FL Studio টিউটোরিয়াল [পর্ব-১৪] :: Delay ভিডিও টিউটোরিয়াল (গানের লাইন থেকে বা শেষ থেকে ঐ লাইনই শুরু করা)

FL Studio টিউটোরিয়াল

বেশকিছু দিন পর আবারও স্বাগতম FL Studio’র ডিলে (Delay) টিউটোরিয়ালে। তার আগে বলে নেয়া দরকার যে ডিলে (Delay) কী?

আপনারা জানেন যে Delay মানে বিলম্ব বা দেরী। হ্যাঁ। ঠিক তাই। অনেক গানে দেখা যায় যে শিল্পী যে লাইন গাইছে, শেষ করা মাত্র ঐ লাইনই আবার গাওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে লাইন শেষ না করেই আবার গাওয়া হয়। এটা একসাথেও হতে পারে আবার নিজে নিজেই হতে পারে। তো আপনি তো হোম মিউজিসিয়ান। এত লোক তো আপনার নেই। তাই ডিলে-এর কাজটা আপনার নিজেকেই করতে হবে। প্রায় সব গানের কিছু কিছু অংশে ডিলে করে। যেমন:  শ্রাবণের মেঘগুলো(‘আজ কেন মন’ এই জায়গায়)

এরকম আরো প্রচুর গান পাবেন। এখনও যদি ডিলে না বুঝে থাকেন তাহলে আমার সদ্য রেকর্ড করা গানটি শুনে আসুন তাহলে বুঝবেন। আমার খুব প্রিয় একটা গান। যখন মন খারাপ থাকে তখন ১৭ বার শুনলেই মনটা ভাল হয়ে যায়। কখনও বিরক্তি আসে না।

এবার আসুন ডিলে করা হয় কেন তা জানি।

আসলে গানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ডিলে করা হয়। আর তা পুরো গানের ক্ষেত্রে নয়। গানের কিছু কিছু অংশে। ডিলে করার জন্য আপনি আলাদা কোনো VST ব্যবহার করতে পারেন। তবে FL Studio-তে যে Fruity Delay 2 আছে তা দিয়েই আপনি সুন্দর করে ডিলে করতে পারেন। এরজন্য আপনাকে:

  • ১। প্রথমেই Mixer চালু করতে হবে।
  • ২। এরপর Fruity Delay 2 টা সেখানে  আনবেন।
  • ৩। গানের ধরন অনুযায়ী Time সেট করবেন।
  • ৪। এরপর মাউসের সাহায্যে যে জায়গাগুলোতে ডিলে করতে চান সেই জায়গাগুলো ঠিক করে সেভ করবেন।

আজ আর নয়। কদিনের মধ্যে দিনাজপুর যেতে হবে। ২২ তারিখ থেকে ভার্সিটি লাইফ শুরু। দোয়া করবেন সবাই। আর এ অবস্থায় পারলে আমাকে যেকোনভাবে হোক দিনাজপুরে পৌঁছে দিন। অনেক খুশি হব। যাকগে। দোয়া করবেন যেন ঠিকঠাক দিনাজপুর পৌঁছাতে পারি।

টিউনটা খুব ছোট হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।

Me on Facebook>>

FL Studio Group>>

Youtube Channel>>

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই শিখাচ্ছেন গান! আবার দ্বায়বদ্ধতা এডিয়ে যাচ্ছেন ।এই গান যে শুনবে এবং যত গুনাহ হবে সব আপনার আমল নামার লেখা হবে!

    @নুর আলম নয়ন: আমার গানের কোথাও কোনো অশ্লীল ভাষা নেই। অশ্লীল হলেই তা হারাম। আর ওটা লেখার কারণ নিজ দায়িত্বে টিউটোরিয়ালগুলো শিখবে। আর ওটা লেখার কারণেই আমার পোস্টে অন্যান্য পোস্টের তুলনায় ভিউ কম হয়। আর এমন তো না যে আপনি কোনোদিন গান শোনেন নি বা শোনেন না। হারামের মধ্যে থেকে আপনি কখনোই একটা বিষয়ের ভালমন্দ বিবেচনা করতে পারবেন না। দোষ তো আর আমাদের না। আমাদের ভাগ্যের। আমাদের দেশে ইসলাম সুপ্রতিষ্ঠিত নয়। তাই নিজ নিজ জায়গা থেকেই ইসলাম পালন করা শ্রেয়।
    আর বাহিরে গিয়ে কোনো দ্বন্দ্ব বা কারো ক্ষতি করার চেয়ে এটা করাই কি অপেক্ষাকৃত ভালো হলো না।

    আর যেখানেই গানের কথা উল্লেখ আছে সেখানেই মদ, জুয়া, নারী একসাথে উল্লেখ আছে। অর্থাৎ অশ্লীল কিছু ঘটলে তবেই তা হারাম। কারণ ইসলামে অশ্লীলতার স্থান নেই। তবে হ্যাঁ যেসকল জিনিস মানুষকে ধর্ম থেকে দূরে নিয়ে যায় তার মধ্যে সঙ্গীত অন্যতম। তাই আমার উপরের সতর্কবার্তা।

      @মামুন মেহেদী: ভই এতো বড় রিপ্লাই দেবার প্রয়োজন ছিল না। ফোরাম, ব্লগ এ এই রাকম হবেই। আমিও তাই এই সব নিয়ে মাথা ঘামাই না। জাস্ট দরকার মত যা করার করে চলে যাই। প্রজন্ম ফোরাম এ তুলনামুলক বেশি হয়। মনে করুন আমি কষ্ট করে কিছু শিখলাম সেটা শেয়ার করতে গেলাম ওমনি মনে হবে কে কি বলে কে কি লিখে এইসব, আর টিউন বা পোস্ট করা হয় না। আপনি চালিয়ে যান আপনার মত করে।

      আর হ্যা, ধন্যবাদ নতুন টিউনটির জন্য। (y)

কেউ কি বলতে পারেন টেকটিউন এ কমেন্ট এডিট করা যায় কিনা? গেলে কি করে করতে হবে? আমার দ্রুত টাইপিং এর জন্য প্রায়ই বানান ভুল হয়। 🙁

@মোঃ রেজোয়ান সাকী এলিন: এলিন ভাই। কমেন্ট ইডিট করা যায়। তবে ওয়েব ভার্সনে না। আপনি টিটিতে লগিন করে www এর জায়গায় mobi দিয়ে চালিয়ে কমেন্ট করুন। দেখবেন Edit অপশন পাবেন। ধন্যবাদ।

মামুন মেহেদী ভাই আপনি গান বিষয়ে নুর আলম নয়ন ভাইয়ের কথার প্রক্ষিতে যে জবাব দিয়েছেন তার সাথে অনেকটা একমত । আর নুর আলম নয়ন ভাই যেভাবে আপনি ঢালাও ভাবে গানকে হারাম বললেন এটা আপনার দোষ নয়, দোষ আপনার জ্ঞানের ।নিশ্চয়ই আপনি এই কথাটি কোনো মোল্লা মৌলভী থেকে শুনে বলেছেন, নিজে হাদিস কোরান পড়ে বলেন নি । হাদিস কোরানের কোথাও গানকে হারাম বলা হয় নি । গানকে হারাম করা হয়েছে এই মর্মে কোরানের একটি আয়াতও কেউ দেখাতে পারবে না । গান মানে কি ? কিছু শব্দ ও কথামালা যা সুরে সুরে বলা হয় । এই সুর করে বলা যদি হারাম হয় তাহলে আজান হারাম হবে, সুর করে কোরান তেলাওয়াত হারাম হবে । কই ! এগুলোকে তো কেউ হারাম বলে না । তাহলে বুঝতে হবে যে কথা মালা ভালো তা অবশ্যই বৈধ বা জায়েজ আছে । আর যে কথামালা খারাপ ও অশ্লীল তা সুর করে বলা হলেও খারাপ আবার সুর ছাড়া এমনিতে বললেও খারাপ । তাই খারাপ কথা যেভাবেই বলা হোক তা হারাম বা নিষেধ ।

এতদিন পর ? “ভাল লাগেনা” !

@মোঃ রেজোয়ান সাকী এলিন: হুমম। ধন্যবাদ ভাই।

@Sadeque Ahammed: ধন্যবাদ সাদেক ভাই।

@Ashikur Rahman Tomal: আমারও ভাল লাগেনা। কারণ এ্যাডমিন আমার টিউনগুলো এখনও চেইনে অন্তর্ভুক্ত করেনি।