আপনার ফোনে USB লাইট ইউজ করে চরম ক্লিয়ার ছবি তুলুন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাল। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে টিউনের টাইটেল দেখেই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে কিভাবে সম্ভব আরে ভাই আগে পুরা টিউনটা পরেন তাহলই উত্তর পেয়ে যাবে। আশা করি আজকের টিউন সবার ভাল লাগবে এবং কাজেও লাগবে, তো চলুন মূল টিউনে যাওয়া যাক।

মোবাইলের ফ্ল্যাশ নিয়ে আর কোন টেনশন নাই ! OTG ক্যাবল দিয়ে USB লাইট ইউজ করে চরম ক্লিয়ার পিক তুলা যায়,
ঘুরাইয়া ফিরাইয়া সেলফিও তুলা যাবে ফন্ট ক্যামেরা দিয়ে তাও ক্লিয়ার ফ্ল্যাশ দিয়ে ! এর জন্য তিনটা জিনিস লাগবে।
১/ মোবাইল।
২/ OTG ক্যাবল।
৩/ USB লাইট।
আপনাদের সুবিদার জন্য নিচে ছবি দেওয়া হল।
আরে ভাই চিন্তা করেন কেন দাম বেশি না কত টাকাতো কত জায়গাতে নষ্ট করলেন। মোবাইল এখন সবার কাছেই আছে তাই আর নতুন করে কিনার দরকার নেই, OTG ক্যাবলও এখন সব স্মার্টফোনের সাথে থাকে তাই আপনাদের আর কেনা লাগবেনা আর যাদের নাই তারা ৩০-৫০ টাকা দিয়ে কিনে নিতে পারেন, USB লাইট এখন সব জায়গাতেই পাওয়া যায় দাম নিবে ৮০-১২০ টাকা মাত্র।
*যেভাবে কানেক্ট করবেনঃ

ব্যাস কাজ শেষ এবার আরামসে সেলফি তুলতে থাকেন তাও ক্লিয়ার ছবি। ভাল লাগলে আবশ্যই টিউনমেন্ট করতে ভুলবেন না।
আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আগামি টিউনে।

Level 0

আমি রায়হানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেইরাম। এটাই তো খুজতেছিলাম। গ্রামে কি এটা পাওয়া যাবে? তবে otg পাওয়া যায়। USB কেমেরা পাওয়া গেলে আরো ভাল হত।

আমার মোবাইলে ভাই এমনিতেই ফ্লাশ লাইটের ব্যবস্থা আছে, কিন্তু OTG সাপোর্ট করে না। OTG সাপোর্ট করে না এমন ফোনে লাইট থাকবে না?…………

Level New

ভাইয়া!!! সম্ভবত যেসকল ট্যাব বা মোবাইলে OTG সাপোর্ট করেনা, সেগুলোতে কাজ করবেনা। আর যেগুলোতে OTG সাপোর্ট করে সেগুলোতে কাজ করবে। প্রয়োজনে ইউটিউবের এই ভিডিওটি দেখুন।
https://www.youtube.com/watch?v=p-xKx9aULwU

কান্না পেলুম আমার ফোনে OTG নাই 🙁

লাইট টার দাম কত?