যেভাবে CD বা DVD থেকে খুব সহজেই ISO ফাইল বানাবেন | How To Make an ISO File from CD or DVD

 

Download This Video [720p]

Duration:02:10

Size:27 MB

 
ভালোভাবে বুঝার জন্য ভিডিও টিউটোরিয়াল টি দেখুন

```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

১ম ধাপ

আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকলে ইন্টারনেট সংযোগ দিন।

 

২য় ধাপ

মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্রাউজারের সাহায্যে Google এ যান। সার্চ বক্স এ লিখুন "Infra Recorder"এবং এন্টার চাপুন।

৩য় ধাপ

সবার উপরেই এর ওয়েবসাইটের লিংক http://www.infrarecorder.org আসবে, তাতে ক্লিক করুন।

চতুর্থ ধাপ

Downloads বাটনে ক্লিক করুন, Zip Archive বাটনে ক্লিক করুন। ডাউনলোড হতে কতটুকু সময় লাগবে তা নির্ভর করবে আপনার কম্পিউটারের ইন্টারনেট স্পীডের উপর

 পঞ্চম ধাপ
ডাউনলোড শেষ হওয়ার পর ডাউনলোডকৃত zip ফাইলটি ডেস্কটপ এ কপি করুন।

ষষ্ঠ ধাপ
zip ফাইলটি ডেস্কটপ এ Extract করে Rename করুন।


৭ম ধাপ
ডিভিডি ড্রাইভে অপারেটিং সিস্টেমের ডিভিডি ডিস্ক টি প্রবেশ করান

৮ম ধাপ
১০-৩০ সেকেন্ড অপেক্ষা করার পর সফটওয়্যার টি রান করুন

৯ম ধাপ
Read Disk বাটনে ক্লিক করুন

১০ম ধাপ
একটি উইন্ডো আসবে। সোর্স(Source) হিসেবে বাই ডিফল্ট DVD Drive থাকবে। যদি অন্য কিছু থাকে, তাহলে সোর্স হিসেবে DVD Drive সিলেক্ট করুন।

ধাপ ১১

ডেস্টিনেশন(Destination) এ ডেস্কটপ সিলেক্ট করুন, ফাইল নেইম এ লিখুন windows 10 বা আপনার পছন্দের নাম এবং সেইভ(Save) বাটনে ক্লিক করুন।

ধাপ ১২

OK বাটনে ক্লিক করার আগে সবকিছু একবার দেখে নিন সঠিক হয়েছে কি না। সব ঠিক থাকলে OK বাটনে ক্লিক করুন। সফটওয়্যারটি কাজ আইএসও ফাইল তৈরীর কাজ শুরু করবে। আপনি কেবল অপেক্ষা করুন বা অন্যকিছু করুন। এই প্রক্রিয়াটি শেষ হতে কিরকম সময় লাগবে তা নির্ভর করবে আপনার কম্পিউটারের গতির উপর

শেষ ধাপ
কাজ শেষ হলে Status:Operation Completed লেখা এরকম একটি window আসবে। OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

আমাদের Bootable ISO ফাইল তৈরী করা হয়ে গেছে। এই যে দেখুন।

Level 0

আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ তাসনুভা রায়া।

Great work Apu. Specially thanks for the software. 😀

iso file বানানোর সুবিধা কি এটাই তো জানি না।জানিয়ে দিলে ভালো হোতো।

    ISO File হলো কোন সিডি বা ডিভিডি ডিস্ক এর হুবুহু কপি। ধরুন আপনার কম্পিউটারে সিডি/ডিভিডি ড্রাইভ নেই। তো আপনি যদি আপনার বন্ধু বা অন্য কারও কম্পিউটার যেটিতে সিডি/ডিভিডি ড্রাইভ রয়েছে সেটি থেকে অপারেটিং সিস্টেমের Bootable CD/DVD ডিস্কটির ISO Image ফাইল বানিয়ে সেই ISO Image ফাইল থেকে বুটেবল পেনড্রাইভ বানিয়ে আনেন তাহলে আপনার কম্পিউটারে বুটেবল পেনড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন।

    আপনি যদি কোন বিয়ের অনুষ্ঠান বা অন্য কোন প্রোগ্রামের সিডি/ডিভিডি ডিস্ক এর ভিডিও টি বিদেশে বা অনেক দূরে থাকা আপনার কোন আত্মীয় বা বন্ধুকে পাঠাতে চান তাহলে Courier বা FedEx এর সাহায্যে সিডি/ডিভিডি ডিস্কটি না পাঠিয়ে সেই সিডি/ডিভিডি ডিস্ক এর ISO Image ফাইল ইন্টারনেটের কোন প্রাইভেট/পাবলিক ফাইল হোস্টিং সাইটে আপলোড করে দেওয়া টা অনেক দ্রুত, সহজ, সাশ্রয়ী ও বুদ্ধিমানের কাজ।

    আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য

আমার মনে হয় বুট ইমেজ ISO ফাইলের সাথে বাইন্ড না করলে বুটেবল হয়না। আর ISO ফাইলটা বুটেবল কিনা সেটা চেক করার জন্য নেট থেকে qemu নামের সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং qemu দিয়ে ISO ফাইলটি রান করান এবং দেখুন একটা ভার্চুয়াল উইন্ডোটে উইন্ডোজ সেটাপ শুরু হয় কিনা। যদি হয় তাহলে বুঝবেন এটা বুটেবল আর যদি না হয় তাহলে বুঝবেন এটা বুটেবল হয়নি। যেক্ষেত্রে এই ISO ফাইলের সাথে বুট ইমেজটি বাইন্ড করাতে হবে তাহলে বুটেবল হয়ে যাবে।

    “আমার মনে হয় বুট ইমেজ ISO ফাইলের সাথে বাইন্ড না করলে বুটেবল হয়না”

    আপনার এই ধারণাটি ভুল। আমি যে প্রক্রিয়াটির কথা টিউনে উল্লেখ করেছি অর্থাৎ ভিডিওতে যে কাজটি করেছি সেটি হলো ডিভিডি ডিস্ক এ যা আছে তার হুবুহু বা অনুরূপ সফ্ট কপি বানিয়েছি Infra Recorder সফটওয়্যারটির সাহায্যে।

    যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো, সিডি/ডিভিডি ডিস্ক, পেনড্রাইভ, হার্ডডিস্ক এগুলো হলো ধারক। এদের কাজ হলো ডাটা ধারণ করা। কোন অপটিক্যাল ডিস্ক(সিডি/ডিভিডি ডিস্ক) এ যা থাকে তার হুবুহু কপি হলো ISO Image ফাইল। কোন অপটিক্যাল ডিস্ক এর হুবুহু কপি বা প্রতিরূপ হলো সেই ডিস্ক এর ISO Image ফাইল, বিশ্বাস না হয় দেখুন উইকিপিডিয়া ও একই কথা বলছে:-
    “An ISO image is an archive file of an optical disc, a type of disk image composed of the data contents from every written sector on an optical disc, including the optical disc file system.”

    তাই আমার দেখানো প্রক্রিয়ায় কেউ যদি কোন সিডি/ডিভিডি ডিস্ক এর ISO Image ফাইল তৈরী করে তবে সেটা হবে সেই সিডি/ডিভিডি ডিস্ক এর অনুরূপ কপি বা ক্লোন কপি। আমি বুটেবল ডিভিডি ডিস্ক এর ISO Image ফাইল তৈরী করেছি সেজন্য আমার ISO Image ফাইল টি বুটেবল।

    কিন্তু আমি যদি এই একই ডিভিডি ডিস্ক এর সবগুলো ফাইল ও ফোল্ডার প্রথমে হার্ডডিস্ক এ কপি করে সেই ফাইল ও ফোল্ডারগুলো দিয়ে বুটেবল ISO Image ফাইল বানাতে যাই তাহলে আমার ডিভিডি ডিস্ক এ থাকা .bin image file টি লাগবে, অন্যথায় ISO Image ফাইলটি বুটেবল হবে না।

    “আর ISO ফাইলটা বুটেবল কিনা সেটা চেক করার জন্য নেট থেকে qemu নামের সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং qemu দিয়ে ISO ফাইলটি রান করান এবং দেখুন একটা ভার্চুয়াল উইন্ডোটে উইন্ডোজ সেটাপ শুরু হয় কিনা। যদি হয় তাহলে বুঝবেন এটা বুটেবল আর যদি না হয় তাহলে বুঝবেন এটা বুটেবল হয়নি।”

    ঠিক বলেছেন। তবে আমি যেভাবে দেখিয়েছি তা যদি আপনি সফলভাবে করতে পারেন অর্থাৎ কাজ শেষ হলে Status:Operation Completed লেখা এরকম একটি window আসে, তাহলে বুঝবেন আপনি CD/DVD ডিস্ক এর অনুরূপ ISO Image file তৈরী করেছেন। আপনি যদি বুটেবল সিডি/ডিভিডি ডিস্ক থেকে ফাইলটি তৈরী করে থাকেন তাহলে আপনি নি:সন্দেহে Bootable ISO Image file ফাইল তৈরী করেছেন। কাজেই এটি QEMU বা অন্য কোন সফটওয়্যার যেমন VirtualBox দিয়ে চেক করা লাগবে না।

    “যেক্ষেত্রে এই ISO ফাইলের সাথে বুট ইমেজটি বাইন্ড করাতে হবে তাহলে বুটেবল হয়ে যাবে।”

    আপনি যদি সিডি/ডিভিডি ডিস্ক এর সবগুলো ফাইল ও ফোল্ডার প্রথমে হার্ডডিস্ক এ কপি করে সেই ফাইল ও ফোল্ডারগুলো দিয়ে বুটেবল ISO Image ফাইল বানাতে চান তাহলে সেই বুটেবল ডিভিডি ডিস্ক এ থাকা .bin image file টি লাগবে, অন্যথায় ISO Image ফাইলটি বুটেবল হবে না।

    আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Level 2

ভিডিও টিউটোরিয়াল তৈরির জন্য ধন্যবাদ, বিগিনারদের বুঝতে সহজ হবে।

আমার একটি পেন ড্রাইফ আছে যেটাতে একক্রোনিক ট্রু ইমেজ, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ -7 রান করানো যায়৤ আমাকে এক ভাই তৈরি করে দিয়েছিল৤ আমি চাচ্ছি হুবহু ঐ রকম একটা পেন ড্রাইফ বানাতে৤ অথবা একক্রোনিক ট্রু ইমেজ, উইন্ডোজ -7, উইন্ডোজ -10 এরকম একটা পেন ড্রাইফ বানাতে৤ কিভাবে বানাবো৤ পারলে হেল্প করেন না৤

    ভাইয়া YUMI এর সাহায্যে আপনি এ কাজটি করতে পারবেন ।
    লিংক: http://www.pendrivelinux.com/yumi-multiboot-usb-creator/

    যদি না পারেন, বা সমস্যা হয় YUMI ব্যাবহার করতে তাহলে জানাবেন, চেষ্টা করবো ভিডিও টিউটোরিয়াল তৈরী করে দেবার। ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ,
কাজে আসবে ।