আসসালামুআলাইকুম,আমি টেকটিউনসে নতুন। আজ আমি আপনাদের জানাব কিভাবে পরীক্ষাগারের যন্ত্রপাতি ছাড়া কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা যায়। এজ্ন্য আমরা নিজেরাই যন্ত্রপাতি তৈরি করে নিব। প্রথমে আমরা এক বা দেড় লিটারের কোমল পানীয়য়ের প্লাস্টিকের বোতল নিয়ে এটার ছিপিটাকে ছিদ্র করে একটি চিকন প্লাস্চিকের পাইপ (স্যালাইন দেয়ার জন্য যেরকম পাইপ ব্যবহার করা হয়) ছিদ্রপথে সামান্য একটু ডুকাই। তারপর সেখানে মোম গলিয়ে লাগিয়ে দেই যেন বাতাস ঐখান দিয়ে ভিতরে যেতে না পারে। তারপর পাইপের অপর প্রান্ত পানি ভর্তি গামলার পানিতে ডুবিয়ে রাখি। আর লাগবে হাইড্রোজেন পার অক্সাইড যা যেকোন ঔষুধের দোকান থেকে কেনা যায় দাম মাত্র ১৫/২০ টাকা। আর লাগবে মুরগির কয়েক টুকরা কলিজ।
এখন একটি বাটিতে কলিজার টুকরা ভালমত পিষে নেই। তারপর উহা বোতল ভর্তি করি এবং বোতলে হাইড্রোজেন পার অক্সাইড ঢালি। তারপর ছিপিটা খুব ভাল করে টাইট করে লাগাই। দেখা যাবে গামলার পানিতে পাইপের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। এই গ্যাস আমরা পানির নিম্নমূখী অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রত করতে পারি। খেয়াল রাখতে হবে বোতলের ছিপি যেন খুব টাইট করে লাগানো হয়। এভাবে গ্যাস প্রস্তুত করে আমরা অক্সিজেন গ্যাসের ধর্ম পরে পরীক্ষা করে দেখতে পারি।
যেসব বিদ্যালয়ে কেনা ল্যাবরেটরী নেই বা পর্যাপ্ত যন্ত্রপািত নেই সেখানে এই পদ্ধতিতে অক্সিজেন প্রস্তুত করে শিক্ষাথীদের দেখানো যেতে পারে। আমি আশা করি আমার প্রথম টিউনটি সবার কাছে ভাল লাগবে । পরবর্তীতের আমি জানাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে সাবান প্রস্তুত করা যায়। সবাইকে ধন্যবাদ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
আপনাকে সাগতম ও ধন্যবাদ । আসা করি আগামিতে আর সুন্দর সুন্দর টিউন অপহার দিবেন আমাদের কে