বিয়ের সিডি/ডিভিডি গুলো কপি করুন কম মেগাবাইটের একটি সফটওয়্যার দিয়ে (কাজের টিউন) Nero এর দিন শেষ।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ এক কাস্টমার আসল বিয়ের সিডি কপি করার জন্য, কয়েক জায়গায় গেল, তারা বিয়ের সিডিটি কপি করে দিতে পারেনি, পরে অন্য লোকের মারফতে আমার কাছে আসল, আমি পারব বলে তাদের বিশ্বাস।

পরে নেমে কাজে দেখি Nero সফট আছে কিন্তু Nero সফট MB বেশি হওয়ার কারেন আর পিসিতে সেটআপ দিয় নাই, পরে পিসিতে সার্চ দিয়ে CDBunerXP দিয়ে তৈরি করে ফেললাম।

CDBunerXP
CDBunerXP

কিভাবে করলাম তা আজ আপনাদের শিখাব।

প্রথমে এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিন। তারপর চালু করুন।

তার আগে বিয়ের ডিভিডি আপনার পিসিতে কপি করে রাখুন।

এবার Video DVD তে ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে।

এবার VIDEO_TS folder এ আপনার কপি করা ডিভিডি টি দেখিয়ে দিন, উপরের মত কাজ করুন। সব কিছু ঠিক থাকলে Burn dice এ ক্লিক করুন।

তাহলে ডিভিডি বার্ন হতে কিছুটা সময় নিবে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন।

উপরের মত যদি মেসেজ আসে তাহলে বুঝবেন আপনার কাজ শেষ এখন Ok দিলে আপনার ডিভিটি বের হয়ে যাবে।

ব্যাস তৈরি হয়ে গেল, আপনার বিয়ের ডিভিটি কপিটি ...।
ব্যাস তৈরি হয়ে গেল

বিঃদ্রঃ অনেকে CDBunerXP সফটওয়ারটি মনে করে শুধু xp তে চলবে, আসলে তা না এটা একটা নাম তাই এটা Windoes 7 ও কাজ করবে 8/10 এ কাজ করবে কিনা আমি জানি তবে চেষ্টা করে দেখতে পারেন। আর এটি সিডি এবং ডিভিডি বার্নিং এর অন্যতম জনপ্রিয় একটি ফ্রিওয়্যার সফটওয়্যার তাই সিরিয়াল নাম্বার এর প্রয়োজন নেই।

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apni khotai thaken vaia

vai pen drive theke copy kore dvd te nye jabo…..eta kivabe?

    আগে Pen drive এর ফাইল গুলো পিসিতে কপি করে রাখুন, তারপর নিয়ম গুলো অনুসরন করুন @ ধন্যবাদ

অসাধারন ভাই

Kemon achen vai shaheb? Ami apnar niyomito viewer.apnar protekta tune o-shadaron.dua kori agamiti aro valo tune kore amader kichu shikhar sujug kore diben.valo takben

তবুও নিরই আমার কাছে বেশি Friendly

হোসাইন ভাই, সুন্দর জিনিস। আপনার দেওয়া বাট সিডি বার্নার সফটওয়ারটিতে Video কোন অপশন নেই। কিন্তু আপনার দেওয়া স্ক্রীন সর্টে আছে। সমাধান প্লিজ।