কিভাবে আপনার কম্পিউটারকে একটি Domain Controller এর সদস্য করবেন ?

আজ আমি আমার এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাব কিভাবে Domain Controller এর সদস্য হতে হয়।

সদস্য হওয়ার জন্য আমি যা ব্যবহার করেছি

১- Windows Server 2003 Domain Controller

২- Windows XP in Workgroup

৩- Domain Controller এবং Windows XP এর User account with administrator and its Password.

শুরু করা যাক Domain Controller এর সদস্য হওয়ার কাজ                       

১- আপনি আপনার কম্পিউটার থেকে Windows XP -তে লগিন করে LAN Card এর properties -এ যান এবং এইখান থেকে আপনি আপনার Windows XP এর জন্য DNS ঠিক করে দিন Domain Controller এর IP address. নিচের ছবিটি দেখুন


২- এরপরে আপনি Windows XP-এর Desktop -- > Right Click on  My computer -- > Properties -- > Computer Name -এ যান। নিচের ছবিটি দেখুন


৩- দেখুন এখন আপনার কম্পিউটার Workgroup-এ  আছে। একে Domain Controller এর সদস্য করার জন্য Change -এ ক্লিক করুন

৪- পরবর্তী ধাপে আপনি Member of : Domain সিলেক্ট করে আপনার Domain Controller এর নাম দিন। যেহেতু আমার Domain Controller এর নাম infobd.co.cc তাই আমি এইখানে ঐ নামটি দিয়েছি। নিছের ছবিটি দেখুন


৫- এখন কম্পিউটার আপনাকে ঐ Domain Controller এর User account name এবং Password দিতে বলবে। নাম এবং পাসওয়ার্ড দিয়ে OK তে ক্লিক করুন।

৬- নাম এবং পাসওয়ার্ড দেয়ার পরে সে Domain Controller এর সদস্য হলে সে আপনাকে নিচের ছবির মত একটি Success message দিবে


এটি আমার ইংরেজী Join to a Windows Server 2003 Domain Controller ব্লগের বাংলা অনুবাদ

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি তো ভাই পারতাছি না
আপনি যে আইপি টা দিয়েছেন আমি এটা কোথায় পাব?
আর এর মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?
একটু বিস্তারিত হলে আরও ভাল হত

    Level 0

    সার্ভার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এইখানে আমার আগের পোষ্টগুলোতে। একটু কষ্ট করে আমার আগের পোষ্টগুলো দেখে নিন।

    আর আপনি আইপি-টা আপনার Domain Controller-এর LAN Card -এর properites-এ পাবেন।

    ধন্যবাদ আপনার মতামতের জন্য।

কিছু বুঝতে পারি নি বিশেষ করে আইটা নিয়ে !!!

এমদাদ ভাই আমি আমার দোকাণের সার্ভার workgroup এর মাধ্যমে ব্যবহার করি। কিন্তু ডোমেইন এর সাথে সংযুক্ত হলে কি কি সুবিধা বলবেন কি।

    Level 0

    ভাইজান ডোমেইন কন্ট্রোলার ব্যবহার করলে আপনি যেসব সুবিধা পাবেন তার কিছু সুবিধা এইখানে আমি উল্লেখ করছি

    ১- আপনি আপনার সকল কম্পিউটারকে সার্ভার থেকে নিয়ন্ত্রন করতে পারবেন।
    ২- আপনি আইপি বণ্টনের কাজ করতে পারবেন DHCP এর সাহায্যে
    ৩- DNS Server এর কাজ করতে পারবেন
    ৪- ব্যবহারকারির ইন্টারনেটের সুযোগ -সুবিধা কন্ট্রোল করতে পারবেন।

    তাছাড়া আপনি আরো অনেক কাজ করতে পারবেন এই ডোমেইন কন্ট্রোলার এর সাহায্যে নেটওয়ার্কিং-এ ।

Level New

অনেক অনেক ধন্যবাদ। কাজে লাগছে।