আসসালামুয়ালাইকুম,
আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজকে দিরঘদিন পর কিছু লিখতে বসলাম।মাঝখানে একটা কোর্স শুরু করলেও আমি সেটি থামিয়ে দিয়েছিলাম এবং ওটি এখনও স্থগিত আছে।কারণগুলো আজকের ভিডিও লেকচারেই শুনতে পারবেন।যেহেতু টাইটেলেই বলে দেওয়া হয়েছে আজকে কীসের উপর টিউন,তাই আমি আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে গেলামঃ-
নতুন কোর্সটি উবুন্টু প্রেমীদের জন্য,যারা উবুন্টু চালাতে চায় কিন্তু পারেনা কারণ বুঝেই না কি করতে হবে। তাই আমি এই অধম একটু চেষ্টা করবো আপনাদের বেসিক থেকে ধীরে ধীরে এডভান্সের দিকে নিয়ে যেতে।আশা করি পাশে থাকবেন
আজকে আমরা শিখবো ভার্চুয়াল বক্সে কেমন করে উবুন্টু ইন্সটল করতে হয়ঃ- https://www.youtube.com/watch?v=vEaykvaS1Jw
Download virtual Box from here if you can't find any :- https://www.virtualbox.org/
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
ভালো উদ্দ্যেশ্য নিয়ে এগোচ্ছেন, আমি সঙ্গে আছি ধারাবাহিকতা রাখবেন প্লিজ, সেইসঙ্গে আর একটি কথা পূর্ণ ভাবে টেক্সট টিউন করলে অনেকের সুবিধা হবে