আপনার মোবাইলে 4K হলোগ্রাফিক ভিডিও দেখুন সুধু ছোট্টো একটা ট্রিকের মাধ্যমে।

আসসালামু য়ালাইকুম। কেমন আছেন সবাই?

প্রযুক্তির এই দুনিয়ায় প্রতিদিন কানেক্ট থাকলেও নিজে কিছু লেখার সাহস পাইনা, কারন এখানে যারা আছেন তারা আমার থেকে হাজার গুন বেশী জ্ঞানী। কিন্তু কিছুদিন থেকে টেকটিউনস এর পরিবেশ খারাপের পথে যাচ্ছে, আসা করি টিটি তার আগের অবস্থান টা ধরে রাখবে।  যাইহোক এগুলো বাদ দিয়ে আসল কথায় আসি।

 

হলোগ্রাফি শব্দটার সাথে এখন সবাই পরিচিত। অধিকাংশ ইংলিশ মুভিতেই হলোগ্রাফি দেখতে পাওয়া যায়।  সালমান খানের কিক মুভিতেও হলোগ্রাফি দেখতে পাওয়া গেছে। দেখতে জটিল হলেও আমরা সামান্য ট্রিক ব্যবহার করেই আমাদের নিজের মোবাইল এই এমন ভিডিও দেখতে পারি...

কি? অবাক হচ্ছেন?

আজ আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে হলোগ্রাফিক ভিডিও দেখতে হয়। না লিখে সরাসরি ভিডিও দিলাম যাতে ভালোভাবে বুঝতে পারেন। শিওর ভিডিও টা দেখার পর আপনিও অবাক হয়ে জাবেন, আর যদি নিজে বানান তাহলে কতটা অবাক হবেন এন্ড মজা পাবেন সেটা নাহয় নাই বললাম।

টিওটোরিয়ালঃ Turn your Smartphone into a 3D Hologram 4K YouTube

 

 

সব ভিডিও আপনারা হলোগ্রাফিক স্টাইলে দেখতে পারবেন না। এর জন্য স্পেসাল ভিডিও ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার জন্ন্য এমন একটি ভিডিওর ইউটিউব লিঙ্ক দিলাম, শুধু লিঙ্ক এর https://www. কেটে দিয়ে  সেখানে ss লিখবেন তাহলেই ভিডিও ডাউনলোড শুরু হবে। example : https://www.youtube.com/channel/UCI9IP1qtXKMnNNNcRiQ9pIA এর বদলে ssyoutube.com/channel/UCI9IP1qtXKMnNNNcRiQ9pIA

 

ভিডিও লিঙ্কঃ holography project video

 

গুছিয়ে না লিখতে পারার জন্য দুক্ষিত। যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে টিউমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই।

 

আমার ফেসবুক আইডিঃ http://www.facebook.com/babulhossain.chowdhury

Level 0

আমি ইয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস