PHP এর framework গুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় framework হল laravel framework ।এটি দিয়ে আপনি খুবই অল্প সময়ে ছোট থেকে অনেক বড় প্রজেক্ট সহজে ও দক্ষতার সহিত তৈরী করতে পারবেন। আজ আমি আপনাদের Windows এ Laravel 5 ইনস্টল করা দেখাব। ধীরে ধীরে আপনাদের একটি Simple প্রজেক্ট Complete করে দেখাব (ইনশাআল্লাহ)। আশা করছি এই প্রজেক্টটি সম্পূর্ণ করে আপনারা আপনাদের মত প্রজেক্ট করতে পারবেন।
Laravel 5 শেখার আগে আপনার OOP(Object Oriented Programming) এর জ্ঞান থাকা অাবশ্যক। তা না হয় আপনি বলবেন Laravel framework অনেক কঠিন,ফালতু। অথচ এই framework বর্তমানে PHP developer দের পছন্দের শীর্ষে। তাই যদি oop সম্পর্কে ধারণা না থাকে আগে ধারণা নিয়ে নিন,অতপর ঝাপ দিন শেখার জন্য।
PHP এর framework গুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় framework হল laravel framework ।এটি দিয়ে আপনি খুবই অল্প সময়ে ছোট থেকে অনেক বড় প্রজেক্ট সহজে ও দক্ষতার সহিত তৈরী করতে পারবেন। আজ আমি আপনাদের Windows এ Laravel 5 ইনস্টল করা দেখাব। ধীরে ধীরে আপনাদের একটি Simple প্রজেক্ট Complete করে দেখাব (ইনশাআল্লাহ)। আশা করছি এই প্রজেক্টটি সম্পূর্ণ করে আপনারা আপনাদের মত প্রজেক্ট করতে পারবেন।
Laravel 5 শেখার আগে আপনার OOP(Object Oriented Programming) এর জ্ঞান থাকা অাবশ্যক। তা না হয় আপনি বলবেন Laravel framework অনেক কঠিন,ফালতু। অথচ এই framework বর্তমানে PHP developer দের পছন্দের শীর্ষে। তাই যদি oop সম্পর্কে ধারণা না থাকে আগে ধারণা নিয়ে নিন,অতপর ঝাপ দিন শেখার জন্য।
প্রথম দিখে যদিওএকটু কঠিন মনে হলে প্রজেক্ট অনুস্মরণ করলে কোন ব্যাপারই না। তবে হ্যাঁ, প্রতি টিউনে আমি যা দেখাব আপনার অবশ্যই তা অনুশীলন করবেন। কথা দিলাম,আপনিই বলবেন Laravel 5 শেখা এত্তো সহজ! এত সহজে যেকোন application তৈরী করা যায়!!!
ভিডিও টিউটোরিয়াল -0১
Link : https://youtu.be/rndCduM-tig
আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
oop oriented php sikhbo kon tutorial theke, oop sikhiye thn laravel e gele hoto na?