বিসমিল্লাহির রহমানির রহিম
আমাদের মাতৃ ভাষা বাংলা। কিন্তু দেখা যায় সব ঠিক থাকলেও অনেকেই গোঁড়ায় গলদ করে ফেলে। গোঁড়ায় গলদ বলতে বোঝাচ্ছি অ অ ক খ শেখার সময় অনেক বর্ণের উচ্চারণ অনেকে বিকৃত পড়ে। তা হয়তো অনেকে অনুধাবন করতে পরেছেন। না করতে পারলে সমস্যা নেই। নিচে যে যে বর্ণের উচ্চারণ বিকৃত হয় তার সঠিক উচ্চারণ বাংলা ও কিছু উচ্চারণ ইংরেজিতে দেয়া হল। এগুলো বাংলা মুক্ত বিশ্বকোষ (উইকিপিডিয়া) থেকে সংগ্রহ করা।
্ -> হসন্ত -> অ-স্বর উচ্চারিত হয় না
ৎ -> খণ্ড ত -> ত্ এর আরেকটি রূপ
ং –> অনুস্বর -> ঙ এর আরেকটি রূপ
ঃ -> বিসর্গ -> হ্ এর আরেকটি রূপ
ঁ -> চন্দ্রবিন্দু -> সানুনাসিক স্বর
ঙ -> ungô, umô –> উ ম
ঞ -> ingô, niô -> নিও
জ -> borgio jô / burgijjô –> বর্গীয় জ / বর্গীজ্য (উচ্চারনঃ বর্গীজ্ জ)
ণ -> murdhonno nô / moddhennô –> মূর্ধন্য ন / মূধ্যেন্য (উচ্চারনঃ মূধ্ ধেন্ ন)
ন -> donto nô / dontennô –> দন্ত্য ন / দন্ত্যন্য (উচ্চারনঃ দন্তন্ ন)
য -> ôntostho jô / ontostejô –> অন্তস্থ য / অন্তস্থয
র -> bôe shunno rô –> ব শূন্য র
শ -> talobbo shô / taleboshshô –> তালব্য শ / তালোবশ্য (উচ্চারনঃ তালোবশ্ শ)
ষ -> murdhonno shô –> মূর্ধন্য ষ
স -> donto shô / donteshshô –> দন্ত্য স / দন্তস্য (উচ্চারনঃ দন্তস্ স)
য় -> ôntostho ô / ontosteô –> অন্তস্থ য় / অন্তস্থ (উচ্চারনঃ অন্তন্থ অ)
ঢ় -> đhôe shunno ŗô –> ঢ শূন্য ঢ়
ড় -> đôe shunno ŗô –> ড শূন্য ড়
ক্ষ -> ক ষ মিলিত
অতিরিক্তঃ
ইংরেজি লেখার সব বর্ণ একত্রিত করে The quick brown fox jumps over the lazy dog বাক্যটি তৈরি করা হয়েছে। বাংলায় কি এরকম কোন বাক্য তৈরি করা হয়েছে? কারও জানা থাকলে একটু বলবেন কি। না থাকলে দেখি আমরা চেষ্টা করে বানাতে পারি কিনা। তাহলে বাংলা লিখতে অনুশীলন করার জন্য ঐ বাক্যটি ব্যবহার করা যাবে।
আর জানেন তো মানুষ মাত্রই ভুল। তাই কোথাও ভুল হলে তা ক্ষমা করে ধরিয়ে দেবেন। ধন্যবাদ
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
কিন্তু ভাই আমরা পড়েছিলাম ঙ এর সঠিক উচ্চারন ‘উঅ’