কেমন আছেন সবাই,ঈদের ব্যস্ততার জন্য এই টিউনটি করতে একটু দেরি হয়ে গেল। পরবর্তী টিউনগুলো সঠিক সময়ে করতে চেষ্টা করব। গত পর্বে আমরা ল্যারাভেল সম্পর্কে ধারণা ও প্রজেক্ট সম্পর্কে জানলাম। আজ আমরা মূল পর্বে যাচিছ। এই পর্বে আমরা দেখব কিভাবে আমারদের উইনডোজ পিসিতে laravel 5 ইনস্টল দেয়া যায়। laravel এর অফিসিয়াল ওয়েবসাইটে যদিও অনেক ধরণের ইনস্টলেশন প্রক্রিয়া দেখানো হয়েছে। আমি আপনাদের সহজ প্রক্রিয়াটি তুলে ধরব।
বি : দ্র : প্রতিটি টিউনে আমি যা দেখাব সবাই একটু নিজেদের পিসিতে ট্রাই করবেন। যদি সঠিকভাবে করতে পারেন টিউমেন্ট করবেন,না পারলেও যানাবেন সমস্যার কথা। আমি সময়মত জবাব দেয়ার চেষ্টা করব। আর যারা পারবেন তাদের প্রতি অনুরোধ,যারা পারবে না তাদের টিউমেন্ট দেখে সমাধান দেয়ার চেষ্টা করবেন। আমরা যদি সবাই সহযোগী হই। প্রজেক্টটি সফলতার সহিত শেষ করতে পারব।
যেসব জিসিন ডাউনলোড করতে হবে।
১. কম্পোজার (এখান থেকে ডাউনলোড করুন)
২. ল্যারাভেল ৫ (এখানে থেকে ডাউনলোড করুন)
ল্যারাভেল ৫ ইনস্টেলেশন প্রক্রিয়া
বি : দ্র : ল্যারাভেল ৫ ইনস্টলেশন এর সময় আপনার ইন্টারনেট কানেকশন অন রাখবেন
১. কম্পোজারটি ডাউনলোড করে সেটাপ করুন। অতপর ল্যারাভেল ৫,যেটি ডাউনলোড করেছেন ওটি Extract করে আপনার xampp server এর htdocs ফোল্ডারে রাখুন। ফোল্ডারটির নাম todo দিন।
২. এখন todo folder টি সিলেক্ট করা অবস্থায় কী-বোর্ড থেকে ctrl+shift চেপে ধরে todo folder টির উপর মাউসের right click করুন। অতপর popup menu খেকে open command window here এ ক্লি করুন।
৩. এখন command window তে লিখুন composer install লিখে এন্টার প্রেস করুন। ৫-১০ মিনিট অপেক্ষা করুন। সম্পূর্ন ইনস্টেলেশন প্রক্রিয়া শেষ সম্পূন হতে দিন। সফলভাবে ইনস্টেলেশন শেষ হলে নিন্মোক্ত স্কিনশট দেখতে পাবেন।
৪. আপনার সব যদি টিক মত হয় তবে আপনি browser এ http://localhost/todo/public লিখে এন্টার দিলে laravel 5 এর welcome screen দেখতে পাবেন।
আজ এতটুকু পরবতী টিউনে আমরা সামনে যাব। আপনাদের প্রতি আমার অনুরোধ প্রতি টিউনের গুলো ট্রাই করবেন। আপনারা পারলে আমার কষ্ট করে টিউন করাটা স্বার্থক হবে। চাকুরী-লেখাপড়ার পরও সময় নিয়ে টিউন করতে বসি।
আমার ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পোজার install হচ্ছে না “The file you specified does not exist” এই টা আসে