সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১] ওয়ার্ডপ্রেস কি ? এটা কেন ব্যবহার করবো?

আপনি যখন ইন্টারনেট একটা সাইট/ব্লগ হতে আর অন্যন্যা সাইট/ব্লগ যান তখন আপনার মনে কখন প্রশ্ন যাগে না ইস আমার যদি একটা ব্লগ থাকতো ? , যেখানে আমি আমার নিজের সকল ভাবনা-চিন্তা আমি ইচ্ছা মত প্রকাশ করতে পারতাম । যেখানে প্রতিদিন অনেক জায়গার ভিজিট আস্তো , দেখতো আমার প্রতিভা , দেখতো আমার সৃষ্টি। এখন আপনার হয়তো ইচ্ছা আছে , তবে কি ভাবে এই সাইট/ব্লগ বানাবেন আপনি জানেন না । আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কিসের মাধ্যমে ব্লগ বানাবো ? , কীভাবে বানাবো ? , কিভাবে এই ব্লগ ব্যবহার করবো ? কী তাই না । আপনাদের এই সব উত্তর আমি দেয়ার চেস্টা করবো। আমি আপনাদের নিজের একটা সাইট/ব্লগ বানাতে সাহায্য করবো । তা হলে কথা না বারিয়ে আজকের লেখার প্রসজ্ঞে আসা যাগ।

ব্লগিং করতে চাইলে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস ব্যবহারের কথা বলবো , কারন ব্লগিংয়ে ক্ষেত্রে কিছু সুবিধা দরকার যেমনঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজ সুবিধা ,  সঠিক ভাবে ব্লগ ডিজাইন , সঠিক যায়গায় বিজ্ঞাপন ব্যবহার এর সুবিধা , ইত্যাদি আর এই সব সুবিধা আপনি পাবেন একমাত্র ওয়ার্ডপ্রেসই ।

ওয়ার্ডপ্রেস কি ?

ওয়ার্ডপ্রেস প্রথম  পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীতে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে । ওয়ার্ডপ্রেস মূলতঃ একটি ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস ও কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] । আমি যত দূর যানি  এই প্লাটফর্ম চালু হয় ২০০৩ সালে । এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] টা কী জিনিস ? হে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] হল আপনার সাইট/ব্লগ এর বিভিন্ন তথ্য ব্যবস্থাপনার একটি সক্রিয় সিস্টেম , তথ্য হতে পারে কোন ছবি বা কোন গান বা কোন বাক্য। কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমসি মাধ্যমে আপনি আপনার সাইট/ব্লগ এর যেকোন পরিবর্তন , সংশোধন , সংযোজন , বা মুছে ফেলতে পারবেন । আর এই ওয়ার্ডপ্রেস হল এমনি একটি শক্তিশালি কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] । যা আপনি ব্যবহার করতে পারবেন সম্পুর্ন ফ্রীতে ।

এটা কেন ব্যবহার করবো?

নি:সন্দেহে ওয়ার্ডপ্রেস একটি ভাল মানের  ওপেন সোর্স সফটওয়ার , এনং এটি আপনি একদম ফ্রীতে ব্যবহার করতে পারবেন । আপনার নিজের একটা ডোমেইন আর কোন ফ্রী হোস্টিং বা অল্প মুলের যেকোন হোস্টিং থাকেলে আপনি অনায়াসে এটি ব্যবহার করতে পারবেন । আপনি ওয়ার্ডপ্রেসকেন

ব্যবহার করবেন তা সম্পর্কে নিজে আলোচনা করা হল ।

সহজ ব্যবহার ও ইচ্ছা মত ডিজাইনঃ

যারা প্রোগ্রামিং জানেন না , তারাও ওয়ার্ডপ্রেস এ অনেক সহজে একটা সুন্দর সাইট দার করাতে পারবে ।  এটা ডিজাইন করাও অনেক সহজ , আপনাকেও কোন কস্ট করতে হবে না গুগল এ সার্চ দিলে পাবে ওয়ার্ডপ্রেস এ ব্যবহারিত লাখ লাখ থীম এর ভান্ডার এখান থেকে সহজে আপনি আপনার পসন্দের থীম টা সংগ্রহ করতে পারবেন । আর আপনি যদি এইচটিএমএল , বা সিএসএস , পিএইচপি তে হাফেজ হয়ে থাকে তা হলে ত কথায় নেই আপনার ইচ্ছা মত ওয়ার্ডপ্রেস থীম ডিজাইন করে ব্যবহার করাতে পারবেন ।

বিপুল পরিমানে প্লাগিন ও সহজে সার্চ ইঞ্জিন অপটিমাইজ এর সুবিধাঃ

ওয়ার্ডপ্রেস তৈরি সাইট  ক্যাটাগরি মেটা ট্যাগ , নেভিগেশন যোগ করার সুবিধা আছে , Ping করা , h1 h2 h3 এর কার্যকর ব্যবহার করা যায় । এ ছাড়া আরো  বিভিন্ন সুবিধা থাকার কারনে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সেরা । তা ছাড়া সবচেয়ে বড় সুদিধা হল এগুলো করতে আপনাকে তেমন কোডিং জানতে হবে না , কারন এগুলোর জন্য অনেক প্লাগিন আছে । আর ওয়ার্ডপ্রেস এর সব চেয়ে বড় সুবিধা হল এর প্লাগিন ভান্ডার । আপনি এখানে হাজার হাজার প্লাগিন্ন পাবেন ।

বিজ্ঞাপন ব্যবহার সহজঃ

আপনি ওয়ার্ডপ্রেস এ ইচ্ছা মত যায় গায় ইচ্ছা মত বিজ্ঞাপন ব্যবহার করতে পারেন । ব্লগারে যেমন আমাজন এসোসিয়েটস, এডসেন্স, এডব্রাইট, ইত্যাদি একসংগে ব্যবহার করা নিষেদ আছে , কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ইচ্ছা মত বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন ।

জানি না আপনাদের কত টূকূ বুঝাতে পারলাম । কোন প্রশ্ন থাকলে অবশ্যেই মন্তব্যের মাধ্যমে জানাবেন ।

আমার পরের পোস্ট এ ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া ও সাবধানতা সম্পর্কে  নিয়ে আলোচনা করব । আজ এই প্রযন্তই । সালাম………………

ফ্রী ডোমেইন এন্ড হোস্টিং

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর ও সাজানো গোছানো টিউন,
আশা করছি এইবার ওয়ার্ডপ্রেস সম্মন্ধে কিছু জানতে পারব,
ধন্যবাদ টিউনের জন্য পরবর্তি পর্বের অপেক্ষায়……।।

চমৎকার হয়েছে…..নতুনদের জন্য অনেক কাজে লাগল…….এখন যদি কেউ জানতে চায় wordpress কি তখন আপনার এই টিউনের লিংকটা দিয়ে দেব। ধন্যবাদ……..

ওয়ার্ডপ্রেস মূলতঃ একটি ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস ও কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমসি

এটা সিএমসি হবে না। সঠিক নাম হবে CMS (Content Management System) (সিএমএস) দারুণ টিউনের জন্য ধন্যবাদ।

আমি নিজেও ওয়ার্ড প্রেস দিয়ে কয়েকটা ওয়েব সাইট খুলেছি।

ভাই চালিয়ে যান। অনেক মজার জিনিস। চালিয়ে যান।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

    ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য

    ফাহিম ভাই টিউনের জন্য ধন্যবাদ। ঈদের বন্দ্বে আমরা কয়েকজন ফ্রেন্ড চিন্তা করসি টেকটিউন্সের মত একটা ওয়ার্ডপ্রেস ভিত্তিক সাইট বানাবো ডোমেইন হোস্টিং নিয়ে। এখন বায়েত হোস্টিং এ আপাতত ফ্রী হোস্টিং নিয়ে কাজ স্টার্ট করলাম।আচ্চা টেকটিউনে যেমন যে কেউ রেজিস্ট্রেসন করে পোস্ট করতে পারে এই সিস্টেম আমার সাইটে কিভাবে করব…।

    খুবেই সহজ । প্রথম এ আপনি আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন তারপর Settings>General জান এই ইমেজ এ দেয়া সেটিং টা দিয়ে দিন । ডাউনলোড করুন । সমস্যা হলে আমাকে ফোন দিয়েন ।

Level 0

ফাহিম আপনার লিখটা চমৎকার

Thank u…..

ফাহিম ভাই, খুব দরকারি টিউন, অনেক কাজে লাগবে ভবিষ্যতে। ধন্যবাদ।

ফাহিম ভাই
আব্দুর রহিম ভাই
নাইম ভাই
আমি বোরহান ভাই এর মত একটি সাইট করতে চাই। আশা করি আমাকে হেলফ করবেন।

অনেক ধন্যবাদ।

আমি o try করব

Level 0

Bi really great post for me
http://mylifestylebd.com/

nice

অনেক সুন্দর হয়েছে , ধন্যবাদ ভাই ।

ফাহিম vai Ami jodi anarir moto ekta question kori …eta ki shomvob je ami blogger.co e ekta blog open korbo ebong sheta hobe worpress e.Tahole apnar tune dekhe dekhe ami ekta shundor bolg er malik hobo ebong sheta kivabe shomvob….?.Uttor asha korchi.