আপনি যখন ইন্টারনেট একটা সাইট/ব্লগ হতে আর অন্যন্যা সাইট/ব্লগ যান তখন আপনার মনে কখন প্রশ্ন যাগে না ইস আমার যদি একটা ব্লগ থাকতো ? , যেখানে আমি আমার নিজের সকল ভাবনা-চিন্তা আমি ইচ্ছা মত প্রকাশ করতে পারতাম । যেখানে প্রতিদিন অনেক জায়গার ভিজিট আস্তো , দেখতো আমার প্রতিভা , দেখতো আমার সৃষ্টি। এখন আপনার হয়তো ইচ্ছা আছে , তবে কি ভাবে এই সাইট/ব্লগ বানাবেন আপনি জানেন না । আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কিসের মাধ্যমে ব্লগ বানাবো ? , কীভাবে বানাবো ? , কিভাবে এই ব্লগ ব্যবহার করবো ? কী তাই না । আপনাদের এই সব উত্তর আমি দেয়ার চেস্টা করবো। আমি আপনাদের নিজের একটা সাইট/ব্লগ বানাতে সাহায্য করবো । তা হলে কথা না বারিয়ে আজকের লেখার প্রসজ্ঞে আসা যাগ।
ব্লগিং করতে চাইলে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস ব্যবহারের কথা বলবো , কারন ব্লগিংয়ে ক্ষেত্রে কিছু সুবিধা দরকার যেমনঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজ সুবিধা , সঠিক ভাবে ব্লগ ডিজাইন , সঠিক যায়গায় বিজ্ঞাপন ব্যবহার এর সুবিধা , ইত্যাদি আর এই সব সুবিধা আপনি পাবেন একমাত্র ওয়ার্ডপ্রেসই ।
ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীতে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে । ওয়ার্ডপ্রেস মূলতঃ একটি ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস ও কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] । আমি যত দূর যানি এই প্লাটফর্ম চালু হয় ২০০৩ সালে । এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] টা কী জিনিস ? হে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] হল আপনার সাইট/ব্লগ এর বিভিন্ন তথ্য ব্যবস্থাপনার একটি সক্রিয় সিস্টেম , তথ্য হতে পারে কোন ছবি বা কোন গান বা কোন বাক্য। কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমসি মাধ্যমে আপনি আপনার সাইট/ব্লগ এর যেকোন পরিবর্তন , সংশোধন , সংযোজন , বা মুছে ফেলতে পারবেন । আর এই ওয়ার্ডপ্রেস হল এমনি একটি শক্তিশালি কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] । যা আপনি ব্যবহার করতে পারবেন সম্পুর্ন ফ্রীতে ।
নি:সন্দেহে ওয়ার্ডপ্রেস একটি ভাল মানের ওপেন সোর্স সফটওয়ার , এনং এটি আপনি একদম ফ্রীতে ব্যবহার করতে পারবেন । আপনার নিজের একটা ডোমেইন আর কোন ফ্রী হোস্টিং বা অল্প মুলের যেকোন হোস্টিং থাকেলে আপনি অনায়াসে এটি ব্যবহার করতে পারবেন । আপনি ওয়ার্ডপ্রেসকেন
ব্যবহার করবেন তা সম্পর্কে নিজে আলোচনা করা হল ।
যারা প্রোগ্রামিং জানেন না , তারাও ওয়ার্ডপ্রেস এ অনেক সহজে একটা সুন্দর সাইট দার করাতে পারবে । এটা ডিজাইন করাও অনেক সহজ , আপনাকেও কোন কস্ট করতে হবে না গুগল এ সার্চ দিলে পাবে ওয়ার্ডপ্রেস এ ব্যবহারিত লাখ লাখ থীম এর ভান্ডার এখান থেকে সহজে আপনি আপনার পসন্দের থীম টা সংগ্রহ করতে পারবেন । আর আপনি যদি এইচটিএমএল , বা সিএসএস , পিএইচপি তে হাফেজ হয়ে থাকে তা হলে ত কথায় নেই আপনার ইচ্ছা মত ওয়ার্ডপ্রেস থীম ডিজাইন করে ব্যবহার করাতে পারবেন ।
ওয়ার্ডপ্রেস তৈরি সাইট ক্যাটাগরি মেটা ট্যাগ , নেভিগেশন যোগ করার সুবিধা আছে , Ping করা , h1 h2 h3 এর কার্যকর ব্যবহার করা যায় । এ ছাড়া আরো বিভিন্ন সুবিধা থাকার কারনে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সেরা । তা ছাড়া সবচেয়ে বড় সুদিধা হল এগুলো করতে আপনাকে তেমন কোডিং জানতে হবে না , কারন এগুলোর জন্য অনেক প্লাগিন আছে । আর ওয়ার্ডপ্রেস এর সব চেয়ে বড় সুবিধা হল এর প্লাগিন ভান্ডার । আপনি এখানে হাজার হাজার প্লাগিন্ন পাবেন ।
আপনি ওয়ার্ডপ্রেস এ ইচ্ছা মত যায় গায় ইচ্ছা মত বিজ্ঞাপন ব্যবহার করতে পারেন । ব্লগারে যেমন আমাজন এসোসিয়েটস, এডসেন্স, এডব্রাইট, ইত্যাদি একসংগে ব্যবহার করা নিষেদ আছে , কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ইচ্ছা মত বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন ।
জানি না আপনাদের কত টূকূ বুঝাতে পারলাম । কোন প্রশ্ন থাকলে অবশ্যেই মন্তব্যের মাধ্যমে জানাবেন ।
আমার পরের পোস্ট এ ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া ও সাবধানতা সম্পর্কে নিয়ে আলোচনা করব । আজ এই প্রযন্তই । সালাম………………
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
সুন্দর ও সাজানো গোছানো টিউন,
আশা করছি এইবার ওয়ার্ডপ্রেস সম্মন্ধে কিছু জানতে পারব,
ধন্যবাদ টিউনের জন্য পরবর্তি পর্বের অপেক্ষায়……।।