খুব সহজে মাস্টার কার্ড নিন

হাই বন্ধুরা সবাই কেমন আছেন ???? আমি ভাল আছি আশা করি আপনারাও সবাই অনেক ভাল আছেন

আজ আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি টিউন

আমরা অনেকেই অনলাইনে ইনকাম করি অনেক ক্ষেত্রেই টাকা তোলার জন্য আমাদের অনলাইন ব্যাংক একাউন্টের প্রয়োজন হয়। তাই আপনাদের জন্য নিয়ে হাজির হরাম এই টিউটা নিয়ে আমি আজ শেখাব কিভাবে অনলাইন ব্যাংক একাউন্ট খুলতে হয় এবং সেখান থেকে মাস্টার কার্ড পাওয়া যায়।

তো কথা কম কাজ বেশি।

পেওনার একাউন্ট খোলার জন্য প্রথমেই অাপনাকে পেওনার.কমে যেতে হবে  পেওনার.কম এখানে ।

পেওনার.কমে যাওয়ার পর আপনি উপরের ন্যায় উইন্ডো পাবেন। এখান থেকে  Sign Up and Earn $25* অপশনে ক্লিক করেন। একটা কথ আপনি প্রত্যেকটি নতুন পেওনার একাউন্টে পেওনারের থেকে ২৫ ডলার ফ্রি পাবেন কিন্তু তার জন্য অ্রাপনার পেওনার একাউন্টে ১০০ ডলার লোড দিতে হবে ১০০ ডলার লোড দিলেই ১২৫ ডলার হয়ে যাবে।

Sign Up and Earn $25* অপশনে ক্লিক করলে নিচের ন্যায় পৃষ্টা পবেন।

এখানে দুইটি অপশন আছে Local Bank Account এবং Prepaid MasterCard® Card। আপনি যদি শুধু মাত্র ব্যাংক একাউন্টের 

মাধ্যমে পেওনারের সাথে লেনদেন করতে চান সেত্রে Local Bank Account অপশনটিতে ক্লিক করুন। 

আর যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে এবং ব্যাংক একাউনট উভয় দিয়েই লেনদেন করতে চান তাহলে Prepaid MasterCard® Card এই অপশন টি আপনার জন্য। এই খান থেকে যে কোন একটি 

অপশন সিলেক্ট করে SIGN UP অপশনে ক্লিক করেন। 

তারপর এই উইন্ডো পাবেন এখানে সব কিছ সঠিক ভাবে পুরন করে NEXT বাটনে ক্লিক করেন।

এই উইন্ডোর সকল তথ্য সঠিক ভাবে দিন। একটি কথা মনে রাখবেন এখনে কোন ভূল তথ্য দিলে আপনি কার্ড

টি হতে পাবেন না কারন এই ঠিকানাতে আপনার পেওনার কার্ড পাঠানো হবে। আর যে মেবাইল নাম্বরটা সবসময় চালু থাকে সেই নাম্বার এখানে দিবেন। কারন যে কোন সময় পেওনার আপনার সাথে যোগাযোগ করতে পারে।

সকল তথ্য দিয়ে আবার NEXT করুন।

নেক্সট করলে আপনি এই উইন্ডে পবেনে এখানে আপনার পেওনার ইউজার নেম পাবেন এর সাহায্যেই আপনি আপনার একাউন্টে লগইন করতে পারবেন। তারপর পাসওয়ার্ড দিবেন। এবং ১টি সিকুরিটি কোশ্চেন দিবেন আপনার একাউন্টে কোন সমস্যা হলে এই তথ্য গুলো লাগবে তাই এগুলো মনে রাখবেন।

তারপর আবার নেক্সট করবেন।

এই উইন্ডে আপনি আপনার আইডি কার্ডের নাম্বার দিবেন এবং নেচের আপশন ৩টিতে টিক দিয়ে ORDER করবেন।

তারপর আপনি আপনার মেইলে কনফারমেশন পাবেন এবং মেইল কনফার্ম করে নিবেন এবং মমাস্টার কার্ড হাতে পাওয়ার সাথেই সাথেই কার্ডটা এক্টিভ করে নিবেন।

কোন সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল দেখুন

যে কোন সমস্যায় :

ফেসবুকে আমি

অথবা  এখানে

ফেসবুকে আমি

এই টিউনটি সর্ব প্রথম আমার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আরো অনেক টিপস ও টিউনস পাবার জন্য আমার ওয়েবসাইটে দাওয়াত রইল।

Level 0

আমি শাহরিয়ার মুস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

shiping address ta vul disilam, ekhon mail ta ki pabo?

    মেইল address ঠিক দিলেই মেইল পাবেন । বাড়ির ঠিকানা ভুল দিলে আপনার কাথে কার্ড পৈছানো কঠিন হয়ে যাবে তবে পেওনার আপনার সাথে ফোনে যোগাযোগ করবে ।