আপনার প্রিয় টিউনে সুন্দর একটি প্রিভিউ থাম্বনেইল যুক্ত করুন

প্রিভিউ থাম্বনেইল কি ?

একটি টিউনের মান নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপরে। তবে তার মধ্যে অন্যতম একটি অংশ হল টিউনের জন্য সুন্দর একটি "প্রিভিউ থাম্বনেইল" যুক্ত করা।  টেকটিউনস্ - এর হোমপেজ অর্থাৎ প্রথম পাতায় যে টিউনগুলি থাকে তার বাম পাশে ছোট্ট একটি ইমেজ থাকে। মূলত সেটাকেই প্রিভিউ থাম্বনেইল বলা হচ্ছে। আপনার টিউনের বিষয়বস্তুর উপর নির্ভর  করে এই ইমেজটি (150 x 150) নির্বাচন করতে হয়। যাতে পাঠকরা আপনার টিউনের প্রতি আকৃষ্ট হয়।

তাই আপনার টিউনটি মানসম্পন্ন করার জন্য টিউনে সুন্দর একটি প্রিভিউ থাম্বনেইল যুক্ত করা অপরিহার্য ।

টিউনের প্রিভিউ থাম্বনেইল যুক্ত করার জন্য নিচের পদ্ধতিটি অবলম্বন করুনঃ

প্রথমে আপনি আপনার টিউনের বিষয়বস্তুর উপর নির্ভর করে একটি ইমেজ পছন্দ করুন। তারপর নিচের Tune Images অপশন থেকে Browse এ ক্লিক করে আপনার পছন্দের ছবিটি Upload করুন।

আপলোড শেষে টিউন ইমেজ বক্সটির নিচে এসে নিচের স্কিনশর্ট এর মতো Use as featured image এ ক্লিক করুন।

এবার টিউন ইমেজ "Tune Images" বস্কটির ডান দিকে দেখুন আপনার দেওয়া ইমেজ টি "Featured Image" হিসেবে নির্বাচিত হয়েছে।

সবশেষে আপনার টিউনটি "প্রকাশ" করুন।

টিউনটি প্রকাশিত হলে  প্রথম পাতায় গিয়ে দেখুন আপনার টিউনটির থাম্বনেইল হিসেবে ওই Featured ইমেজটি প্রিভিউ হচ্ছে।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নতুনদের কাজে আসবে (যেমন আমি)

    কাজে লাগলেই ধন্য হব।

      @সাইফুল ইসলাম:
      “টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 1 টি)

      টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত হল।”
      এই এক কথার কারণে আমার পোষ্টটি বার বার ফেরত দিচ্ছে ! সমাধান দেন?

        @Rising Bird: আপনি আপনার টিউনটিতে শুধুমাত্র ১টি ট্যাগ দিয়েছেন। আপনাকে কমপক্ষে ৩টি ট্যাগ দিতে হবে। ডানদিকে নিচে Tags নামে একটি অপশন পাবেন। সেখানে কথা ব্যবহার করে মোট ৩টি শব্দ লিখুন। তারপর পূণরায় পাবলিশ করার চেষ্টা করুন।

        অথবা ইউটিউব থেকে “এ্যাডভান্সড টিউনিং” ভিডিওটি দেখতে পারেন। পাওয়া যাবে এখানেঃ http://www.youtube.com/itechtunes

        যদি এরপরেও না পারেন তাহলে আপনার খসড়া টিউনটির লিংক দিন।

      @Rising Bird: @সাইফুল ইসলাম: sorry I have solved it, thank u…

    Level 0

    ভাই অনেক চেস্টা করলাম। কিন্ত পারলাম না। এখন কি করব?

    Level 0

অনেক ধন্যবাদ। সবার সাথে আমারো কাজে আসবে।

এই প্রশ্নটা করব করব করে করা হয়ে উঠার আগেই আপনি উত্তরটা দিয়ে দিলেন। ধন্যবাদ।

অনেক ধন্যবাদ সাইফুল ভাই।
আমারও সমস্যার সমাধান হয়েছে। 😀

হুম । অনেক কাজের ।

Level 0

হুম এই সহজ জিনিসটাই কিন্তু অনেকেই পারতো না। আমিও জানতাম না চাপাচাপি করতে করতে একাই হয়ে গিয়েছিল।

ধন্যবাদ আমিও ভাবছিলাম আজকেই এটা দিবো আমার আগের টিউনটা ২য় পেজে গেলেই, হাহাহা। ধন্যবাদ

    সমস্যা নাই আপনি কালকে আবার আমার পোষ্টটা কপি করে আরেকটা টিউন দিয়েন। এইটাতো আপনার ষ্টাইল।
    ধন্যবাদ।

      ami akta post dita ciacilam sob kitu submit korce kito publish dila ata asa টিউনের বিষয়বস্তুতে এমন শব্দ/শব্দ সমূহ/অক্ষর/সংকেত (Symbol) রয়েছে যা টেকটিউনসে নিষিদ্ধ। এগুলো হচ্ছে: ref=, trafficmonsoon

    মিস্টার সাইফুল, চোর সবাইকে চোর ই ভাবে, জানা ছিলো আজকে প্রমান করে দিলেন। ধন্যবাদ

      @Pudina Pata: vai apni asolei akta chor…….onk post copy maren….sei jonno to nijer chehara dekhaitew lojja pan

    কাহিনি কি?? :/

    এসব কি ?

    সাইফুলের সাথে সহমত, এর আগে পিপি নিজের একটা বিশাল টিউন করেছিল যেটাতে বেশ কিছু এফটিপি এড্রেস ছিল, উনি ওটা অন্য একটা সাইট থেকে পুরাই কপি পেস্ট মেরেছেন, শুধু মারলেও একটা কথা, মারার পর সোর্সও উল্লেখ করেননি!

    ডিজে আরিফ – ১০০টা এফ,টি,পি সাইট কি আমি বানায়া দিবো নাকি? কি আজব কথা বার্তা, আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কপি পেস্টের কি আছে। আর আপনে কথায় দেখছেন সেটার লিংক দেন। নাকি তারা ১০০টা সাইট নিজেরা বানাইছে? কথা বার্তা বলার আগে চিন্তা করে পরে বলতে আসবেন।

    ডিজে আরিফ – আমার টিউনটা ছিলো –
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/37308
    “আনলিমিটেড অরিজিনাল DVD মুভি+৫০টি FTPসাইট+৫০টি জেনুইন সিরিয়াল(Windows,Office,আরো কিছু)+১০০টি ফ্রি SMSসাইট+শতশত ওয়ার্ডপ্রেসের Premium থিম”
    এখানের জিনিস গুলা কি আমি পয়দা করে দিবো নাকি? মুভি সাইট, এফ,টি,পি, নাকি জেনুইন সিরিয়াল আমি পয়দা করবো? নাকি ১০০টা এস,এম,এস এর সাইট আমি বানাবো??? নাকি হাজার খানেক থিম আমি বানাবো। এখানের সব ই তো শেয়ার করা। আপনাদের মত তো আর আমি ২দিন যাবত নেট ইউস করি না যে নগদে কপি করে পোস্ট করে দিছি। এগুলো আমার বুকমার্ক এ ছিলো কবে করছি সেটাও মনে নাই। জাস্ট শেয়ার করলাম। তো কি হইছে? আপনার প্রবলেম কই? যতসব

    আমিতো পয়দা করতে বলি নাই, আপনি তো কোন রকম ইডিট মানে, সিরিয়ালে আগে পিছে বা অন্য কিছু না করে সরাসরি অই সাইটে যা আছে তাই দিয়েছেন। লিঙ্ক – http://techie-buzz.com/collections/50-ftp-sites-to-download-softwares-games-music-movies-and-e-books.html

    যা আছে তাই দিয়েছেন বলতে এফটিপি সাইটের লিঙ্কগুলো। আর আমাদের মত দুই, দিন যাবত নেট ইউজ করেন না মানে, ফাযলামো করেন নাকি?

    Level 3

    চলেন এইবার থামি। নইলে ত বারোটা বাজবে।

আমি দিবো ওনা শিখবওনা

    কেন ভাইয়া?? আপনার আবার কি হল। টিকিট ছাড়া ট্রেনে উঠার দায়ে টিটি ধরেছে নাকি??

অনেকের কনফিউশন দূর করে দেয়ার জন্যে ধন্যবাদ

    আরে !!! টিনটিন ভাইয়া নাকি?? আপনাকে অনেক ধন্যবাদ। আমার টিউনে মন্তব্য করার জন্য।
    অবশ্য সবার সমস্যার সমাধান করতে পেরে আমারো অনেক ভাল লাগছে।

Techtunes-এর এখনকার অবস্থায় এটা অনেক প্রয়োজনীয় Tune…
ধন্যবাদ আপনাকে…

~ !

Level 0

ভাই আমি টেকটিউনে new আমি টিউন কিভাবে তৈরি করব বুঝতে পারছি না , link কিভাবে add করব বুঝতে পারছি না দয়া করে help করবেন কি ?????

ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই আপনাকে।

Vai ami techtunees a likta cai kamna likbo details ikto janan.pls [email protected]

মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ । কারণ বিষয় টা আমার কাজে খুব লেগেছে।

সাইযফুল ভাই আপনার দেওয়া screenshot অনুসরন করে অনেক চেষ্টা করেও feature image যোগ করতে পারলাম না।যে কারনে আমার টিউনটিও পাবলিশ হচ্ছে না।আপনি যদি একটু সাহায্য করেন খুব উপকার হতো।ধন্যবাদ…

    ভাই আমিতো চেক করে দেখলাম। সব ঠিকই আছে। আপনি প্লিজ আরেকবার ভাল করে ট্রাই করে দেখেন।

থাম্বনেইল ব্যাপারটা মাথায় আসছে না। এটা একটু বুঝিয়ে বলবেন?

    থাম্বনেইল মানে হল, প্রথম পাতায় যে টিউন গুলোর হেডলাইন দেখছেন সেগুলোর পাশে দেখেন ছোট করে একটা ইমেজ দেওয়া আছে। আর এটাকেই থাম্বনেইল বলে। আশা করি বুঝতে পেরেছেন।

Level 0

ডিরেক্টরী তৈরী করতে অসমর্থ । এটা কি parent ডিরেক্টরী না কি সার্ভার থেকে writeable কি না?

ami pc thakay pic upload kortay galay uprer msg ditasay. cant publish post without “থাম্বনেইল ইমেইজ ” & getting this msg যোগ করা হয়নি। আপনার টিউনে সুন্দর একটি টিউন থাম্বনেইল যোগ করুন।

    Level New

    same prob here !

    একই সমস্য সবাইরই হচ্ছে। তবে আমার পদ্ধতিটি তখনই খাটবে যখন টেকটিউনস্ -এর নিজস্ব সার্ভারে ইমেজ আপলোড করা যাবে।
    আর এই মুহুর্তে টেকটিউস্-এর নিজস্ব সার্ভারে ইমেজ আপলোড হচ্ছে না। তাই আপাতত আমি আপনাদেরকে কোন সাহায্য করতে পারছি না। আমি অত্যন্ত দুঃখিত।

    তবে খুব শ্রীঘ্রই সমস্যাটির সমাধান করা হবে। আপনার দয়া করে ধৈর্য ধারণ করুন।

    Level 0

    আমার ও ত একিই সমস্যা

Level 0

“প্রযুক্তিকে সবচেয়ে বেশি ভালবাসি, তাই টেকটিউনকে ছাড়া থাকতে কষ্ট হয়।” আমি ভালবাসি টেকটিউনসে অনেক কষ্ট করে মায়ের ভাষায় সুন্দর সুন্দর প্রযুক্তি বিষয়ক টিউন করে যারা আমাদের জ্ঞানদান করছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে এদের সহায়তা করার জন্য সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক কর্তৃপক্ষের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি।

bdfhsjrklkryl

থাম্বনাইল হছে না ভাইয়া 🙁

    আমারও একই সমস্যা। আশা করি তাড়াতাড়ি এডমিন ভাইয়া ঠিক করে দেবে !

এই অপশন ণা রাখলে হয় ণা?

    মানসম্মত টিউনের জন্য এটি আবশ্যক এবং এটি প্রথম পাতায় টিউনের পাশে দেখতে ভাল লাগে।

অনেক ধন্যবাদ

thank u..!

    আপনাকে বেশ পিচচি দেখা যায় এত কিছু জানেন ক্যামনে????

    আমাকে শুধু দেখতেই পিচ্চি দেখায় না। আমি আসলেই পিচ্চি।
    আর জানাজানিটা এমনিতেই হয়ে গেছে। সবি আল্লাহর ইচ্ছা।
    মন্তব্য করার জন্য দুইজনকেই ধন্যবাদ।

লিখার ভেতরে কিভাবে পিকচার যোগ করবো

ভাই আমারো একি অবস্থা, কি করবো?

বুঝতে পারছিনা।

টাগ এর মানাটা কি?

    টেকটিউনস এ আগে "আরও পড়ুন" নামে একটি অপশন ছিল। যা "আরও পড়ুন" অপশনটিতে কাজে লাগত। কিন্তু বর্তমানে কিছু সমস্যার কারণে সেটি বন্ধ আছে।

Level 0

ভাই আমিতো টিউন করতে পারসিনা এখন আমি কি করবো ?

vai!! USE AS FEATURED IMAGE option ta e paina!! ki kori???

Level 0

trage mana ke bugta se na

Level 0

পিলিজ আমারে কেই সাহাজ্য করেন আমি techtunestechtunestechtunestechtunestechtunesটিউন করি কিন' পাবলিস হয়না সব ড্রাফটে জমা হয়

Level 0

ভাই এখনও পোষ্ট করতে পারছিনা ফ্লিজ সফল ভাবে একটি পোষ্ট করার নিয়ম বলে দিন। ফ্লিজ ফ্লিজ ফ্লিজ……

Level 0

vi ami 2 2ta post delam but publish hossay na ……ay lika asta cy…..{..There is no Tune Thumbnail. Set a nice Tune Thumbnail for your tune.

Post Status has been changed to Draft.}……………
help plzzzzzzzzzzzzzzzzzzzzzz

Level 0

how can i tune in bangali ? can any one help?

many many thanks bro..

Thanks a lot….

Level 0

সাহায্য চাই…… সাহায্য চাই…… সাহায্য চাই……

ভাই আজ সারা রাত চেষ্টা করেও টিটি তে একটা পোস্ট কোরতে পারলাম না
কেউ কি আছেন এই অধম, নাদান, গাধাটাকে ওয়াডপ্রেস দেখাবেন
টিটিতে রেজিটিসান সহ পোস্ট করা পর্যন্ত স্কীন সট সহ সিখতে চাই।
প্লিজ আমাকে কেউ সেখাবেন?
কেউ সেখালে তার কাছে চির কৃতজ্ঞ থাকব।
জে,কে,আসাদ
ফোন ০১৯১৮-১৯০৬৯৪
ই-মেইল : [email protected]

সাইফুল ভাই, প্রক্রিয়াটি আমার কাছে পরিষ্কার না। আপনি যদি দেখিয়ে দিতেন কোন বাটনে চেপে আপলোড করতে হয়…………

এ ভাই, Profile Picture দিবার পারতাছিনা কি করুম জলদি কন। :'(

Level 0

শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….

বস,আমি আজকে যুক্ত হয়েছি আপনাদের সাথে… কিন্তু থাম্বনেইল দিতে পারছি না… ২ নং স্ক্রিনশটের মত আসে না আমার ক্ষেত্রে… কোন পোস্ট করতে পারতেসিনা এই কারণে…

Level 0

ভাই আজ সারা রাত চেষ্টা করেও টিটি তে একটা পোস্ট কোরতে পারলাম না. কারন আমার টিউনটিতে টাগ 0.টাগ এর মানাটা কি?.
কেউ কি আছেন এই অধম, নাদান, গাধাটাকে টাগ দেখাবেন?.

Level 0

কাল রাত থেকে Featured Image দিতেসি কিন্তু হচ্চে না………বার বার দেকাইতেসে Featured Image যুগ করারা জন্য।
কেন ?

Level 0

Onusoron Korlam…………

ধন্যবাদ!

Level 0

ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ।

টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 0 টি)
এর মানে কি বুজলাম না । ২০ ঘণটা ধরে চেষটা করছি পারলাম না ।

    @Md Mehedi Hasan Nayon: এর মানে হল আপনি আপনার টিউনে কোন ট্যাগ দেননি। ডানদিকে একটু নিচে দেখবে টিউন ট্যাগ নামে একটা বক্স আছে। সেখানে আপনার টিউনের সাথে সামজস্য রেখে কমা দিয়ে তিনটা ওয়ার্ড লিখে দেন। তারপর টিউন পাবলিশ করেন।

    যদি বুঝতে সমস্যা হয় তাহলে http://www.youtube.com/watch?v=N6FnlrKz2So এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন। এরপরেও না হলে আমাকে আপনার ড্রাফটের লিংকটি দিন।

Level 0

ধন্যবাদ

Level 0

সাইফুল vai bangla dekte abong likhte somosha hoy ki korbo?

saiful islam vai apnake dhonnobad.

Level 0

আপাতত এক বস্তা Good দিলাম। পরবর্তী তে আর এক বস্তা ধরে দেব।

Level 0

tag করব কী ভাবে

Level 0

Assalami-alaikum.

Kemon Asen Sobai.Asa Kori Techtunes Poribarer Skole Vhaloi Asen.Apnader Kase Ekta Help Soai.Amar Ekta PAYPAL Account Dorkar.Bangladesh Theke To Account Khola Jay Na.Kaw Ki Parben Amake Ekta Account Khule Dite…

My E-Mail : [email protected].

Level 0

ok,thanks…………………

Level 0

নিচের লিংকে যান এবং এই পেইজ এ একটা লাইক দেন।খুব সুন্দর একটা নতুন পেইজ।সকল বিষয়ে পোষ্ট দেয়া হয়।আপনার লাইক বিফলে যাবে না।
https://m.facebook.com/bdnaim.wapka.mobi?refid=46&m_sess=soDiCGI8-sKql8_-O

Level 0

Jakanaka jakanaka! deho dula na! Boss Apner post kam diceh tai 1ta gan dorlam.

thanks

হুম বুঝলাম ।
‘ ধন্যবাদ ।
🙂

VAI ATA TO KAJ KIRCHENA

valo to

Thanks. Your post helped me. Before I was a little confused about the process.

ধন্যবাদ

Level 0

thumbnail এ সমস্যা হচ্ছে এখনও। সমাধান দিন।

জানটা শেষ । এটা করতে গিয়ে ।

হচে্ছ না

Level 0

উপকারে লেগেছে। ধন্যবাদ

Level 0

বেশ দরকারি টিউন । আমি উপকৃত হয়েছি । ধন্যবাদ।
.
.
/
আজই টি টি তে আমার প্রখম লেখা । সবাই দোয়া করবেন।

Level 0

tag add পারছি না একটু বলবেন plz plz

Level 0

(টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 0 টি) বিষয়টি বুঝতে পারছি না। তাই টিউন করতে পারছি না
plz help করেন।

প্রিভিউ থাম্বনেইল সমস্যা হচ্ছে এখনও। আপনি বলছন (((প্রথমে আপনি আপনার টিউনের বিষয়বস্তুর উপর নির্ভর করে একটি ইমেজ পছন্দ করুন। তারপর নিচের Tune Images অপশন থেকে Browse এ ক্লিক করে আপনার পছন্দের ছবিটি Upload করুন।))) কিন্তু আমি কোন ছবি Upload করতে পারছি না ৷
সমাধান দিন।

Level 0

অনেক ধন্যবাদ।

Level 0

thankx a lot!

আমার ওয়ার্ডপ্রেস ব্লগের পোষ্টগুলো মেইনপেজে সম্পূর্ণ দেখা যায়। কিন্তু আমি চাই যে ওই পোষ্টের উপর ক্লিক করে বিস্তারিত দেখতে।এবং মেইনপেজে readmore বা continue reading বা (…) এ রকম দিতে এবং পোষ্টের সাথে কোন ছবিও যোগ হয় না।ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভাল জ্ঞান না থাকার কারণে আমি এই সমস্যাটা ফেস করছি । ন কি করব? একটু কেউ বলবেন কি?

Level 0

উপকৃত হলাম ভাই

Level 2

ai system ta mone hoy change hoise…….

অসংখ ধন্যবাদ ভাই 😀

ধন্যবাদ ভাইয়া

thanks a lot

থাম্বনেইল কি শিখত পেরেছি আর ভুল ববে না

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য

    Unnamed
    ফোনে চার্জ থাকে না?খুব সমস্যার মধ্যে আছেন?ফোনের স্ক্রিন অফ থাকলেও অটো চার্জ শেষ যায়?কোন ব্যাটারি সেভারে ফল পাচ্ছেন না?এদিকে আসুন নিয়ে নিন স্থায়ী সমাধান ফোনের চার্জ কিভাবে না থাকে দেখা যাক।
    এন্ড্রয়েড ফোনের প্রধান সমস্যার হচ্ছে চার্জ না থাকা।একটু পর পর চার্জ দেওয়া সত্যি খুব বিরক্তিকর ব্যাপার।আর যে ব্যাটারি সেভার গুলা আছে তার বেশিরভাগ কাজ তো করে না উলটা আরো চার্জ খায়।কিন্তু আপনাদের জন্য এমন ২টা কার্যকর ব্যাটারি সেভার নিয়ে এসেছি যা আপনার ফোনের চার্জ ২গুন বাড়িয়ে দিবে এটা ১০০% পরিক্ষিত।
    আর হ্যাঁ ২টাই লেটেস্ট ভার্সন আজকেই আপডেট হয়েছে অবশ্যয় ব্যাবহার করে দেখবেন খুব কার্যকর অ্যাপ।
    এই গুলা ব্যাবহার করার জন্য কোন রুট লাগবে না।সাধারণ ইউজার যারা আছেন তারা এই অ্যাপ ২টা ব্যাবহার করেন খুব ভাল কাজ করবে সাথে রুট ইউজার দের ও খুব ভাল কাজ করবে।
    App name:Greenify modded version
    size:2.5mb

    আপনারা হয়ত অনেকেই অ্যাপ টি ব্যাবহার করেছেন কি কাজের অ্যাপ নিশ্চয় জানেন।এটি latest+moded ভার্সন। আগে এই অ্যাপ টি শুধু রুট ইউজার দের জন্য ছিল কিছু এখন এটা সবাই ব্যাবহার করতে পারবেন।আর xposed ও লাগবে না।খুব কার্যকর ব্যাটারি সেভার।এটি যে আপনার ব্যাটারির কার্যক্ষমতা বাড়াবে তা গ্যারান্টি।
    Download link: click here
    [N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন।
    App name:Hibernate manager pro(latest version)
    size:1.4mb
    এবার নিয়ে নিন আরো একটি চমৎকার কাজের অ্যাপ এটি কিছুক্ষেত্রে এটি greenify থেকে ও ভাল ব্যাটারি সেভ করে আর এটি ব্যাবহার করার জন্য আপনাকে সেট রুট করার ও কোন দরকার নেই।মানে আন রুট ইউজার দের জন্য এর থেকে ভাল কোন ব্যাটারি সেভার নেই।ফোনের স্ক্রিন অফ হওয়ার ১মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ড এ চলা সব অ্যাপ অফ হয়ে যাবে।এটি প্রিমিয়াম +লেটেস্ট ভার্সন।ব্যাবহার করেই দেখুন কত কাজের জিনিস।
    Download link: click here
    সবাই ভাল থাকেন।

جزاك الله خيرا /ধন্যবাদ

Ekhono bujhini try kre dekhi

Valo Laglo

use Featured Image py na to??

tune post করতে পারছি না এই রকম লিখা আসতেছে কিন্তু আমি আমার tune টা খুবই ছোট ২০০ শব্দ হয় না আর আমি কোন symbol ও দেই নাই এখন সমাধান কি ?
………………………………………………………
টিউনের বিষয়বস্তু খুব অল্প (টিউনের বিষয়বস্তু কমপক্ষে 200 শব্দের হতে হবে, টিউনটিতে আছে 134 টি)
টিউনের বিষয়বস্তুতে এমন শব্দ/শব্দ সমূহ/অক্ষর/সংকেত (Symbol) রয়েছে যা টেকটিউনসে নিষিদ্ধ। এগুলো হচ্ছে: …..

টিউনটি প্রকাশিত হয়নি। টিউন প্রকাশের উপরিউক্ত বিষয় গুলো সম্পন্ন করুন। টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত হল।

Sorry 198.143.44.49, your request cannot be proceeded.
For security reason, it was blocked and logged.

If you think that was a mistake, please contact the
webmaster and enclose the following incident ID:

[ #7128646 ]

ইমেইজ অ্যাড করতে চাইলে এমন আসে কেন

    ভাই দুঃখের সহিদ বলতে হচ্ছে যে আমার Tune টি পোস্ট হচ্ছে না শুধু বার বার এই লেখাটি দেখায় “টিউনে থাম্বনেইল ইমেইজ যোগ করা হয়নি। আপনার টিউনে সুন্দর একটি টিউন থাম্বনেইল যোগ করুন।” আমি কিন্তু থাম্বনেইল যোগ করেছি। আমার Tune খসড়া Link হচ্ছে এটা https://www.techtunes.io/?p=453657&preview=true problem ta solve করলে খুভ উপকার হয়। ধন্যবাদ

অনেক ধন্যবাদ

ভাই আমি নতুন টিউনার টিউন করতে পারছিনা তো আমকে কি Vedio Tune পাঠাতে পারবেন । যাতে আমি দেখে দেখে টিউন করতে পারি Please…. Mail ID: [email protected]

facebook.com/shakilahamedshazib

thumbnail upload হচ্ছে না।