ভার্চুয়াল বক্স অথবা সার্ভারে উবুন্তু সার্ভার সেট আপ করুন। (স্ক্রীন শর্ট + ভিডিও টিউটোরিয়াল)

হাই, টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই, আশা করি ভালই আছেন।

দীর্ঘ দিন পর আবার টেকটিউনস এ লিখতে বসলাম, আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ভার্চুয়াল বক্সে অথবা সার্ভারে উবুন্তু ওয়েব সার্ভার সেট আপ দিতে পারবেন, এই টিউটোরিয়াল টি নতুনদের জন্য, যারা লিনাক্স সার্ভার সম্বন্ধে জানতে আগ্রহী।

যারা ভার্চুয়াল বক্সে উবুন্তু সার্ভার ইন্সটল দিতে চান প্রথমেই ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নিন।    ডাউনলোড করুন।

এরপর উবুন্তু এর iso ইমেজ ডাউনলোড করুন। 

ডাউনলোড করা হলে ইন্সটল দিন, (আশা করি সবাই পারবেন, তারপরেও যদি কোন সমস্যা হয় টিউমেন্ট বক্স তো আছেই)।

একটা নতুন মেশিন তৈরী করুন উবুন্তু নাম দিয়ে, নিচে আমি স্টেপ বাই স্টেপ স্ক্রীন শর্ট দিয়ে দিলাম।

১. ভার্চুয়াল বক্স ওপেন করে New এ ক্লিক করুন।

২. মেশিনের নাম দিন, টাইপ এ লিনাক্স এবং version এ Ubuntu 64bit/32bit দিন (আপনার ডাউনলোড করা ইমেজ অনুসারে)

Next এ ক্লিক করুন।

৩. আপনার ভার্চুয়াল মেশিনের জন্য র‍্যাম বরাদ্দ করুন, উবুন্তু সার্ভারের জন্য ৫১২/৭৬৮ এম বি র‍্যাম যথেষ্ট, তবে বেশিও দিতে পারেন যদি আপনার পিসিতে ৪ জিবি বা তার বেশি র‍্যাম থাকে। এরপর Next এ ক্লিক করুন।

৪. হার্ড ডিস্ক অপশন থেকে create a virtual hard disk now সিলেক্ট করুন।

৫. আপনার হার্ড ডিস্কের জন্য যেকোন ফরম্যাট সিলেক্ট করুন, তবে vhd ফরম্যাট এ করলে আপনি প্রয়োজনে সেটি উইন্ডোজে মাউন্ট করে অভ্যন্তরের ফাইল গুলার এক্সেস নিতে পারবেন। এরপর Next এ ক্লিক করুন।

৬. আপনার হার্ড ডিস্ক কি ফিক্সড হবে নাকি ডায়নামিক হবে তা সিলেক্ট করুন, যেকোন একটা সিলেক্ট করতে পারেন।

৭. আপনার ভার্চুয়াল মেশিনের জন্য হার্ড ডিস্ক এর নাম এবং স্পেস বরাদ্দ করুন, এ জন্য আপনি ৫ জিবি বা তার বেশি দিতে পারেন। তারপর create এ ক্লিক করুন।

৮. আপনার মেশিন সিলেক্ট করে Start এ ক্লিক করুন।

৯. আপনাকে সিডি ডিভিডি অথবা আই এস ও ইমেজ সিলেক্ট করতে বলবে, আপনি ওপেন আইকনে প্রেস করুন।

১০. আপনার ডাউনলোড করা iso ইমেজ টি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

এরপর নিচের ভিডিউ অনুসারে সেট আপ করুন...

 

যারা ডিরেক্ট পিসিতে সেট আপ দিতে চান তারা শুধু iso ইমেজ টিকে ডিভিডিতে রাইট করে নিবেন অথবা পেনড্রাইভে বুট্যাবল করে নিবেন, বাকি প্রসেস একই।

লিনাক্স সার্ভার সম্পর্কিত যেকোন সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন, যতটুকু সম্ভব সহায়তা করার জন্য চেষ্টা করব।

ফেসবুকে আমি।

ফেসবুক পেজ।

Level 0

আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 324 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর পোষ্ট! আমাদের ব্লগে আপনার মতো লেখকেরই দরকার, http://bloglekhok.com