বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেক দিন পর লিখছি। আশা করি সবাই ভালো আছেন । 😀
সরাসরি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি –
আমরা সকলেই জানি আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত ৩ বছর ধরে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশষ নম্বর সংবলিত সিম “আগামী” দিয়ে আসছে । বিশেষ সবিধা সম্বলিত এই সিম এতদিন শুধু এস.এস.সি.-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেয়ে আসলেও এবার এস. এস.সি পাশ যেকোন শিক্ষার্থীদের জন্য টেলিটক নতুন একটি সিম এনেছে । যার নাম – “বর্ণমালা” (মূল্য ৫০ টাকা মাত্র) । সিমটির সুবিধা “আগামী” প্যাকেজের চেয়ে কিছুটা কম হলেও অন্য যেকোন অপারেটর এর যেকোন প্যাকেজ থেকে ভাল !
প্রথমে সিমটি শুধু বই-মেলায় দেওয়া হলেও এখন অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে । 😀
১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে Bor Board Roll Passing_year Mobile no লিখে 16222 এ SMS করতে হবে । [ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর ,Passing Year এস.এস.সি পাশের সাল , মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন (পরবর্তীতে এই নাম্বারে মেসেজ আসবে) ]
উদাহরণ – Bor DHA 123456 2014 01************ লিখে 16222
২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি “বর্ণমালা রেজিস্টেশন কোড” নাম্বার পাবেন ।
১. অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://bornomala.teletalk.com.bd/ –তে প্রবেশ করুন ।
২. সকল তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট-এ ক্লিক করুন ।
৩. তারপর নিচের মতো একটি পেইজ আসবে
এখানে আপনি আপনার গার্ডিয়ান এর বা আপনার ১৮ বছর হলে আপনার সকল তথ্য দিবেন । এই ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন । আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন । Identifier এ আপনার পরিচিত কারো নাম , ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন ।
সবকিছু ঠিক থাকলে আপনাকে একটি পেইজ আসবে যেখানে আপনি আপনার দেয়া ইনফোগুলো আবার চেক করে সেভ করবেন ।
তারপর আপনি যেই আপনার পূরণকৃত ফর্মটি দেখতে পাবেন । এই ফর্মটি সিম তোলার সময় লাগবে । তাই এটি প্রিন্ট করে রাখতে পারেন বা ডাউনলোড করে পরে প্রিন্ট করলেও হবে ।
১. মেসেজের মাধ্যমে 'বর্ণমালা রেজিষ্ট্রেশন কোড' সংগ্রহ করার সময় যে কন্টাক্ট নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে মেসেজের মাধ্যমে সিম সংগ্রহ করার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে । অথবা, টেলিটকের ফেসবুক পেইজেও ( https://www.facebook.com/yourTELETALK ) জানানো হবে ।
২. ওই তারিখ এবং সময় অনুযায়ী নিচের কাগজ পত্রগুলো নিয়ে আপনার সিলেক্টেড কাস্টমার কেয়ারে যেতে হবে-
* যে অভিভাবকের নামে (অথবা আপনার নামে করলে, আপনার) রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ।
* অনলাইনে যে ফরমটি পূরণ করেছিলেন তার প্রিন্ট কপি ।
* শিক্ষার্থীর এস.এস.সি-র এডমিট/ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেট এর মূল কপি । (ফটোকপিও নিতে হবে)
*কলেজ/ভার্সিটির আইডি ককার্ডের ফটোকপি ।
* যার নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে তিনি নিজে না যেতে পারলে অনলাইন থেকে SAF প্রিন্ট করে তা পূরণ করে নিয়ে যেতে হবে । SAF ফর্ম http://bornomala.teletalk.com.bd/public/saf_form.pdf লিংক থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে । বা, নিকটস্ত কাস্টমার কেয়ার থেকে এই ফর্ম পাওয়া যাবে ।
কোন সমস্যা হলে ফেসবুকে আমাকে নক করতে পারেন ।
https://www.facebook.com/jubayerkingdom
আগামী টিউনে দেখা হবে । ততদিন ভালো থাকবেন । খোদা হাফেজ । 🙂
আমি সাদাত জুবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাদামাটা মানুষ । সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি । প্রযুক্তিকে নিয়ে থাকতে ভালোবাসি । নতুনকে জানার চেষ্টা করি ।
আমি মাদ্রাসার ছাত্র, আর দাখিলের প্রবেশপত্র এবং রেজিস্টেশন চিরে ফেলে দিয়েছিলাম ২০০৬ সালে, এখন আলিম, ফাযিল কিংবা কামিলের রেজিস্টেশন কার্ড দিয়ে হবে কি?