“Skype” গ্রুপ ভিডিও কলিং।(যারা জানেন না তাদের জন্য)

“Skype” যেটিকে সবাই এক নামে চেনে। ম্যসেঞ্জারের জগতে সেরা একটি অ্যাপ। এমন অনেক অনেক অ্যাপস পাবেন চ্যাটিং এবং ফ্রি ভয়েস কল করার জন্য তবে স্কাইপের কোন তুলনা বা বিকল্প হতে পারে না। সেটা আপনার পিসি বা স্মার্টফোন, সবখানেই স্কাইপ সেরা।

কেমন হবে যখন ২-৩ বন্ধু একত্রে গ্রুপ ভিডিও কলিং হবে।গ্রুপ চ্যটিং থেকে ভিডিও চ্যাটিং বেশী জমবে তাইনা।

হয়তো অনেকেই জানেন, স্কাইপ দিয়ে আপনার স্ক্রিন বা পিসির ডেক্সটপ শেয়ার করা যায়। কিন্তু কিভাবে যায় সেটা অনেকেই জানেন না।

আজকে আপনাদের শেখাবো কি করে কাজটি করবেন। আর একবার দেখার পর আপনিও বলবেন, এতো সহজ তবে আগে করিনি কেন?

তো চলুন দেখি কি করে কাজটি করবেন।

১। প্রথমে যার সাথে স্ক্রিন শেয়ার করবেন তাকে একটি ফোন করুন।

২। যখন সে আপনার ফোন রিসিভ করবে তখন দেখবেন আপনার স্ক্রিনে “+” এর মতো একটি সংকেত উঠবে।

৩। এবার সেখানে ক্লিক করুন, দেখবেন কিছু অপশন আসবে আপনার সামনে।

৪। সেখান থেকে “Share Screen” ক্লিক করুন আর দেখুন আপনার স্ক্রিন আপনার বন্ধুর সাথে শেয়ার করা শুরু হয়ে গেছে।

৫। এখন সে আপনার লাইভ স্ক্রিন দেখতে পাচ্ছে। অর্থাৎ আপনার পিসির ডেক্সটপে আপনি যা যা করবেন সেও সেটি ঠিক একই সময়ে একই ভাবে দেখতে পাবে।

কিছু কথাঃ কাজটি করতে হলে অবশ্যই আপনার পিসিতে মোটামুটি মানের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নতুবা হবে না, আর যদিও বা হয় তখন খুব ভালো মানের ভিডিও দেখতে পাবেন না।

তাই ভালো বা ক্লিয়ার ছবি দেখতে হলে আপনার নেট স্পীড মোটামুটি ভালো মানের হওয়া জরুরী।

Level 0

আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শীরনাম লেখার পর কী ভাইয়ের স্মৃতি ঝাঁকি খাইছে ??

শীরনাম লিখলেন গ্রুপ ভিডিও কল আর এখন বলতেছেন স্ক্রিন শেয়ার করা, ঠিক মত টিউন কইরেন ভাইজান

    ভাই গ্রুপ ভিডিও কল আর স্ক্রীন শেয়ার তো একই।জাস্ট শিরোনাম রমরমা হলো এই আর কী…।

আমি জানতাম না আজ যেনে নিলাম