আপনাদের কেমন লেগেছে টেলিকম নিয়ে করা টিউন গুলো জানিনা, আর আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি আমি কনফিউজড। তবে বুঝতে কোন সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে জানাবেন। আর ভুল হলে শুধরে দেবেন। সামনের টিউন গুলোতে আরো অনেক বিষয় জানিয়ে দেবো, আপনাদের মনে রাখার সুবিধার্থে টিউন গুলো ছোট রাখছি।
গত পর্বে একটা জি এস এম নেটওয়ার্ক এর স্ট্রাকচার দিয়েছিলাম। যেখানে পুরোপুরি ভাবে নেটওয়ার্ক ডায়াগ্রাম দেয়া ছিলো। আরো একটি ফিগার দেখুন -।
সিম কার্ড হলো একটা কুপনের মত। যেটার সাহায্য আপনি নেটওয়ার্ক এক্সেস করতে পারেন। ধরুন- আপনি খেলা দেখার জন্য একটা স্টেডিয়ামে ঢুকবেন, তাহলে অবশ্যই আপনার একটা টিকেট লাগবে। ঠিক টিকেটের মতই যেমন স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পান, তেমনি সিম কার্ড নেটওয়ার্কের এক্সেস পারমিট করে দেয়। মোবাইল তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী BTS এর নেটওয়ার্ক রেঞ্জের উপরে ভিত্তি করে GSM বা UMTS এক্সেস করে। প্রতিটি BTS তার MW এন্টেনার মাধ্যমে দুরবর্তী BTS এর সাথে RF-TX/RX সিগনাল আদান প্রদান করে। BSC রুট নির্ধারন করে সঠিক লোকেশনে সিগনাল ট্রান্সমিট করে থাকে।
GSM/UMTS/LTE এর জন্য আলাদা আলাদা এন্টেনা ইউজ করা হয় না। ডিপ্লেক্সারের সাহায্য BTS সিগনাল কে আলাদা করে প্রসেস করে এমপ্লিফাই করে ট্রান্সমিট করে।
BTS এর মুল কাজ রেডিও ওয়েভ নিয়ে, তাই একে RBS (রেডিও বেইস স্টেশন) ও বলা হয়ে থাকে।
BTS বা RBS নিয়ে আরো অনেক ডিটেইলস বিষয় আছে, এর ফাংশন অনেক বেশি তেমনি কাজের পরিধিও অনেক, ইন্সটলেশনের জন্য বেসিক এই বিষয় গুলো জানলেই হবে। আরো কিছু জানার জন্য থাকলে হুয়াওয়ের ওয়েব সাইট থেকে কিছু ইউজার ম্যানুয়াল দেখে নিতে পারেন। বাংলায় ভালো কোন সাইট বা ম্যানুয়াল পাবেন না। এখানে গেলে হুয়াওয়ে ৩৯০০ BTS এর সকল কম্পোনেন্টস তালিকা পাবেন।
একটা BTS এ অনেক রকমের ইকুইপমেন্ট থাকে। এগুলো ম্যানুয়ালি মনিটর করা সম্ভব না, দেখেছেন তো একটা টাওয়ার কোন মানুষ ছাড়াই বছরের পর বছর চলতে থাকে। কোন ডিভাইস ফেইল না হলে বা আপগ্রেডশনের দরকার না পড়লে প্রোভাইডারের কেউ আসে না। এই কম্পোনেন্ট ডিভাইস গুলোর সাথে এলার্ম সিস্টেম করা আছে, এগুলো নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে সিগনাল দিতে পারে। যেমন- ডোর এলার্ম-রুমের দরজা খুলার সাথে সাথেই সিগনাল প্রেরন করে(BTS এ প্রবেশের সময় প্রোভাইডারের দেয়া একটা বিশেষ নাম্বারে কোড মেসেজ পাঠাতে হয়, অন্যথায় ডোর খুললে আপনি চোর বলে বিবেচিত হবেন), ফুয়েল এলার্ম-জেনারেটরের তেল ফুরিয়ে গেলে এলার্ম লাগে, ব্যাটারী চার্জিং এলার্ম, হিউমিডিটি এলার্ম, হিট এলার্ম। এভাবে আরো অনেক এলার্ম আছে। একটা বিশেষ ইকুইপমেন্ট এই এলার্ম মনিটরিং গুলো কালেকশন করে প্রোভাইডারের কাছে পাঠিয়ে দেয়। এর নাম EMU (Engine Monitoring Unit / Environment Monitoring Unit). EMU যে কোন অটোমেটেড সিস্টেমের মেশিনে লাগানো যেতে পারে, এর মাধ্যমে আপনি দূর থেকে ডিভাইসের স্ট্যাটাস জানা ও নিয়ন্ত্রন করতে পারেন।
হুয়াওয়ের BTS এ EMU এর ভালো কোন পিকচার নেটে পেলাম না, তাই Actiserse এর ইএমইউ দিলাম, BTS EMU এর কার্যাবলী একই প্রায়। কানেকশন গুলো প্রোভাইডার আপনাকে বলে দেবে বা সাথে ম্যানুয়াল দিয়ে দেবে, আপনি খুব সহজেই দেখে দেখে লাগিয়ে নিতে পারবেন।
একটা BTS রুমে অনেক ডিভাইস বসানো থাকে এতে রুমের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ জায়গা ব্যবহৃত হয়। সার্ভিস প্রোভাইডারের নিজস্ব প্লানার দিয়ে অটোক্যাড ডিজাইনকৃত রুমের প্লানের প্রিন্টেট কপি পাবেন, যেখানে পুরো ডিরেকশন দেয়া আছে। যে ইকুইপমেন্টের কেবিনেট যেভাবে বসাতে বলা হয়েছে, মিটার/গেজ দিয়ে মেপে ঠিক সেভাবেই ওয়ালে/মেঝেতে ড্রিলিং করে বসাবেন। প্রতিটি ক্যাবলের সংযোগ ভালোভাবে দিতে হবে, যাতে লাইন স্পার্কিং না করে। উপরে বসানো ল্যাডারের উপরে দিয়ে প্রতিটি ডিভাইসের সংযোগ ক্যাবল টানবেন, প্লাষ্টিক ক্যাবল টাই দিয়ে ল্যাডারের সাথে শক্ত করে সুন্দর ভাবে আটকিয়ে দিন। কাজ শেষে রুম/কেবিনেট পরিষ্কার করে ফেলবেন, যাতে রুমে ধুলো ময়লা না থাকে। অনেক চাইনিজ BTS আউটডোর কেবিনেটের হয়ে থাকে, যেখানে একটা কেবিনেটের মাঝে সবকিছুই বসানো থাকে। এগুলোতে কাজ করা খুব কষ্টের হবে, ভেতরে স্পেস খুব কম, কেবিনেটের ৯৫% স্পেস ইকুইপমেণ্ট দিয়ে ভরে যায়। কাজ করার সময় অবশ্যই খুব সাবধানে করবেন, কাজ করতে গিয়ে কোন ইকুইপমেন্ট যেনো ড্রপড না হয়। প্রতিটি ডিভাইস মুল্যবান, এজন্য এসিস্টট্যান্টের সাহায্য নিন। মনে রাখুন- আপনার যতনে করা প্রতিটি সুসজ্জ্বিত কাজ আপনাকে কাংখিত শিখরে পৌছে দেবে। আপনি সময়ের সাথে হয়ে উঠবেন দক্ষ ইঞ্জিনিয়ার। তখন তো আপনার ডিমান্ড স্যালারি লক্ষ টাকা হতেই পারে। 🙂
টিউন পড়ে আপনার মনে কোন প্রশ্নের উদয় হলে টিউনমেন্টে যে কোন প্রশ্ন বা মতামত বা পরামর্শ জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো BTS কমিউনিকেশন সিস্টেম পাওয়ার কানেকশন(রেক্টিফায়ার) এর বেসিক আলোচনা নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ
আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ 🙂