ইংরেজীতে কমিশনিং আর বাংলায় মানে হলো সম্পাদনা। টেলিকমের ক্ষেত্রে রুলস মেনে একটা সাইট কে পুরোপুরি (৯৯.৯৯%) কর্মক্ষম করে তোলাকেই কমিশনিং বলে। কমিশনিং এর উপরেই সাইটের পারফর্মেন্স ও স্থায়ীত্ব নির্ভর করে থাকে।
কমিশনিং ধাপে ধাপে করা হয়- ১.সাইট ওভারভিউ কমিশনিং, ২.ডিভাইস কমিশনিং, ৩.সফটওয়্যার কমিশনিং। যিনি সাইট গ্রহন করবেন তিনি হলে নেটওয়ার্ক প্রোভাইডারের প্রতিনিধি, তার কাজ হলো প্রতি বিষয় পুংখানুপুংখ ভাবে যাচাই করে নেয়া। সুতরাং আপনি আপনার কমিশনিং গুলো ঠিকঠাক করবেন। না হলে সাইট এক্সেপ্ট হবে না উল্টো পেন্ডিং হয়ে থাকবে। আপনার পরিশ্রমের মুল্য হিসেবে বদনাম জুটবে।
ক. যেখানে টাওয়ার তৈরি করা হয়েছে তার জমির কাগজপত্র/ভাড়ার চুক্তি পত্র।
খ. বৈদ্যুতিক সংযোগের সঠিক স্থান, অনুমতি পত্র।
গ. টাওয়ার হাইট, সঠিক রঙ, সঠিক ভাবে লোহার ব্যবহার(মরিচা লোহা থাকলে রঙ করিয়ে নেয়া।)।
ঘ. রুমের সাইজ, কালার, দরজা, টাইলস, রোড।
চ. মার্কিং (অত্যন্ত গুরুত্বপুর্ন)
ডিভাইস ও সফটওয়্যার কমিশনিং এর অনেক কিছু আছে, যেটা কোম্পানীর নিরাপত্তার স্বার্থে ডিটেইলস বলতে পারছিনা।
(সফটওয়্যার কমিশনিং গুলো শেয়ার করতে পারলাম না, কারন কাজ না শিখে উলটো হাইজ্যাকিং/হ্যাকিং করার ধান্দা থাকতে পারে)।
BTS ইন্ডোর ইন্সটলেশন-এর ধাপ গুলি চেইক করুন।
ক.আপনার সকল মালামাল প্যাকেটিং অবস্থায় বুঝে নিন। ড্যামেজ/ব্রকেন কিনা চেক করুন।
খ.পাওয়ার মেজারমেন্ট
গ.SMPS ইন্সটলেশন
ঘ.Surge Arrester ইন্সটলেশন।
ঙ.BTS র্যাক, ব্যাটারী ব্যাংক, রেক্টিফায়ার ইন্সটলেশন
চ.পাওয়ার ক্যাবল ও গ্রাউন্ডিং ক্যাবল রুট।
ছ.E1 রুট ও DDF প্যাচিং।
জ.MCB, IGB, DDF ইন্সটলেশন
ঝ.VSWR চেকিং, EMU এলার্ম সেন্সর ইন্সটলেশন, ও টেষ্টিং।
ঞ.RF এর সকল জাম্পার ফিডার চেকিং।
ট.ড্রয়িং অনুযায়ী ক্যাবল ল্যাডার ইন্সটলেশন
ঠ.সকল ক্যাবলের মার্কিং।
BTS আউটডোর ইন্সটলেশন-এর ধাপ গুলি চেইক করুন।
ক. TND/RND অনুযায়ী ৩-সেক্টরের জি এস এম এন্টেনা মাউন্টিং, ক্যাবল রুট (GPS যদি থাকে, তার মাউন্টিং)
খ. ফিডার ক্যাবল ইন্সটলেশন, শার্প ব্যান্ডিং, ক্লাম্পিং ও গ্রাউন্ডিং
গ. সঠিক জাম্পার ক্যাবল কানেকশন বিটিএস->ফিডার->এন্টেনা ও ওয়েদার প্রুফিং
ঘ. EMPs/Surge Arrestor ইন্সটল ও OGB গ্রাউন্ডিং
ঙ. ক্যাবল ল্যাডার ও মার্কিং
BTS কমিশনিং এর ধাপ
ক.BTS পাওয়ার কার্ড চেকিং
খ.ট্রান্সমিশন কানেক্টিভিটি
গ. BSC এর সাথে ইন্ট্রিগেশন
ঘ.কল টেষ্টিং ও কল হিষ্ট্রি রেকর্ডিং রেজাল্টস চেকিং
ঙ.এক্সটারনাল এলার্ম চেক ও টেষ্ট
চ.ক্যাবল মার্কিং
INSTALLATION & COMMISSIONING OF MICROWAVE EQUIPMENT
ক. ODU and MW ইন্সটলেশন
খ. IF ক্যাবল চেকিং
গ. IDU ও গ্রাউন্ডীং চেক
ঘ. BTS ও IDU সংযোগ
ঙ. রিসিভ লেভেল, এন্টেনা পাওয়ার ও এলাইনমেন্ট (উভয় প্রান্তে)
চ. ক্যাবল মার্কিং, ওয়েদার প্রুফিং
এরপরে IP এড্রেস ও এক্সটেনশন বসিয়ে আপনার মোবাইলে ট্রাই করতে পারেন। সর্বোপরি নিজের মত করে সাইটের এক্সেপ্ট্যান্স টেষ্ট করতে চেষ্টা করুন।
বাকী গুলো সাইটে গেলে বুঝবেন, আর যেকোন ফোন কোম্পানিতে জয়েন করলে ওনারাই আপনাকে ট্রেইন্ডআপ করে নেবে।
টিউনের শুরু থেকে ১১তম পর্ব পর্যন্ত আপনারা যা কিছু জেনেছেন, একটা BTS কে পরিপুর্নভাবে ইন্সটলেশন করতে এই কাজ গুলোই ধাপেধাপে সম্পন্ন করা হয়। তারপরেই আমরা আমাদের মোবাইলে স্টং সিগনাল পেয়ে থাকি, দুরের মানুষের সাথে যোগাযোগ করি, ইন্টারনেট ব্যবহার করি।
ফাহাদ ভাইয়ের কাছে অনুপ্রাণিত হয়ে বলছি- আমি টিউন করার ব্যাপারে অনভিজ্ঞ। টেলিকম নিয়ে লেখা আমার এই টিউন গুলি টিটি'তে চেইন টিউনের অন্তর্ভুক্ত করলে কৃতজ্ঞ থাকবো।
এই টিউনে সকল টিউনের লিংক দিচ্ছি না। সামনে BTS ইন্সটলেশনের সর্বশেষ ১২তম টিউন করবো, এরপরের ১৩তম টিউন থেকে টেলিকমের অন্য কোন বিষয় থাকবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Joni Vai Apni ki amake aktu help korte parben kisu information dia…?
Aktually ami amar alakay akti broadband business korte cai but wireless i mean wifi system a.
akhon ami jante cai valo kon divice use kore ami ata korte parbo r tar frequency(Range)ki rakom hobe.Round 1 km supply dibe amon kono divice aca ki…?apni to onak tune korlen tai dharona korlam je apni hoy to a bapare o jante paren…Answear dile khushi habo…