কম্পিউটারে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য একটি বিরক্তিকর বিষয় হলো Spyware। নানান কারনে কম্পিউটার Spyware দ্বারা আক্রান্ত হতে পারে। Spyware দ্বারা আক্রান্ত হলে যে সমস্যাগুলো সচরাচর হয় তা হলোঃ আপনার ব্রাউজার হাইজেক হতে পারে, হোমপেইজ পরিবর্তন হতে পারে, ডেস্কটপে অটমেটিক ওয়ালপেপার সেট হয়ে যায় যা পরিবর্তন করলেও পুনরা এসে যায় প্রভৃতি সমস্যাগুলো হয়।
কিভাবে Spyware কম্পিউটারে ঢুকতে পারে:
যেভাবে Spyware কম্পিউটারে প্রবেশ করতে পারে তা হলোঃ
অনেক সময় আমরা বহুদিধ ফ্রী সফটওয়্যার ডাউনলোড করি। কিন্তু এতে যে শর্তাবলি থাকে তা লক্ষ করি না যেমনঃ "free" software to install extra "helper" applications which may change your home page, search page, add a toolbar on Internet Explorer, popup ads at odd times, or cover up your favorite web page with a big ad প্রভৃতি টার্ম অন্য পদ্বতি হল ওয়েবসাইট লোডের সময় pop এ yes এ ক্লিক করে এড প্রভৃতি।
http://www.lavasoftusa.com/support/download এই ঠিকানা থেকে আপনি ফী Adware সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। এটি দিয়ে খুব সহজেই স্কেন করে আপনার কম্পিউরকে Spyware মুক্ত করতে পারেন।
আমি Rukon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা হোক spyware সম্পকে কিছু তো জানলাম। আপনাকে অসংখ ধন্যবাদ