ইমেজ প্রোপারটিস ছোট বড় করুন অনলাইনে

অনেকদিন পরীক্ষার কারণে কোন টিউন আপনাদের উপহার দিতে পারিনি। পরীক্ষা বেশ কিছু দিন আগে শেষ হলে অন্য একটু কাজে  ব্যস্ত থাকার কারণে সময় করে উঠতে পারিনি।তো আজ থেকে আবার নিয়মিত টিউন নিয়ে হাজির হবে যদি মহান সৃষ্টি কর্তার কৃপায় সুস্থ্র থাকি আর আপনারা পাশে থাকেন।

আজকের টিউনটা যারা অনলাইনে বেশি ঘাটাঘাটি করেন তাদের দরকার না ও হতে পারে।তবে অনেকে আছেন যারা ছবির কাজ ফটোশপে ভালো  পারেন না বা পারলে ও আপনার শুধু দরকার ছবির প্রোপারটি কামনো বাড়ানো তাদের জন্য এই টিউটনি বেশ কার্যকরী। চলুন শুরু করি।

 

প্রথমে আপনি এই লিংকে যান পেজ লোড হওয়ার পর দেখবেন নিচের মত একটা পেজ আসবে (ছবি ছাড়া)। আমি পেজটার স্ক্রিন সট নিয়ে এডিট করেছি  আপনাদের বুঝানোর জন্য।যই হোক এইটুকু নিজেরো বুঝে নিবেন।

 

লক্ষ্য করুন ১ নাম্বার মার্ক করা অপশন থেকে আপনার কাঙ্খিত ইমেজটাকে আপলোড করুন।এবার ২ নং অপশনটা খেয়াল করুন।এই অপশনটাই মেইন।আপনি এটার হার যত বাড়াবেন আপনার কাঙ্খিত ইমেজের প্রোপারটিস সেই হারেকমে যাবে।আর আপনি এটার হার যত কমাবেন আপনার কাঙ্খিত ইমেজের প্রোপারটি সেইহারে যাবে।

 

 

 

ইমেজ প্রোপারটিস ছোট বড় করুন অনলাইনে
ইমেজ প্রোপারটিস ছোট বড় করুন অনলাইনে

 

এখন সর্বশেষ অপশন ৩ এ অথ্যাৎ Compress Now  তে ক্লিক করলে আপনার কাঙ্খিত ইমেজটি বাম পাশের ঘরে পেয়ে যাবেন। দুটো ছবির প্রোপারটিস দেখে নিতে পারেন। নিচে প্রোপারটিস দেখা যাবে। সর্বোশেষ ইমেজটি ডাউনলোড করে নিন। আজ এই পর্যন্ত। সবার সুস্থ্যতা কমানা করে শেষ করলাম। ধন্যবাদ।টিউনটি প্রথম প্রকাশ এখানে

সৌজন্যে আপনার ডক্টর

আমি ঝিঝি পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস