টেলিটক ‘বর্ণমালা’ সিম সম্পর্কিত A টু Z পোস্ট ! ( সিমের জন্য রেজিষ্ট্রেশন + সিম সংগ্রহ)

বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেক দিন পর লিখছি। আশা করি সবাই ভালো আছেন । 😀

সরাসরি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি –
আমরা সকলেই জানি আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত ৩ বছর ধরে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশষ নম্বর  সংবলিত সিম “আগামী” দিয়ে আসছে । বিশেষ সবিধা সম্বলিত এই সিম এতদিন শুধু এস.এস.সি.-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেয়ে আসলেও এবার এস. এস.সি পাশ যেকোন শিক্ষার্থীদের জন্য টেলিটক নতুন একটি সিম এনেছে । যার নাম – “বর্ণমালা” (মূল্য ৫০ টাকা মাত্র) । সিমটির সুবিধা “আগামী” প্যাকেজের চেয়ে কিছুটা কম হলেও অন্য যেকোন অপারেটর এর যেকোন প্যাকেজ থেকে ভাল !

প্রথমে সিমটি শুধু বই-মেলায় দেওয়া হলেও এখন অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে । 😀

আসুন প্রথমে জেনে নেই কি কি সুবিধা এই বিশেষ প্যাকেজের –

  •  দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে ভয়েস ও ভিডিও কল মাত্র ৩০ পয়সা/মিনিট ।
  •  অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত ২৪ ঘন্টা ।
  •  ৩০ পয়সা/এস.এম.এস. যেকোন টেলিটক নাম্বারে ।
  •  ১ জিবি ডাটা ১৩০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন ।
  •  ৫ জিবি ডাটা ৪০০  টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন ।
  •  প্রতি ৩০ টাকা রিচার্জে ৩০ মিনিট ভয়েস, ৩০ মেগা ডাটা ও ৩০টি ফ্রী এস.এম.এস একদম ফ্রী !
  •  স্পেশাল সিরিজের নাম্বার !

এক্টিভেশন বোনাস –

  •  ৫০ মিনিট ভয়েস কল (টেলিটক নাম্বারে)
  •  ৫০ মিনিট ভিডিও কল (টেলিটক নাম্বারে)
  •  ৫০ টি এস.এম.এস. (টেলিটক নাম্বারে ২৫ টি ও অন্য অপারেটরে ২৫ টি )
  •  ৫০ টি এম.এম.এস. (টেলিটক নাম্বারে)
  •  ২৫০ মেগাবাইট (৩জি) ডাটা

সিম পেতে আপনাকে যা যা করতে হবেঃ

ফার্স্ট স্টেপ - মেসেজের মাধ্যমে বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বার সংগ্রহ

১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে Bor Board  Roll Passing_year Mobile no লিখে 16222 এ SMS করতে হবে । [ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর ,Passing Year এস.এস.সি পাশের সাল , মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন (পরবর্তীতে এই নাম্বারে মেসেজ আসবে) ]

উদাহরণ – Bor DHA 123456 2014 01************    লিখে 16222

২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি “বর্ণমালা রেজিস্টেশন কোড” নাম্বার পাবেন ।

সেকেন্ড স্টেপ- অনলাইনে রেজিষ্ট্রেশন

১. অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://bornomala.teletalk.com.bd/ –তে প্রবেশ করুন ।

২. সকল তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট-এ ক্লিক করুন ।

৩. তারপর নিচের মতো একটি পেইজ আসবে

এখানে আপনি আপনার গার্ডিয়ান এর বা আপনার ১৮ বছর হলে আপনার সকল তথ্য দিবেন । এই ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন । আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন । Identifier এ আপনার পরিচিত কারো নাম , ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন ।

সবকিছু ঠিক থাকলে আপনাকে একটি পেইজ আসবে যেখানে আপনি আপনার দেয়া ইনফোগুলো আবার চেক করে সেভ করবেন ।

তারপর আপনি যেই আপনার পূরণকৃত ফর্মটি দেখতে পাবেন । এই ফর্মটি সিম তোলার সময় লাগবে । তাই এটি প্রিন্ট করে রাখতে পারেন বা ডাউনলোড করে পরে প্রিন্ট করলেও হবে ।

* সিমের জন্য এই রেজিস্ট্রেশন চলবে ৩০-০৪-২০১৫ পর্যন্ত ।

স্টেপ থ্রী - সিম সংগ্রহ করবেন যেভাবে 

১. মেসেজের মাধ্যমে 'বর্ণমালা রেজিষ্ট্রেশন কোড' সংগ্রহ করার সময় যে কন্টাক্ট নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে মেসেজের মাধ্যমে সিম সংগ্রহ করার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে । অথবা, টেলিটকের ফেসবুক পেইজেও ( https://www.facebook.com/yourTELETALK ) জানানো হবে ।

২. ওই তারিখ এবং সময় অনুযায়ী নিচের কাগজ পত্রগুলো নিয়ে আপনার সিলেক্টেড কাস্টমার কেয়ারে যেতে হবে-

*  যে অভিভাবকের নামে (অথবা আপনার নামে করলে, আপনার) রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ।

*  অনলাইনে যে ফরমটি পূরণ করেছিলেন তার প্রিন্ট কপি ।

* শিক্ষার্থীর এস.এস.সি-র  এডমিট/ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেট এর মূল কপি । (ফটোকপিও নিতে হবে)

*কলেজ/ভার্সিটির আইডি ককার্ডের ফটোকপি ।

* যার নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে তিনি নিজে না যেতে পারলে অনলাইন থেকে SAF প্রিন্ট করে তা পূরণ করে নিয়ে যেতে হবে । SAF ফর্ম http://bornomala.teletalk.com.bd/public/saf_form.pdf   লিংক থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে । বা, নিকটস্ত কাস্টমার কেয়ার থেকে এই ফর্ম পাওয়া যাবে ।

স্টেপগুলো কঠিন মনে হলেও আসলে কাজটা খুব ইজি ! পোস্টটা ভাল করে দুইবার পড়ুন, তাহলেই বুঝবেন ।

কোন সমস্যা হলে ফেসবুকে আমাকে নক করতে পারেন ।

https://www.facebook.com/jubayerkingdom

আগামী টিউনে দেখা হবে । ততদিন ভালো থাকবেন । খোদা হাফেজ । 🙂

Level 0

আমি সাদাত জুবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাদামাটা মানুষ । সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি । প্রযুক্তিকে নিয়ে থাকতে ভালোবাসি । নতুনকে জানার চেষ্টা করি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি মাদ্রাসার ছাত্র, আর দাখিলের প্রবেশপত্র এবং রেজিস্টেশন চিরে ফেলে দিয়েছিলাম ২০০৬ সালে, এখন আলিম, ফাযিল কিংবা কামিলের রেজিস্টেশন কার্ড দিয়ে হবে কি?

এই টিউনটি এই মুহূর্তে আমার খুব দরকার ছিল । জাযাকাল্লাহ খাইরান ।

@Haque: রেজিষ্ট্রেশন এর সময় আপনি দাখিলের ইনফো দিয়ে করবেন…. সিম তোলার সময় আলিমের টা দেখালে হবে…..

@আশরাফুল খন্দকার: আপনাকেও ধন্যবাদ।

@মোঃ তারেক জামিল: কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান মানে কিন্তু আমি জানিনা 😛

thanks… আর একটা কথা ‘বর্ণমালা’ সিম পাব কোথায় ?????

Level 0

ভাই আমার পাসপোর্ট, ও ভোটার আইডি কার্ড নাই আর আমার বয়স সার্টিফিকেট অনুযায়ি ১৮ বছর হয় নি আমি কি করতে পারবো

@সিয়াম ইসলাম: আপনার জেলার টেলিটক কাস্টমার সেন্টারে পাবেন… . তবে, এই সিম অন্য সাধারণ সিমের মতো কিনতে পারবেন না… অনলাইনে রেজিষ্ট্রেশন করে নিতে হবে……. ধন্যবাদ।

@Pranto: আপনি আপনার অভিভাবক (মা, বাবা, বোন যে কারো নামে) রেজিষ্ট্রেশন করুন…… সিম তোলার সময় SAF পূরণ করে নিয়ে যাবেন…. তাহলেই হবে….

Level 0

ধন্যবাদ

Level 0

ভাই পাসপোর্ট নাই যে

কয় দিন আগে টেলিটক এর ওয়েব এ যে এক্সেল এর ফাইল ছিল, সেটা দিয়ে ইমেইল করলাম। সেটা কি তাহলে বাদ?

@Yellow_Flash: ওই পদ্ধতি এখনো একটিভ আছে…. আপনি যদি কনফার্মেশন মেইল / মেসেজ পান, তাহলে অবশ্যই সিম আনতে পারবেন…

@Pranto: পাসপোর্ট না থকলে আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে তো হবেই…

হাঁ। কনফার্মেশন মেইল পেয়েছি

ভাই আমি প্রথমে SMS পাঠিয়ে Registration number পেয়েছি । আমার Registration number হল 9982 কিন্তু আমি তো Form Fill up করতে পারছি না । বারবার Sorry your date of birth[22-02-89] is not valid with Bornomala SMS registration [9982] দেখায় ।
দয়া করে সাহায্য করবেন কি ?

Bornomala SMS registration Number ai box a kon number dibo ?

মেসেজ পাঠানোর প্রথম ধাপ কি ঠিক আছে? আপনি স্ক্রিনশটে Bor দেখিয়েছেন আর উপরে লিখেছেন GPA5 আসলে কোন্টা সঠিক

50 taka kokhon katobe/ kivabe nibe ? ????

@কাফি হাসান: দুঃখিত ভাইয়া…. এটা Bor হবে

Level 0

ভাই আমার জেলায় টেলিটক কাস্টমার কেয়ার নেই, কিন্তু টেলিটকের এজেন্ট আছে। আমি কিভাবে বর্ণমালা সিম পাব?

@Raju: আশেপাশেরর জেলার কাস্টমার কেয়ার সিলেক্ট করে দেন…. কিছু করার নাই…. টেলিটক এর কাস্টমার কেয়ারের সংখ্যা অনেক কম।

ok.. thanks

@সাদাত জুবায়ের ভাই
মোবাইল এ ত”Download to print later” দিলেও ত ডাউনলোড হচ্ছে না। কি করব? প্লিজ একটু বলেন।।

@imtiaz.naim: আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারেন…..
যদি না হয় তাহলে পিসি থেকে ‘Reprint From’ এর মাধ্যমে পরেও প্রিন্ট করে নিতে পারবেন…

জাযাকাল্লাহ খাইরান এর বাংলা অর্থ হচ্ছেঃ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ।

@মোঃ তারেক জামিল: ও আচ্ছা….. আপনাকে অনেক ধন্যবাদ, ভাইয়া।

@Raju: আমি sms পাঠিয়ে রেজি কোড আনলাম। কিন্তু যখন অনলাইনে registration করার জন্য কোড, জন্ম তারিখ, দাখিলের পাশের সাল মানে সব কিছু ঠিক রেখে সাবমিট করলাম কিন্তু হয়না। কিন্তু আমার জন্ম তারিখ দাখিল পরীক্ষার সালের সাথে মিল রেখেও কাজ হচ্ছেনা। date of birth invalid, pls help

@সাদাত জুবায়ের:
এখন গুগল ক্রোম ব্রাউজার থেকে কিভাবে ডাউনলোড করব? লিংক কপি করে ঢুকব নাকি অন্য ভাবে? কিছুই বুঝতেছি না?
ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে গেলে প্রথম বর্ণমালা রেজিষ্ট্রেশন এর প্রথম পেজ চলে আসে। প্লিজ একটু সমাধান দেন।।

amar ajo mail ase ni?????????????????????????????????

মেইল না আসলে এইভাবে অনলাইনে রেজিঃ করে নেন…. এভাবে করলে সিম পাবেন এইটা শিউর…

ভাই Subscriber name এবং Relation with Student এ কি লিখব

ভাই হলে – Brother
চাচা হলে – Uncle
এভাবে…… এইটা তেমন ইমপোর্টেন্ট না…

“যার নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে তিনি নিজে না যেতে পারলে অনলাইন থেকে SAF প্রিন্ট করে তা পূরণ করে নিয়ে যেতে হবে ।”

কিন্তু আমি কাস্টমার কেয়ারে ফোন কর্লাম আর ওরা বল্ল যার নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে সে যেতে হবে

কাস্টমার কেয়ার থেকে এমন বলেই….. আগামী সিমের সময়ও তারা বলছিল…..পরে, অভিভাবক ছাড়াই দিছে….

আপনি যদি SAF পূরণ করে নিয়ে যান তাহলেই হবে… এই ফর্মেই অভিভাবকের সাক্ষরসহ যাবতীয় তথ্য থাকে….

vrsity ba clge er id card na thakle sim pabo???

Khub sundor tune korechen apni??
Ami gotokal sob kichu korechi ekhon shudu sim jeidin dibe sei dine oppkhai
http://www.facebook.com/bappy.khan03

eta ki কনফার্মেশন মেইল ??
Dear Student,
Thanks for your Email and Registration. We will consider (Excel file// .xls) file only for processing from now. Excel file is available now in TBL website: http://www.teletalk.com.bd, Teletalk Bornomala Package> Click here . We will inform you “Bornomala” SIM distribution schedule immediately.

BR//
Teletalk (Amader Phone)

Level 0

email a confirmation messege ashchilo but kono sms ashe nai mobile a sim tolar date nia.aro 10 din agee korchilam.ekhn ki korbo??

Level 0

সাদাত জুবায়ের….@@@…..vhy parle aktu kosto kore Bornomala package er data activate korar niom gula dile valo hoto….plzzz

Nice Post.

reg korei fellam. ekhon petei jaa jhamela pohate hobe r ki.
sim deya suru hole kew amake ai e-mail a ekta message diyen
[email protected]

Level 0

সাদাত জুবায়ের…@@@…..thanksssss….

Level 0

reg hoy na.

Sorry your date of birth[01-01-91] is not valid with Bornomala SMS registration code

ভাই আমার তো ভোটার আইডি /পাসপোর্ট/ড্রাইবিং লাইসেন্স কিছুই নাই কিন্তু 18 বছর এর বেশি আছে তাইলে কি আমি পাব???????

@সোহেল আহামেদ: আপনার অভিভাবকের নামে রেজিঃ করুন।

আমার ও একই অবস্থা – Sorry your date of birth[01-03-89] is not valid with
Bornomala SMS registration code। কি করব এখন?

ak number hote koita msg pathate parbo??

আমি কদিন আগে কলেজ ছারলাম, এখন ভার্সিটিতে ভর্তি হব , আমার তো স্টুডেন্ট আইডি নাই , কিন্তু অন্য সব ডকুমেন্ট আছে। আমি কিভাবে সিম পেতে পারি ?

Level 0

বিয়ে করতে ও এত তথ্য প্রয়োজন হয় না, :-/ সীম অানার জন্য যাইতে হবে কুমিল্লা,

আমিতো কনফার্মেশন ইমেইল পাইনি। আমি কি এই পদ্ধতিতে আবার করবো? তাতে কি সমস্যা হবে?

thanks vai kaje asche… but ekhono ki dea shuru kore nai???

ধন্যবাদ।

Level 0

ভাই আমার ২০০১ সালে Technical board-র রোল নং ৪ সংখ্যার, ওয়েবে রেজাল্ট আসে না। HSC, Degree রোল নং দিয়ে কি রেজিঃ করা যাবে।

আমি Diploma in Engineering করছি ২০১৪ তে
আমার কলেজ আইডি আমার কাছে বাট মেয়াদ নাই।
আমি কি বর্ণমালা সিম পাবো???????????? ???

এত্ত ভেজাল, মাথা ঘুরিয়ে দিয়েছে।