পিডিএফ নিয়ে সব সমস্যার সমাধান এক পোস্টে

PDF মানে হচ্ছে Portable Document Format (PDF) নানা কারণে আমাদের পিডিএফ ফাইল নিয়ে কাজ করতে হয় ।আর এজন্য আমরা নানা রকমের টুলস ব্যবহার করি।তবে অনেকে কোনটা দিয়ে কি করতে পারা যায় তা ঠিকভাবে জানে না বলে পিডিএফ ফাইল নিয়ে নানা ধরনের সমস্যায় পড়ে আর এজন্যই আমার আজকের পোস্ট আশা করি এর পর থেকে পিডিএফ নিয়ে আর কোন সমস্যা হবেনা।তাহলে চলুন একে একে শুরু করি..................

আশা করি এরপর PDF নিয়ে আমার টিউন আপনাদের ভালো লাগবে। ত শুরু করা যাক

PDF VIEWER

PDF ফাইল দেখার জন্য অধিকাংশরাই adobe reader ব্যবহার করি কিন্তু আপনারা freeware foxit reader ব্যবহার করে দেখুন এডবি রিডারের কথা ভুলে যাবেন। এ্টি adobe থেকে অনেক দ্রুত লোড হয় এবং সিপিইউর পাওয়ার কম ব্যবহার করে। ব্যবহার অনেক সহজ ও আকারে ছোট মাএ ২.৫৬ মেগা click here

PDF converter

আমরা অনেক কাজে Ms word ফাইলকে pdf এ convert করি.আর এ কাজে Primo PDF ব্যবহার করতে পারেন এর ব্যবহারও একদম সহজ।সফওয়্যারটি ইন্সটল করলে এটি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে চলে আসবে তখন যে ফাইলটি আপনি PDF করতে চান।সেটি ওপেন করে MS word এর প্রিন্ট অপশনে ক্লিক করুন দেখবেন প্রিন্ট অপশনে Primo Pdf আছে সেখান হতে Primo Pdf সিলেক্ট করে Ok দিলেই কাজ শেষ ।এটি দিয়ে যেকোন পেইজকেই PDF করতে পারবেন
click here

PDF to word converter

সহজেই PDF ফাইলকে ইডেটিং করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো এটিকে MS word এ কনভার্ট করে ফেলা প্রয়োজনীয় লেখা স্টাইল যোগ করার পর আবার পিডিএফ এ কনভার্ট করে নিলেই হবে। Free PDF to Word Doc Converter সফটওয়্যারটির সাহায্যে আপনি যেকোন PDF ফাইলকে word ফাইলে convert করতে পারেন মাএ ১.৮ মেগাবাইটের ফাইল এটি এবং freeware.click here

PDF Editor:

ফাইলকে pdf এ convertor করার পর তা ছোটখাট Edit করার প্রয়োজন হতে পারে সেজন্য foxit pdf edit software টি ব্যবহার করতে পারেন ব্যবহারও একদম সহজclick here  মাএ ১.৬ মেগা

PDF Tools:

PDF tools এর সাহায্যে আপনি pdf edit এর advance কাজগুলো করতে পারবেন  যেমন Merge, Split, Reorder, Encrypt, Decrypt, Rotate, Crop, Reformat, Header, Footer, Watermark   click here এছাড়া PDFTools 1.3 দিয়েও পিডিএফ কাটা (নির্দিষ্ট অংশ আলাদা করা), একাধিক পিডিএফ একত্রিত (যোগ) করা , পিডিএফ ফাইলকে এনক্রিপ্ট করে প্রিন্ট, সম্পাদনাসহ ডকুমেন্টের ভিতরে জলছাপ দেওয়া, পৃষ্ঠাগুলো পূণবিন্যাস করা বা XML ফরম্যাটের ডকুমেন্টকে পিডিএফ করা যাবে Click here

পিডিএফ ফাইলের থাম্বনেইলে ছবি যোগ করার জন্য
PDF Thumbnail Generator(320KB) সফটওয়্যারটি দেখতে পারেন Click Here

আশা করি এর পর পিডিএফ ফাইল নিয়ে আর কোন সমস্যা থাকবেনা।
কেমন লাগলো জানাতে ভুলবেন না যেনো।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank u very much

Foxit reader system memory কম নেয়। এটা সম্পর্কে আগে থেকেই কিছুটা জানতাম, আজ আরও জানলাম। ধন্যবাদ মামুনকে।

Level 0

বেশ প্রোয়জনীয় কিছু সফ্টওয়ার, ধন্যবাদ।

খুব দরকারী, ধন্যবাদ

আপনাদের সকলকে ধন্যবাদ

dopdf ব্যবহার কেরেছন? ভালই মনে হলো। প্রিন্টেবল সব কিছুকে পিডিএফ করা যায়। ফ্রি!

Level 0

foxit reader is the best. you can also red pdf in TABBED mode.

এগুলো যোগ করেনঃ
http://www.sheelapps.com এখান থেকে ২.৭৬ Mb এর পিডিএফ টুলস সফটওয়্যারটি দ্বারা পিডিএফ কাটা (নির্দিষ্ট অংশ আলাদা করা), একাধিক পিডিএফ একত্রিত (যোগ) করা , পিডিএফ ফাইলকে এনক্রিপ্ট করে প্রিন্ট, সম্পাদনাসহ ডকুমেন্টের ভিতরে জলছাপ দেওয়া, পৃষ্ঠাগুলো পূণবিন্যাস করা বা XML ফরম্যাটের ডকুমেন্টকে পিডিএফ করা যাবে।

পিডিএফ ফাইলের থাম্বনেইলে ছবি যোগ করাঃ
পিডিএফ থাম্বনেইল জেনারেটর- ৩০২ কিলোবাইটে
http://www.coolpdf.com/pdfthumbnail.html

ই-বুকের জন্য সফটওয়্যার বিভাগে মনোনীত।

ওলে ওলে

Level 0

খুব ই কাজের জিনিস

foxit pdf edit software টি কিভাবে রেজিসটার কোরবো?

Level 0

কোন স্ক্যন কপিকে word এ এনে এডিট করতে চাই.

Foxit PDF Editor Install করার পর সিরিয়াল কি চাচ্ছে। কি করবো?

আপনার সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ । প্রিয়তে নিলাম ।