সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৩] ফ্রী ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং ডোমেইন নেম সেটআপ

সবাই কেমন আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা শূরু করলাম । গতকাল আমি ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং সাবধানতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম । আজ আমি আপনাদের http://www.co.cc এবং http://www.byethost.com তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পুর্ন ধাপ আলোচনা করবো । এবং কিভাবে ডোমেইন নেম সেট আপ করবেন তা নিয়ে আলোচনা করবো । তাই কথা না বারিয়ে কাজে আসা যাগ ।

১ম ধাপ:

প্রথমে http://www.co.cc তে প্রবেশ করুন , তাহলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে । এখানে দেখুন লাল বক্স করা একটা জায়গা আছে তাতে আপনার কাজ্ঞখিত ডোমেইন নেম টাইপ করুন এবং check availability বাটন এ ক্লিক করুন ।

২য় ধাপ:

check availability বাটন এ ক্লিক করার পর আপনার ডোমেইন নেম থাকলে নিচের ছবিটার ণ্যায় একটা ছবি আসবে । এবার আপনি Continue to registration এ ক্লিক করুন ।

৩য় ধাপ:

Continue to registration এ ক্লিক করার পর নিম্নের পেজ টা আসবে । এবার নিচে দিকে লাল রঙ বক্স লেখা create an account now ক্লিক করুন ।

৪র্থ ধাপ:

create an account now ক্লিক করলে নিচের পেজটা আসবে। যেখানে আপনার পার্সোনাল ইনফারমেশন দিতে হবে ।সব কিছু দেয়া হয়ে গেলে I accept the terms  of service এর পাসে বক্স এ হ্যা চিহ্ন দিয়ে create an account now এ ক্লিক করুন ক্লিক করুন ব্যস ডোমেইন নেম রেজিস্ট্রশন এর কাজ শেষ । এবার ওয়েব হোস্টিং রেজিস্ট্রশন এর পালা । ৫ম ধাপে এ ওয়েব হোস্টিং রেজিস্ট্রশন নিয়ে আলোচনা করা হল ।

৫ম ধাপ:

প্রথমে http://byethost.com তে প্রবেশ করুন , তাহলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে । পেজ ঠিক ভাব পুরন করে Register বাটন এ ক্লিক করুন ।  ব্যস কাজ শেষ । এবার আপনার দেয়া ইমেইল একাউন্টে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দিবে । এবার আপনার দেয়া ইমেইল একাউন্ট টা চালু করুন এবং ভেরিফিকেশন লিঙ্ক টাতে ক্লিক করুন ।

৬ষ্ট ধাপ:

ভেরিফিকেশন লিঙ্ক এ ক্লিক করলে করলে নিচের ইমেজ ভেরিফিকেশন বক্স আসবে তা পুরন করুন এবং register বাটন এ ক্লিক করুন  ।

৭ম ধাপ:

register বাটন এ ক্লিক করলে আপনাকে একটা ডাটা দেয়া হবে আপনি এটা সংরক্ষন করুন [নিচের ছবিটার ন্যায়]। ব্যস কাজ শেষ । আপনার হোস্টিং রেজিট্রেশ্ন হয়ে গেল । এবার আপনার ডোমেইন সেট আপ করার পালা ।

৮ম ধাপ:

এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [http://cpanel.byethost.com] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

৯ম ধাপ:

আপনি সফল ভাবে লগইন করতে পারলে নিচের পেজ টা আসবে । এবার তাতে Addon Domains এ ক্লিক করুন ।

১০ম ধাপ:

এবার নিচের ছবিটা ন্যায় একটা পেজ আসবে , তাতে আপনার ডোমেইন নেম টা টাইপ করুন এবং Add Domain এ ক্লিক করুন ব্যস এখান কার শেষ । এবাড় আপোণাড়

১১তম ধাপ:

এবার আপনি http://www.co.cc যান এবং লগইন করুন । লগিন করলে নিচের ছবিটার ন্যায় একটা পেজ় আসবে । এবার সেটআপ [Set up]এ ক্লিক করুন ।

১২তম ধাপ:

সেটআপ [Set up]এ ক্লিক করুন এবং সেখান হতে Name Server ক্লিক করুন । এবং তাতে সার্ভার নামদিন [Server 1 এ দিন ns1.byet.org , Server 2 এ দিন ns2.byet.org , Server 3 এ দিন ns3.byet.org ] । সার্ভার নাম দেয়া শেষ হলে Set up এ ক্লিক করুন । ব্যস কাজ শেষ । হয়ে গেল আপনার ডোমেইন সেটআপ ।

আমার পরের  লেখায় ওয়ার্ডপ্রেস সার্ভার  এ ইনস্টল করবেন কি ভাবে তা  নিয়ে আলোচনা করব । আজ এই প্রযন্তই । খোদা হাফেজ…………

ফ্রী ডোমেইন এন্ড হোস্টিং

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন , যথারীতি আবারো।
অনলাইনে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার অন্যতম এক মাধ্যম হল ব্লগ।
কয়েকটা বিষয় জানার প্রয়োজন ছিল।
প্রথমে ফ্রী ডোমেইন দিয়ে না হয় চালালাম। পরে পেইড ডোমেইন নিলে কিভাবে রিপ্লেস করবো? ঠিক একই ভাবে পেইড হোস্টিং এর ক্ষেত্রে কি করবো ?
পেইড হোস্টিং নেয়ার পর আমার পূর্বের প্লাগিন্স গুলো কি এক্টিভ থাকবে নাকি আবার এড করব?

ধন্যবাদ।

    ইসলাম ভাই ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আর আমি ডোমেইন এবং হোস্টিং কিভাবে রিপ্লেস করে তা নিয়ে পরে বিস্তারিত ভাবে টিউন করবো ।
    আর হ্যা পূর্বের প্লাগিন গুলো কি এক্টিভ থাকবে ।

ভাল টিউন…

আমার আসলে এর পরের টিউনটা দরকার ভাইয়া দয়া করে সেটা একটু তাড়াতাড়ি করুন 😀

    ঠিক আছে রাফসান আজ রাতেই এর পরের টিউনটা পেয়ে যাবে ।

    ওরে বাধন ভাই আজকেই পাবো! থান্কু থান্কু ! 😀 😀 😀

অসম্ভব সুন্দর হইতেছে পর্ব গুলু,
অসংখ্য ধন্যবাদ সুন্দর ও কাজের একটি টিউন উপহার দেয়ার জন্য।

Thnaks পরে কাজে লাগাবো।

রেজা ভাই,
বাইট হোস্ট থেকে আমাকে পাঠানো কনফার্মেশন লিন্কে ক্লিক করি , তারপর কেপচা কোড ইনপুট দেই , তারপর তারা You appear to have multiple accounts associated allready. We do not allow mass account creation of free accounts. এটা দেখায় । কারনটা কি ? আমি তো এর আগে এখানে একাউন্ট খুলিনি ।

সংগ্রহশালায় রাখলাম। ধন্যবাদ।

Ami ekta yaaaaaaa boro thanks na diya parlam na 🙂 thank you vaiya. onek kisu siksi 🙂

but picture dekte parchi na kno????????
aktu cheak korven pls????????????

bro. আপনার pic গুলো দেখা যাচ্ছে না……..

ভাই, আমার চোখের সামনে যেন একটা অন্য জগত খুলে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

vi, byet hosting tader free service a email, smtp agula bondho kore dise and amar wordpress new user or old user kaukei kono mail send korte partese na tader mail address a jemon dhoren new user register holo tarpor bollo j apar details mail address a send kora hoice kintu asole send hochee na so aitar ki kono solution dite parbeen??

thanks.

ভাইয়া, আপনার লিখা নিয়ম অনুযায়ী চেষ্টা করছি। তবে এই টিউনটির স্ক্রীন-শট গুলো দেখতে পাচ্ছিনা। যদি সমস্যার সমাধান করে দিতেন। আমাদের জন্য আরো বেশি সুবিধা হত।

বি:দ্র: ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারছিনা।

আমার সি-প্যানেল -এ এডডোমেইন যোগ করার পর থেকে

"" Temporarily disabled

The script installer is disabled pending further notice.

Please use FTP to upload your scripts and manually install.

If a script installer is required now, please consider upgrading to premium ( https://securesignup.net/portal )
StatCounter – Free Web Tracker and Counter ''

এই ম্যাসেজটি দেখাচ্ছে। এখন আমি কি করতে পারি……………ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারছিনা।

Level 0

ভাইয়া……এখানে যে সব picture দিএয়েছেন সেগুলো show করছে না…কি করব???

Level 0

ভাইয়া আমার এই সমস্যা হচ্ছে bythost এ "
Signup for free hosting

Fill out the form below using Mozilla Firefox and your free hosting account will be activated instantly!

(Internet Explorer is not recommended)

Please do not translate this page, you will not be able to signup though a translator!

Sorry. We are unable to supply you with an account at this time. "
firefox এ ও একই সমস্যা।।

ফাহিম ভাই আমি ৫নাম্বর ধাপে গিয়ে http://byethost.com সব কিছু দিয়ে লাষ্টে Security Code দেখায় না তাই Security Code দিতে পারি না এজন্য সাইন আপ ও হয় না। কি করব? একটু বলেন।

Level 0

ভাই Screen shot দেখায় না। তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে।

ভাই কিছু বলেন না যে?

ভাই কে ফোন করে বল্লাম এবং Facebook এ বল্লাম কিন্তু কিছুই বলে না শুদু বলে আচ্ছা দেখতেছি কিন্তু দেখেনা তো আমরা এটার আশা ছেরে দিতে পারি। সবাই অন্য কিছু নিয়ে চেষ্টা করুন এটা আর দেখার দরকার নাই। ধন্যবাদ,ভাল থাকবেন।

Level 0

badhon bhai amar domain ta ""http://cpanel.byethost.com"" ae site a add korrte partase na…. necher lekhata ashtese…..plz aktu bolben ke korbo…

Error Adding Domain..

This could be due to already adding the domain to this or another account or, you have not changed the nameservers as required or not enough time has passed since changing the nameservers..

Remember, you need to change the nameservers on a domain via registrar control panel BEFORE adding it to your account, it may take 24~72 hours to completely update the nameservers.:

Please verify your nameservers and/or change them to:

(The nameservers are changed via your domain registrar control panel, NOT your hosting control panel.)

ns1.byet.org
ns2.byet.org
ns3.byet.org
ns4.byet.org
ns5.byet.org

After changing the nameservers you may have to wait 24~72 hours prior to being able to add the domain to your account..
Once the name servers are set it may take upto 76 hours before the domain can be added here.

Name servers MUST be set before adding the domain here, if your registrar REQUIRES that you add a domain before setting the name servers then you will need to use a different domain name / registrar (or contact there support requesting they manually set the name servers). We are NOT able to add domains to the vPanel without the name servers being set firstly. If this is a requirement, please upgrade (https://securesignup.net) , on premium hosting we do allow domain names to be added without the name servers being set. Please do NOT create a support ticket unless you have waited at least 48 hours after succesfully changing name servers / adding domain.

Level 0

sundor………….

অনেক ধন্যবাদ। কিন্তু ভাই, আমি কোন ইমেজই দেখতে পারছিনা।

ভাই আমার নিজের একটা ব্লগ থাকবে আমার নিজের খুবই ইচ্ছে । কিন্তু আমি যখন আপনার এই লেখাটা পড়ছি তখন মনে হল এবার মনে হয়
আমার নিজের একটা ব্লগ হবে । কিন্তু তা মনে হয়ে হলো না । ‍কারন আমি শুধু আপনার শুধু লেখা গুলো দেখতে পাচ্ছি । আপনি যে ছবি গুলো
দিয়েছেন তা দেখতে পাচ্ছি না । আমি আমার ব্রাউজার নতুন করে সেটাপ দিয়েছি । তারপরও ছবি গুলো দেখতে পাচ্ছি না । সমস্যা টা কোথায়
আমার পিসি না ব্রাইজার না আপনার ছবিতে । খুব তাড়াতাড়ি উত্তর দিয়েন ভাই ।

Level 0

vai where are u stay?? we r wating 4 ur ans……..

Level 0

bai apnar picture dekha jacche na……..plz

দাদা, পর্ব-3 এর Image গুলি show করে না। help please!!!!!!!!!

মাত্র ৳0.99 ডলারে গোড্যাডি থেকে-নিজের নামে ডোমেইন কিনুন। কিনতে এখানে ক্লিক করুন http://goo.gl/wFzlB8