প্রিয় পাঠকবৃন্দ,(miss u all………) স---------বা----------ই ভাল আছেন?3d এনিমেশনের ভুবন......গড়বো সবাই মিলে। সেই ২৩ এপ্রিল, ২০১০-এ টিউন করেছিলাম।এরপর আর করা হয়নি।তার সাথে আমার সাইটটা ও আর সামনে বাড়াতে পারিনি। এর মাঝে kids animation products এর কাজে নামি।খুব বেস্ত হয়ে পড়ি।তারপর ৬ই মে ২০১০| প্রায় দেড় মাসের সফরে চলে যাই অন্যত্র। এনিমেশনের ম্যান তৈরির মিশন এর কথাও খুব মনে পড়ছিল। যাই হোক আবার শুরু করলাম। চালিয়ে যাব
ইনশাআল্লাহ। তবে এবার থেকে আমার সব tutorials ও লেসন এর আপডেট আমার সাইটেই প্রকাশ করব। গত একমাস ধরে টেকটিউন্সের সাইটে প্রবেশ করা যায়নি।সাইটে কাজ চলছিল। তাই আরো দেরি হল। কি আর বলব,অনেকদিন পর যাও শুরু করতে চাইলাম তখন দেখি সাইট বন্ধ। তাই আমার সাইটেই কাজ করার জন্য ভাবলাম। একসাথে দু সাইটে আপডেট করতে সময় দিতে হয় বেশি।অর্থাৎ আমার সাইট ও টেক্টিউন্স এর টিউন করা দ্বিগুন সময়। চলুন এবার কাজে নেমে পড়ি।
আমার সাইট http://www.rubel3d.blogspot.com
3d studio max এ খেলনা পিয়ানো তৈরি...দেখানো হয়েছে। সহজ টুল ইউজ করে। so try it.
সকল অভিমত মতামত। মন্তব্যে বলুন।
আমি রুবেল3d। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক কিছুই করতে পারি অনেক আশার প্রান্তরে, চেষ্টা করে থামবো না আর এই কথাটিই অন্তরে। পেরিয়ে যাব সব সীমানা করতে হবে জয়, মনের মাঝে থাকলে চাওয়া থাকবে না আর ভয়...............
ভাল ……………