ইউটিউব থেকে ডাউনলোড করার সব চাইতে সহজ পদ্ধতি

আসসালামু আলআকুম। আশা করি সবাই ভাল আছেন। এটা আমার জীবনের প্রথম টিউন। হতে পারে কোন ভুল। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই । আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ইউটিউব থেকে সহজে ডাউনলোড করা যায় তার সবচাইতে সহজ পদ্ধতি। এর চাইতে আর কোন সহজ পদ্ধতি আর হতে পারে না বলে আমার মনে হয়।

আসুন শুরু করা যাক-

    আপনি যে ভিডিওটি ইউটিউব থেকে ডাউন লোড করতে চান

১. প্রথমত তার ইউআরএল এ যান -উদাহরন: (https://www.youtube.com/watch?v=I2LL9qv4N1Q)

২. ইউআরএল এ ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এরপর পরপর দুটি এস (ss) বসিয়ে এন্টার দিন
-উদাহরন: (http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=I2LL9qv4N1Q&utm_source=youtube.com&utm_medium=short_domains&utm_campaign=www.ssyoutube.com) আসবে সাথে নতুন পেজ

পেজটি দেখুন কয়েকটি অপশন আছে ডাউনলোড করার । আপনার পছন্দেরটি সিলেক্ট করে ডাউনলোড করুন ।
এইভাবে চেষ্টা করুন। দেখবেন খুব সহজে ইউ টিউব থেকে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করতে পরছেন।
আমি আবারো বলছি । আজ আমার প্রথম টিউন টেকটিউনে । অনেক দিনের ইচ্ছা ছিল টেকটিউনের সদস্য হব । কিন্তু অনেক দিন সদস্য করা বন্ধ ছিল বিধায় সম্ভব হয়নি । পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন সদস্য হবার সুযোগ পেয়ে আমার আশা পূর্ন হয়েছে । তাই আমার পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আমি একজন ভাল টিউনার হতে চাই । সবাই আমার জন্য দোয়া করবেন ।

পোষ্টটি দ্বারা আশা করি আপনারা উপকৃত হবেন।

Level 1

আমি মো: গোলাম ছাকলাইন। Manager, HR, BRAC-Aarong, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

মানুষের মধ্যে মানবতাবোধ ফিরে আসুক...... মানুষ অন্ধকার আর আলোর পর্থক্য বুঝতে পারুক...... আর অন্ধকার থেকে আলোর পথে সামনে এগিয়ে যাক সবাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂 অনেক পুরাতন ট্রিক

বহু পুরানো একটা জিনিস । কেন এগুল নিয়ে টিউন করেন ???