কি ভাবে Ekattor School Management System ইন্সটল করবেন। (ভিডিও টিটোরিয়াল সহ)

শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরির বিষয়টি নিয়ে প্রথম টিউন করার পর অনেকেই ফোন দিয়েছিলেন যে কিভাবে Ekattor School Management System Pro সফট ইন্সটল করতে হয়। সে বিষয়ের উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। গতকাল এস এস সি পরিক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কারনে আমার বাসার নেট এর গতি খুব ধীর ছিল আর সে কারনে ভিডিও সাইজ ২৬ মেগা লেগে যায়। যা হোক তবু একটু বর্ণনা করে দেই।

১ম ধাপ- আপনার ডোমেইন এর সি প্যানেল এ গিয়ে একটি সাব ডোমেইন খুলে নিন।

২য় ধাপ- সেখানে Ekattor School Management System Pro ফাইল টি আপলোড করে এক্সট্রাক্ট করুন।

৩য় ধাপ- আপনার সি প্যানেল থেকে MySQL ডাটাবেজ থেকে একটি নতুন ডাটাবেজ তৈরি কর তার ইউজার ও পাসওয়ার্ড মনে রাখুন।

৪ থ থাপ- এবার সাব ডোমেইন এর ইউ আর এল একটি ট্যাবে খুলে ফেলুন।

৫ম ধাপ- সেটিং ও ডাটাবেজ এ আপনার তৈরিকৃত ইউজার আই ডি ও পাস ওয়ার্ড দিন এবং শেসে ইন্সটল বাটনে ক্লিক করুন।

অনেক সময় সার্ভার ভারি হওয়ার কারনে আপনাকে দু এক বার চেস্টা করতে হতে পারে। আরও একটি বিষয় আর তা হল কাজ শেষ হবার পর আপনাকে অবশ্যই একটি মেইল আই ডি ও পাসওয়ার্ড দিতে হবে যা দিয়ে আপনি একাত্তর স্কুল এ লগ ইন করে ঢুকতে হবে। তবে সমস্যা নেই পরবর্তীতে আপনি স্কুলের নাম বা অন্যান্য সেটিংস পরিবর্তন করতে পারবেন।

নিচে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিলাম। সময় পেলে Ekattor School Management System এর ব্যাবহার বিধির উপর একটা টিটোরিয়াল বানাবো। আজ এ পর্যন্ত। সবায় ভালো থাকবেন।

টিটোরিয়াল লিঙ্ক নিচের কমেন্টস বক্সে দিলাম।

Level 2

আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

License কিনে না করলে illegal হবে। পাইরেটেড কপি কেউ use করবেন না

কোন ভাবেই ভিডিও লিঙ্ক দিতে পারলাম না তাই এখানে দিলাম।
https://www.youtube.com/watch?v=ITvWwUNg0Qc

Video Toturial koi?

Vai Ami akta baper bujtecina.Ami google a search kore software ta paici o download koreci.akhn jodi apnar tutrial anujai setup kori taile ki use korte parbo?R a jonno ki kono license dorkar hobe?R login id & pass o ki nijer issa mato ditparbo?Plz aktu bolben…!

@ব্লু স্কাই: আমি একটু আমার এলাকার বাহিরে আছি তবে ফিরবো শীঘ্রয়। তখন আপনাকে আমি ই মেইল করে দেব। ধন্যবাদ।

@ব্লু স্কাই: ভাই আপনার কপিটা (৩.০) কি একটু শেয়ার করা যায় আমার সাথে?

@ব্লু স্কাই: The update copy of Ekattor School Management is not nulled. So if you want to update this soft you have to buy this. Thanks.

Ekattor School Management System scripts upload করার পর লগিন করতে গেলে ৭০-৯০% হলে error দেখাচ্ছে। Please help me….
Site link: http://saluasecondaryschool.16mb.com

    Level 0

    আমার সাইটে কিভাবে অন্য ভিজিটর দেখতে পারবে?

Level 0

অনুগ্রহ করে কোনভাবে কপিটা পাঠালে উপকৃত হতাম। [email protected]