YouTube এর ভিডিও আপনার সাইটে অটো প্লে করান। জেনে রাখুন কাজে লাগবে

আসাকরি সবাই ভাল আছেন। আজকে ইউটিউব নিয়ে ছুটো একটি ট্রিক জানাতে বসলাম। আমি ইউটিউব নিয়ে বেশিরভাগ টিউন করতেছি কারন আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি। কাজ করার প্রয়োজনে নিজেও অনেক কিছু শিখতে পারতেছি পাশাপাশি আপনাদের ও কিছু জানাতে পারছি, এতে বেশ ভাল লাগছে।

কাজের কথায় আসি। আজকে আমি আপনাদের জানাবো কীভাবে YouTube এর ভিডিও আপনি আপনার সাইটে অটোমেটিক প্লে করাবেন। আপনার সাইট ভিজিট করার সাথে ভিডিও অটোমেটিক প্লে হবে। কেউ ক্লিক করে ভিডিওকে প্লে করানো লাগবেনা। এভাবে ভিজিটররা অনেকে রাগান্বিত হবেন তাদের বাড়তি ডাটা খরচ হওয়ার জন্য। এজন্য প্রয়োজন ছাড়া কেউ এটি ব্যবহার করবেন না, এটা আমি জানি। তবুও জেনে রাখা ভাল। কারও উপকারে আসলে টিউমেন্ট এ জানাবেন।

দেখা যাক কীভাবে করতে হয়

  • প্রথমে আপনি আপনার ভিডিওটি ইউটিউব এ ওপেন করুন।
  • এখন ভিডিওটির Share বাটনে ক্লিক করুন। এখন Embed এ ক্লিক করে এমবেড কোডটি কপি করে নিন।
  • এখন কোডটির মধ্যে ভিডিও এর লিঙ্ক রয়েছে, লিঙ্ক এর দিকে খেয়াল করুন। (আপনাদের বোঝানোর জন্য আমি আমার ভিডিও এর একটি লিঙ্ক দিয়ে দেখাচ্ছি) https://www.youtube.com/embed/X26zNph5sQo এটি আমার ভিডিও এর লিঙ্ক।
  • এখন আপনাদের কাজ হল Embed কোডটির ভিতরে আপনার ভিডিও লিঙ্ক এর শেষে এটি যোগ করুন মানে লিখে দিন ?autoplay=1
  • এড করার পর এভাবে হবে https://www.youtube.com/embed/X26zNph5sQo?autoplay=1

এখন আপনি আপনার সাইটে Embed কোডটি বসিয়ে দিন আর দেখুন সাইট ভিজিট করার সাথে সাথে অটো প্লে হচ্ছে।

If you need computer, technology, adsense, seo, wordpress those type informations, then visit Technic Desk , and also read best electric razor for men.

Thanks for all tech lovers.

Level 2

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jene Rakhlam..

অবশ্যই কাজ করবে ১০০০০০০০০০০০০০০%

কাজ হইছে, ধন্যবাদ ভাইয়া 🙂

good work. . . .

আপনাদের ও ধন্যবাদ।

সংগ্রহে রাখলাম। দারুন পোষ্ট।

ধন্যবাদ সবাইকে, পূর্বে যারা আমার এই পোষ্টটি দেখেছেন যদি আপনার দরকারে আবার দেখতে আসেন তাহলে লক্ষ্য করুন & এর জায়গায় নতুন নিয়ম ? দিতে হবে।