সবাই কেমন আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা শূরু করলাম । গতকাল আমি ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং সাবধানতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম । আজ আমি আপনাদের http://www.co.cc এবং http://www.byethost.com তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পুর্ন ধাপ আলোচনা করবো । এবং কিভাবে ডোমেইন নেম সেট আপ করবেন তা নিয়ে আলোচনা করবো । তাই কথা না বারিয়ে কাজে আসা যাগ ।
প্রথমে http://www.co.cc তে প্রবেশ করুন , তাহলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে । এখানে দেখুন লাল বক্স করা একটা জায়গা আছে তাতে আপনার কাজ্ঞখিত ডোমেইন নেম টাইপ করুন এবং check availability বাটন এ ক্লিক করুন ।
check availability বাটন এ ক্লিক করার পর আপনার ডোমেইন নেম থাকলে নিচের ছবিটার ণ্যায় একটা ছবি আসবে । এবার আপনি Continue to registration এ ক্লিক করুন ।
Continue to registration এ ক্লিক করার পর নিম্নের পেজ টা আসবে । এবার নিচে দিকে লাল রঙ বক্স লেখা create an account now ক্লিক করুন ।
create an account now ক্লিক করলে নিচের পেজটা আসবে। যেখানে আপনার পার্সোনাল ইনফারমেশন দিতে হবে ।সব কিছু দেয়া হয়ে গেলে I accept the terms of service এর পাসে বক্স এ হ্যা চিহ্ন দিয়ে create an account now এ ক্লিক করুন ক্লিক করুন ব্যস ডোমেইন নেম রেজিস্ট্রশন এর কাজ শেষ । এবার ওয়েব হোস্টিং রেজিস্ট্রশন এর পালা । ৫ম ধাপে এ ওয়েব হোস্টিং রেজিস্ট্রশন নিয়ে আলোচনা করা হল ।
প্রথমে http://byethost.com তে প্রবেশ করুন , তাহলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে । পেজ ঠিক ভাব পুরন করে Register বাটন এ ক্লিক করুন । ব্যস কাজ শেষ । এবার আপনার দেয়া ইমেইল একাউন্টে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দিবে । এবার আপনার দেয়া ইমেইল একাউন্ট টা চালু করুন এবং ভেরিফিকেশন লিঙ্ক টাতে ক্লিক করুন ।
ভেরিফিকেশন লিঙ্ক এ ক্লিক করলে করলে নিচের ইমেজ ভেরিফিকেশন বক্স আসবে তা পুরন করুন এবং register বাটন এ ক্লিক করুন ।
register বাটন এ ক্লিক করলে আপনাকে একটা ডাটা দেয়া হবে আপনি এটা সংরক্ষন করুন [নিচের ছবিটার ন্যায়]। ব্যস কাজ শেষ । আপনার হোস্টিং রেজিট্রেশ্ন হয়ে গেল । এবার আপনার ডোমেইন সেট আপ করার পালা ।
এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [http://cpanel.byethost.com] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
আপনি সফল ভাবে লগইন করতে পারলে নিচের পেজ টা আসবে । এবার তাতে Addon Domains এ ক্লিক করুন ।
এবার নিচের ছবিটা ন্যায় একটা পেজ আসবে , তাতে আপনার ডোমেইন নেম টা টাইপ করুন এবং Add Domain এ ক্লিক করুন ব্যস এখান কার শেষ । এবাড় আপোণাড়
এবার আপনি http://www.co.cc যান এবং লগইন করুন । লগিন করলে নিচের ছবিটার ন্যায় একটা পেজ় আসবে । এবার সেটআপ [Set up]এ ক্লিক করুন ।
সেটআপ [Set up]এ ক্লিক করুন এবং সেখান হতে Name Server ক্লিক করুন । এবং তাতে সার্ভার নামদিন [Server 1 এ দিন ns1.byet.org , Server 2 এ দিন ns2.byet.org , Server 3 এ দিন ns3.byet.org ] । সার্ভার নাম দেয়া শেষ হলে Set up এ ক্লিক করুন । ব্যস কাজ শেষ । হয়ে গেল আপনার ডোমেইন সেটআপ ।
আমার পরের লেখায় ওয়ার্ডপ্রেস সার্ভার এ ইনস্টল করবেন কি ভাবে তা নিয়ে আলোচনা করব । আজ এই প্রযন্তই । খোদা হাফেজ…………
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
সুন্দর টিউন , যথারীতি আবারো।
অনলাইনে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার অন্যতম এক মাধ্যম হল ব্লগ।
কয়েকটা বিষয় জানার প্রয়োজন ছিল।
প্রথমে ফ্রী ডোমেইন দিয়ে না হয় চালালাম। পরে পেইড ডোমেইন নিলে কিভাবে রিপ্লেস করবো? ঠিক একই ভাবে পেইড হোস্টিং এর ক্ষেত্রে কি করবো ?
পেইড হোস্টিং নেয়ার পর আমার পূর্বের প্লাগিন্স গুলো কি এক্টিভ থাকবে নাকি আবার এড করব?
ধন্যবাদ।