টেলিকমিউনিকেশন সিস্টেম (মোবাইল) [পর্ব-১২] :: OpenBTS ও প্রাইভেট মোবাইল নেটওয়ার্ক (PMN)

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। এই পর্বে ব্যক্তিগতভাবে নেটয়ার্ক স্থাপন করার বেসিক ডিজাইন নিয়ে আলোচনা করেছি। ---/

জিএসএম কোম্পানী গুলো একে অপরের সাথে পাল্লা দিয়ে অফার দেয়। ফলে গ্রাহক কথা বলা বা নেট প্যাকেজ গুলো সাশ্রয়ী দামে পেয়ে যায়। ফলে-যে যত বেশি ছাড় দিবে গ্রাহক তত বেশি ঝুঁকবে, নতুন গ্রাহক তৈরি হবে। এটাই হওয়া উচিত তাই না? কিন্তু টেলিকম বিজনেসে এমন হয় না সহজে, কারন গ্রাহক আগে চায় ভালো নেটওয়ার্ক সার্ভিস তারপরে দাম নিয়ে কথা। যে একবার ৩জি বা ওয়াইফাই'র স্বাদ পেয়েছে সে যত কম দামেই ২জি পেয়ে যাক না কেন সে সহজে ২জি ইউজ করতে চাইবেনা।

কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম রবি আজিয়াটা আর ভারতী এয়ারটেল বাংলাদেশে একীভুত হতে চাইছে। যতই চেষ্টা করুক আর আমরা যতই গ্রামীনফোনের বিপক্ষে কথা বলি না কেন কোন কাজ হবে না। কারন বাংলাদেশে জিপির রয়েছে এক শক্তিশালি নেটওয়ার্ক, অন্য সকল কোম্পানী একীভুত হলে জিপির সমান হবে। সারাদেশের এমন কোন প্রান্ত নেই যেখানে জিপি তার নেটওয়ার্ক কাভারেজ করে নাই। (আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না, বাস্তবতা তুলে ধরছি মাত্র।) আমার জানামতে ২০১১ সালে নাটোরের বড় অংশ, রাজশাহী, চাপাই আর নওগাঁর অর্ধেকে জিপির টাওয়ার সংখ্যা ছিলো ৩৮০+ সেখানে অন্যান্য কোম্পানীর অল্প কয়েকটি টাওয়ার। যাইহোক এবার মুল টিউনে আসি--।

কেন দরকার PMN(Private Mobile Networks) ?

-আপনার কল/ডাটা খরচ কমাতে পারেন। (ভিডিও কল/ কনফারেন্সিং)

-হাই-স্পীড ও নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিতভাবে করতে পারবেন।

-আপনার যেকোন প্রাইভেসি সুরক্ষিত থাকবে। কেউ জানবে না আপনার গোপন কথা আড়ি পেতে।

 

ইচ্ছা করলে আপনিও হতে পারেন এমন একটি ব্যক্তিগত জিএসএম কোম্পানীর মালিক। আগেই বলে রাখছি এটা অনেক ব্যয়বহুল। ছেড়া কাথায় শুয়ে মঙ্গল গ্রহে বাস করার স্বপ্নের মত আর কি! তাই শূধু মাত্র জানার জন্য এই টিউন। Private Mobile Networks (PMN) তৈরি করে নিজস্বভাবে ভয়েস কল, মেসেজ, ডাটা আদান প্রদান করতে পারবেন। এটাকে RF বা তারহীন ইন্টার্নাল টেলিফোন সিস্টেম বলা যেতে পারে। ধরুন- দেশের কোন প্রত্যন্ত অঞ্চলে আপনার একটা বিশাল প্রজেক্টের কাজ হচ্ছে। সব সময় কথা বলা মেসেজিং ও ডাটা পাসিং করতে হচ্ছে, এক্ষেত্রে আপনি ইন্টার অপারেটিং সিস্টেমের সাহায্য IP/SIP ও ওপেন BTS এপ্লিকেশন ব্যবহার করে সেলুলার নেটওয়ার্ক বানাতে পারবেন। এটা প্রচলিত যে কোন হ্যান্ডসেট/PDA/MODEM দিয়েই কথা/মেসেজ/ডাটা'র কাজ গুলো করে নিতে পারবেন।

PMN নেটওয়ার্ক স্থাপন করার জন্য BTS হিসেবে ওপেন BTS টাই সবচেয়ে ভালো। এর মুল কারন হল সহজ ইন্সটলেশন ও মেইন্টানেন্স সুবিধা। GSM নেটওয়ার্ক ডিজাইন এর ওভারভিউ এর আগেও দেখিয়েছি আবারো দেখুন। কারন PMN এর ডিজাইন একই।

মোবাইল BTS এর সাথে কানেক্ট হয়, BTS গুলো BSC(বেইস স্টেশন কন্ট্রোলার) দ্বারা নিয়ন্ত্রিত হয়। BSC MSC/VLR(Mobile Switching Center/Visitor Location Register) এর সাথে কানেক্টেড থাকে কল সুইচিং (PBX) এর জন্য। MSC এর ডাটাবেইজ HLR/AuC (Home Location Register/Authentication Center) দুইটা মুল ডাটা ফাংশন অপারেট করে। এর মাধ্যমে আপনি কোন কোম্পানীর আওতায় নেটয়ার্ক পাবেন আর রেজিষ্টার্ড ইউজার (০১৭....,০১৯....,০১৮... যে নাম্বার গুলো আমরা ইউজ করি বা আমাদের মোবাইল নাম্বার।) কিনা যাচাই হয়।

প্রাইভেট নেটওয়ার্ক বানাতে তিনটা ইকুইপমেন্ট সাপোর্ট লাগবে। আর এসবের আগে অবশ্যই সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন নয়ত ব্যন্ডওয়াইডথ চুরির মামলা হতে পারে।

  • Base transceiver station (BTS) mobile phone access points
  • Base station controller (BSC) to manage the BTSs
  • PMX (Private Mobile eXchange) software runs on industry standard servers

PMX দিয়ে অনেক রকমের কাজ করতে পারেন, এটা PBX এক্সটেনশন ধরিয়ে দেয়। শুরুর দিকে কোন নাম্বারে টেলিফোন করলে PBX অপারেটর কল ধরে অন্য প্রান্তের এক্সটেনশন জানতে চাইতো, আপনি এক্সটেনশন বললে তবেই অন্য প্রান্তে লাইন কানেক্ট হত। ধারনাটা আগের মতই রয়েছে শুধু সিস্টেম বদলেছে, জি এস এম সিস্টেমে MSC (Mobile Switching Center) সার্ভার নিজেই এই এক্সটেনশন ধরিয়ে দেয়ার কাজ করে। নয়ত আগের মত থাকলে এখন শুধু কল সংযোগ করার জন্য জিপিতেই কয়েক কোটি PBX অপারেটর লাগতো, আর কলরেট হত ৫০৳ টাকা মিনিট।

PMN এ MSC দরকার পড়ে না কারন এটা সল্প পরিসরের, তাই সিপ্লিফাইড মোবাইল সফটয়ার ইউজ করে কল কনফারেন্সিং কল রেকর্ডিং কল ট্রান্সফার/ডেলিভার করতে পারেন। আবার চাইলে অন্য কোম্পানীর নেটওয়ার্ক (রোমিং) চালু করে ব্যবহার করতে পারেন। তখন সেই নেটওয়ার্কের সাধারন চার্জ প্রযোজ্য হবে।

সিমপ্লিফাইড সফটওয়ার হিসেবে USRP (ইউনিভার্সাল সফটওয়ার রেডিও পেরিফেরাল) টা সচরাচর ইউজ করা হয়। USRP দিয়ে RF সিগনাল কন্ট্রোল করার জন্য GNU/Linux অপারেটিং সিস্টেম সবচেয়ে নিরাপদ।

ইন্সটলেশনের জন্য মিনিমাম হার্ডওয়ার রিকোয়ারমেন্ট-

অ) ১টি কম্পিউটার (Core i7, 4GB RAM, 6 USB Port)

আ) ১টি USRP-PKG

ই) ২টি ৯০০ব্যান্ড ও দুইটি ১৮০০ব্যান্ড জি এস এম এন্টেনা।

ঈ) ৪টি RFX900/1800 ট্রান্সিভার(BTS)

এ) একটি মোবাইল সেট

ঐ) একটি ইউনিভার্সাল সিম কার্ড(নেটওয়ার্ক চেঞ্জেবল)

 

ইন্সটলেশনের জন্য মিনিমাম সফটওয়ার রিকোয়ারমেন্ট-

ক) GNU/Linux এর সহজ উবুন্টু'র আপডেট ভার্সন

খ) OpenBTS 2.3

গ) GNURadio 3.1.3

ঘ) C++ Boost 1.37

এখানে BTS ইন্সটল কোড গুলো দিচ্ছি না তবে, ধারাবাহিকভাবে ইন্সটল করতে নিচের ধাপ গুলো অনুসরন করা যেতে পারে। Computer USB তে USRP কানেক্ট করা। এরপরে BTS ইন্সটলেশন ও GSM.MCC(মোবাইল কান্ট্রি কোড) কনফিগার করা। নেটওয়ার্ক আইডি কনফিগার করা। ব্যান্ড কনফিগার করা।

সিম কার্ডের সাথে Asterisk (MSC এর বদলে সিমপ্লিফাইড সফটওয়ার) (IMSI-International Mobile Subscriber Identity) কনফিগার করা অর্থাৎ নাম্বার লাগানো। যেমন-০১৭...বা ০১৮... এইটাইপের। এরপরে VLR /AuC ডাটাবেসে এ আপনার সিমের এস্টেরিক তথ্য গুলো এন্ট্রি করা। এবার মোবাইলে সিম কার্ডটি ঢুকালেই আপনি আপনার নিজের নেটওয়ার্কের আওতায় চলে আসবেন। এবং ফ্রী কনভার্সেশন শুরু করতে পারবেন। সাধারন রেঞ্জ অনুযায়ী টাওয়ার থেকে কমপক্ষে ৫/৭ কিঃমিঃ পর্যন্ত নেটওয়ার্ক পাবেন।

বিশেষ নোটঃ- যতটা সহজে PMN আর OpenBTS বর্ননা দিলাম, নেটওয়ার্ক বিল্ড করা ততটা সহজ নয়। অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার। সকলের জন্য সহজে GSM Network এর বেসিক ডিজাইন সম্পর্কে ধারনার দেয়ার জন্য আমার এই টিউন।

গত টিউনের পরে ধারাবাহিকতা রক্ষা করতে না পারার জন্য দুঃখিত। আগামীতে টেলিকমের কোন এক অংশ নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আস্সালামু আলাইকুম, ভাই আমি আপনার প্রতিটা টিউন পড়েছি, এবং খুব ভাল লেগেছে, আসলে আমার টেলিকমিউনিকেশন সিস্টেম এর উপর অনেক আগ্রহ, যা আপনাকে বলে বোঝাতে পারব না, আপনার টিউনেগুলো পরে অনেক উপকার পেলাম এবং আশাকরি ভবিষ্যতে ও পাব, ভাই ছোট ভাই হিসাবে একটা আবদার করি, আমি আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাই, যদি সম্ভব হয় তাহলে ………….. E-mail= [email protected]

ভাই চালিয়ে যান। মোবাইল কোম্পানির জালিয়াতি আর ভাল লাগে না

    সাথেই থাকুন। হ্যাঁ ওরা জালিয়াতি করবেই, এটাও বিজনেস পলিসির মাঝেই পড়ে। আমাদের অইসব ফাদে পা দেয়া যাবে না ।

Level 0

আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, অনেকেই দেখলাম BTS মোবাইল অপারেটিং সিষ্টেম ব্যাবহার করে ব্যাবসা করে, আমি এই ব্যাবসা টা করতে চাই, কিভাবে করবো একটু জানাবেন
আমার ই মেইল
[email protected]

    ব্রাদার, আমি টিউনে যে BTS(Base Transceiver Station) এর কথা বলেছি সেটা আপনার মোবাইলের টাওয়ার। আর আপনি যেটা বলছেন সেটা একটা সফটওয়ারের নাম BTS, এটা একটা সম্পুর্ন অবৈধ দেশিও VOIP(ভয়েস ওভার IP) বিজনেস। অবৈধ বিজনেস সম্পর্কে আমি জানাতে অনিচ্ছুক। ভালো কিছু খুঁজে বের করুন, আমার সাধ্যমত হেল্প করবো ।

      Level New

      ভাল কিছু করতে চাইলে আপনার সাহায্যের কি দরকার?
      কারন প্রবাদে আছে “ভাল হইতে পয়সা লাগে না”

ভাই আপনার সাথে কথা বলতে চাই। আমার ইমেইলে আপনার স্কাইপ আইডি অথবা ফোন নাম্বার পাঠাবেন please. [email protected]

Level 0

Vai amio apnar shate phane kotha bolte cai plz number send koren……..