জরুরী কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারছেন না? এদিকে আসুন এবং শিখে নিন যেকোনো ওয়েবসাইট এক্সেস করার ৯টি উপায়।

স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে যেকোনোভাবে ওয়েবসাইট ইরর ও সমস্যা মোকাবিলা করে আপনার কাঙ্খিত ওয়েবসাইট এক্সেস করবেন। ওয়েবসাইট এক্সেস সংক্রান্ত অনেক সমস্যাই আছে। তবে যে সমস্যাই হোক না কেন নিম্নে উল্লেখিত ৯টি মেথোডের একটি না একটি কাজ করবেই। তো, চলুন শিখে নেওয়া যাক সেই ৯টি মেথোড।

মেথোড-১
Checking for Errors

● কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে না পারলে প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে আপনার কাঙ্খিত ওয়েবসাইটটিতে কোনো ইরর আসে কিনা কিংবা কোনো বার্তা প্দর্শন করে কিনা। যদি এরকম বার্তা প্রদর্শন করে- This site is taken down for maintanance অথবা এর সাথে মিল আছে এমন কোনো ম্যাসেজ। তাহলে ধরে নিন যে ওয়েবসাইটটি পুনরায় নির্মাণের কাজ চলছে কিংবা আপডেট করা হচ্ছে। এ ব্যাপারে আরও নিশ্চিত হতে আপনি অন্য কোনো কম্পিউটার থেকে চেশ্টা করুন ঢুকতে পারেন কিনা। যদি না পারেন তবে এই ধারণাটিই ঠিক। এক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করুন এবং পুনরায় ব্রাউজ করার চেশ্টা করুন।

মেথোড-২
Checking for Restrictions

১. অনেকেই নিরাপত্তার জন্য ফায়ারওয়াল কিংবা এর মতো Third Party সফটওয়ার ব্যবহার করে থাকেন। এসব সফটওয়ার দিয়ে কোনো ওয়েবসাইট ব্লক করে রাখা হলে ঐ সাইটটি আর এক্সেস করা যায়না। তাই এও নিশ্চিত হয়ে নিন যে আপনি আপনার কাঙ্খিত ওয়েবসাইটটিকে ভুলবশত ঐসব সফটওয়ারটিকে ব্লক করে রেখেছেন কিনা। যদি করে থাকেন তাহলে তা আনব্লক করে দিন। তাহলেই আপনি ওয়েবসাইটটিকে ব্রাউজ করতে পারবেন।

২. আপনি যদি আপনার ব্রাউজার দিয়ে উক্ত সাইটটি Restrict করে রাখেন তাহলেও ব্রাউজ করতে পারবেন না। তাই আপনার ব্রাউজারের restrict list চেক করে দেখুন আপনি আপনার কাঙ্খিত সাইটটিকে ব্লক করে রেখেছেন কিনা।

৩. আপনার IP Adress যদি ওয়েবসাইটটি ব্লক করে দেয় তাহলেও আপনি সাইটটি ব্রাউজ করতে পারবেন না। এক্ষেত্র আপনি আইপি হাইড করার সাইট (যেমনঃ hideme.be, zacebook.com) কিংবা আইপি চেইন্জ করার সফটওয়ার ব্যবহার করে সাইটি ব্রাউজ করতে পারবেন।

৪. ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করুন এবং পুনরায় সাইটটি ব্রাউজ করার চেশ্টা করুন।

মেথোড-৩
Restarting Your Connection

১. আপনার পিসিটি বন্ধ করুন।

২. পাওয়ার সাপ্লাই বন্ধ করুন এবং পিসিতে মডেম, রাউটার বা এজাতীয় কোনো ডিভাইস কানেক্ট থাকলে তা পিসি থেকে বিচ্ছিন্ন করুন।

৩. সবকিছু আগের মতো সংযুক্ত করে পিসি অন করুন এবং দেখুন সাইটটি ব্রাউজ করতে পারেন কিনা।

মেথোড-৪
Checking the Hosts File

১. এই ফোল্ডারে যান- C:\Windows \system32\drivers \etc folder.

২. hosts ফাইলের উপর রাইট বাটন ক্লিক করুন।এখন Open with এ গিয়ে নোটপ্যাড দিয়ে ফাইলটি অপেন করুন।এই hosts ফাইলটি থেকে যা txt আছে সব কপি করুনতবে কোনো লাইন যদি # দিয়ে শুরু হয় তবে তা কপি করবেন না। একটি নতুন Text documet তৈরি করে তাতে সংরক্ষণ করুন। পরে এগুলো কাজে লাগবে।

৩. এবার host ফাইলটি ডিলিট করুন।

৪. এখন etc ফোল্ডারের মধ্যে নতুন একটি text ফাইল তৈরি করুন hosts নাম দিয়ে এবং কপিকৃত টিক্সট নতুন hosts ফাইলটিতে পেস্ট করুন।

৫. এখন organize অথবা folder option এ ক্লিক করুন etc ফোল্ডার থেকেই।

৬. এবার ফোল্ডার অপশন হতে view tab এ যানএবং "Show hidden files" অপশনটি চেক দিয়ে ও "Hide extensions for known filetypes" অপশনটি আনচেক দিয়ে অকে করুন।

৭. এবার Hosts.txt ফাইলটি রিনেম করে শুধু hosts করুন। যদি "Do you want to change thefile extension?" সতর্ক বাণী দেখায় তাহলে yes ক্লিক করুন।

৮. এখন আপনি আপনার কাঙ্খিত ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারবেন।

মেথোড-৫
Contacting the Webmaster

যে সাইটটি ব্রাউজ করতে পারছেন না সেই সাইটের এডমিনের সাথে যোগাযোগ করুন। এজন্য-

১. http://www.who.is এ যান এবং আপনি যে সাইটটির এডমিনের সাথে যোগাযোগ করতে চান তার address খালি বক্সে টাইপ করে সার্চ ক্লিক করুন।

২. এখন আপনি আপনার কাঙ্খিত সাইটের এডমিনের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেইল ঠিকানা পাবেন। এর মাধ্যমে আপনি আপনার সমস্যা এডমিনকে জানান। আশা করা যায় তারা এর একটা সমাধান আপনাকে দিবে।

৩. এছাড়া আপনি আপনার কাঙ্খিত সাইটের ফেইসবুক টুইটার বা অন্য কোনো সোশাল মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।

মেথোড-৬
Using a Proxy

কখনও কখনও আপনার দেশের সরকার কোনো অবৈধ বা অন্য কোনো কারণে আপনার দেশে ওয়েবসাইটটির এক্সেস বন্ধ করতে পারেন। এক্ষেত্রে আপনি-

১. কাঙ্খিত সাইটটিকে TOR বা এর মতো anonymous browsing সাইট বা সফটওয়ারের মাধ্যমে এক্সেস করতে পারবেন।

২. আবার প্রক্সি সাইট বা browser proxy add-on/extension ব্যবহার করেও আপনি আপনার কাঙ্খিত সাইট ব্রাউজ করতে পারবেন।

৩. এই দুইটি পদ্ধতিতে আপনি সাইট ব্রাউজ করতে পারলেও এই বিষয়টি মনে রাখবেন যে পদ্ধতিদ্বয় অবৈধ।

মেথোড-৭
Flushing DNS

১. এই পদ্ধতিতে ব্রাউজ করতে হলে command prompt এ গিয়ে "ipconfig /flushdns" কমান্ড দিন। কাজ না করলে পরবর্তী স্টেপ অনুসরণ করুন।

২. এক্ষেত্রে আপনি আপনার DNS Server বদলিয়ে দেখতে পারেন। ডিফল্ট Dns server পরিবর্তন করে বিভিন্ন পাবলিক সার্ভারের dns ব্যবহার করতে পারেন। যেমনঃ Google Dns, OpenDns ইত্যাদি।

মেথোড-৮
Asking for Help

● অনেক সময় আপনার ISP বা INTERNET SERVICE PROVIDER এর কিছু টেকনিকেল সমস্যার কারণে আপনি আপনার কাঙ্খিত সাইট ব্রাউজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি আপনার ISP এর হেল্পলাইনে সাহায্য চাইতে পারেন।

মেথোড-৯
Check Website Online Status

● আপনার কাঙ্খিত ওয়েবসাইটে বর্তমানে available কিনা তাও জানা দরকার এবং কোন ঠিকানায় গেলে সাইটটি এক্সেস করা যাবে তা জানতে http://www.who.is/ এ যান এবং আপনার কাঙ্খিত সাইটটির ডোমেইন নেম (example: tech4bd.cf) টাইপ করে সার্চ ক্লিক করুন।

টিউনটির মাধ্যমে আপনার উপকার হওয়ার মধ্যেই মূলত টিউনটির স্বার্থকতা নিহিত।তাই টিউনটি ভালো লাগলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো ভূল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আজ এখানেই টিউনটি শেষ করলাম।খোদা হাফেজ।

ফেইসবুক এ আমি

Level 2

আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এই সাইটে ঢুকতে https://oskvc.datadimensions.com পারছিনা ঢুকার কোন উপায় থাকলে প্লীজ বলুন।

    আপনার উল্লেখিত সাইটটির ট্রাফিক অত্যন্ত বেশি । তাই অন্য কোন সময় আবার চেশ্টা করবেন । সম্ভব হলে ভোরে ।

বরাবরের মতো অসাধারণ টিউন…

ধন্যবাদ রাসেল ভাই ।

অসাধারণ…..

আমার অফিসে বসে এটাতে ঢুকা যায় কিন্তু অন্য কোথাও বসে ঢুকা যায়না।