরগির কয়েক টুকরা কলিজ।
এখন একটি বাটিতে কলিজার টুকরা ভালমত পিষে নেই। তারপর উহা বোতল ভর্তি করি এবং বোতলে হাইড্রোজেন পার অক্সাইড ঢালি। তারপর ছিপিটা খুব ভাল করে টাইট করে লাগাই। দেখা যাবে গামলার পানিতে পাইপের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। এই গ্যাস আমরা পানির নিম্নমূখী অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রত করতে পারি। খেয়াল রাখতে হবে বোতলের ছিপি যেন খুব টাইট করে লাগানো হয়। এভাবে গ্যাস প্রস্তুত করে আমরা অক্সিজেন গ্যাসের ধর্ম পরে পরীক্ষা করে দেখতে পারি।
যেসব বিদ্যালয়ে কেনা ল্যাবরেটরী নেই বা পর্যাপ্ত যন্ত্রপািত নেই সেখানে এই পদ্ধতিতে অক্সিজেন প্রস্তুত করে শিক্ষাথীদের দেখানো যেতে পারে। আমি আশা করি আমার প্রথম টিউনটি সবার কাছে ভাল লাগবে । পরবর্তীতের আমি জানাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে সাবান প্রস্তুত করা যায়। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে সাগতম ও ধন্যবাদ । আসা করি আগামিতে আর সুন্দর সুন্দর টিউন অপহার দিবেন আমাদের কে

মুরগীর কলিজার ফাংশনটা বুঝলাম না

    পরীক্ষাগারে হাইড্রোজেন পার অক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুত করার সময় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। এখানে মুরগীর কলিজা ও ঠিক ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের কাজ করে অর্থাৎ কলিজা প্রভাবক হিসেবে কাজ করে।

    Level 0

    মজার জিনিস মুরগির কলিজা প্রভাবক।

অক্সিজেন উৎপাদনের জন্য মুরগির কলিজা !

    উপরের মন্তব্য দেখুন। আপনার বিস্ময়ের জবাব পেয়েছন কি ?

    মুরগির কলিজা দিয়েও যে অক্সিজেন উৎপাদন করা সম্ভব, এটি কি বিস্মেযর বিষয় নয় ?

আপনি আরও নতুন নতুন পোস্ট দিতে থাকুন। কেউ না থাকলেও আমি আছি।

হঁা আপনি ঠিক বলেছেন। অজানা অনেক কিছুই আমাদের কাছে বিস্ময়ের মনে হয়।

টেকটিউনসে স্বাগতম। প্রথম টিউনটাই বেশ ভাল করেছেন। ভবিষ্যতে আরও এরকম মজার মজার টিউন চাই। বিস্তারিত ভাবে কার্যকারণ সহ টিউন করলে টিউনটা আরও ভাল হত। আশা করি আপডেট করবেন।

    হঁা অবশ্যই । আমার মনে হয আর ও একটু বিস্তারিত বলা উচিত ছিল । পরের টিউনে বিস্তারিত ব্যাখ্যা দিব।

কঠিন জিনিস, পরীক্ষা করে দেখার মতো সময় নেই। নইলে দেখতাম কতোটা কার্যকরী। ইনশাল্লাহ, সেই দিন আর দূরে নেই যেদিন আমরাও রসায়নে নোবেল পুরষ্কার পাবো।

    ১০০ % কার্যকরী। চেষ্টা করে দেখতে পারেন ইনশাআল্লাহ সফল হবেন।

টেকটিউনসে আপনাকে স্বাগতম। আগামিতে আরো ভাল টিউন চাই। আমি পরীক্ষা করে দেখেছি এবং সফল হয়েছি। আপনাকে ওনেক ওনেক ধন্যবাদ

এক্সক্লুসিভ টিউন।

দারুন জিনিস ভাল লাগল !

দুর মিয়া… এত ভালো একটা খাদ্যবস্তুরে কষ্ট দিবার কি দরকার। জাস্ট একটা তাওয়া নেন, একটু লবন আর এক ছটাক তেল… ব্যস তাওয়া গরম করে কলিজাগুলো ছেড়ে দিন। কিছুক্ষন ঢেকে রাখুন (এতে অক্সিজেন উড়ে যাবেনা।) কলিজাগুলো লালচে হলে খেয়ে নিন। নাইলে আমার ঠিকানায়……..

অনেক সুন্দর লেখেছেন ধন্যবাদ,
স্ক্রিনশট দিলে আরো একটু সুন্দর হইত কি বলেন?
সামনে আরো ভাল টিউন চাই।

    আসলে আমি কম্পিউটার বিষয়ে খুব পারদর্শি নই। তবে চেষ্টা করব পরবর্তীতে আরও ভাল করার। আপনাকে ধন্যবাদ।