টেকটিউনসের সকল টিউনারভাই ও গেষ্টভাই দের সবাইকে জনাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
যে সকল ভাই অনলাইনে আয় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এই পোষ্টটি তাদর জন্য। আমি আমার সল্প ঞ্জান নিয়ে একটি বই লেখার চেষ্টা করছি যা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। বিশেষ করে যারা অনলাইনে নতুন তাদের জন্য এই বইটি। টাকা আয় করবার জন্য মানুষ কত কিছুই না করে।কেউ করে চাকরি,কেউ বিজনেস ।ঠিক এমনি একটা অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে অনলাইন আয়। অনলাইন ইনকাম মানে ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে অর্থ উপার্জন ব্যবস্থা । বর্তমান তথ্য প্রযুক্তির মহাযুগে টা খুবই আলোচিত একটি বিষয় । প্রাই সবাই নতুন কম্পিউটার কিনার পর ও ইন্টারনেট সংযোগ নেওয়ার পর পরই চিন্তা করে কিভাবে অনলাইন ইনকাম করা যায় সেইজন্য বিভিন্ন সময় বিভিন্ন জন থেকে পরামর্শ নেন শুনে ব্যাপারটা খুব সহজ মনে হয়ে যখন মাঠে নামেন তখন বুঝা যায় কি পরিমাণ কষ্ট ও বিরিক্তিকর। শুধু মাত্র কম্পিউটার নয় এনড্রয়েড ফোন দিয়ে ও আয় করা সম্ভব। এর জন্য একটি ভাল ব্রওজার এপস দরকার যা বইটিতে দেওয়া আছে। আপনাদের আগেই বলে রাখি বইটি লেখার কাজ চলমান আছে।
সুতরাং বইটি ভাল লাগলে কমেন্ট করবেন। বইটি তে এ যাবৎ কাল পযন্ত যা লেখা হয়েছে সেগুলো হল ইমেইল থেকে শুরু করে ছোট ছোট কাজ করার বিস্তারিত। যারা ধর্য ধরে সহ্য করে কাজ করে গেছে তারাই এই লাইনে সফল হয়েছে। আমি আজ যেই বইটি শেয়ার করলাম সেটি পড়ে জানি না আপনারা কোন অর্থ উপার্জন করতে পারবেন কিনা।
আসলে এই লাইনে অর্থ উপার্জন নির্ভর করে আপনার কঠিন মনোবল অর্থাৎ লেগে থাকা উপর। একাটা কথা মনে রাখবেন অন্যের পকেট থেকে সৎ ভাবে নিজের পকেটে টাকা আনা খুবই কঠিন ব্যাপার।
একটা ব্যাপার কেন আমার চিন্তা করি না আমারা শুধু ভালো মানের একটা জবের জন্য লাইফের অনেকটা বছর পরিশ্রম করে যাই, তারপরও হয়তো আমারা আমাদের আশানুরূপ ফল পাই না ...আর অথচ অনলাইন ইনকাম ক্ষেত্রে আমার একমাসও কষ্ট করতে বা ধর্য ধরতে রাজি না .আমার খুব খারাপ লাগে যখন দেখি কেউ অনলাইন ইনকাম এর উপর কোন লেখায় বাজে মন্তব্য করে .
ভালোর জন্য ফ্রিতে নিজের ব্রেইন খরচ করে পরামর্শ দি সে নিজে না পারলে উল্টা আমারেই এসেই ক্লেইম করে ..."
আরে আপনি উনার টিপস দ্বারা সফল হতে পারেন নি ভালো কথা কিছু তো অন্ততো শিখতে পেরেছেন ...
এভাবে শিখতে শিখতে আপনি একদিন অবশ্যই আপনি অনলাইন ইনকাম করতে পারবেন।
এই বইটি পড়লে আপনি বুঝবেন আপনার কি করা উচিত আর কোন ক্ষেত্রে যাওয়া উচিত
নিচে বইটির ডাউনলোড লিংক দেওয়া হল
Facebook:
https://www.facebook.com/tanaydeb
skype: arktanay
আমি জুবায়ের আহম্মদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
download dilam