নিয়ে নিন AVG PC Tuneup 2015 আর কম্পিউটার কে করুন আরো গতিময়

আসসালামু আলাইকুম। প্রিয় টেকটিউনার ভাইয়েরা কেমন আছেন। আশাকরি আল্লাহ্‌র রহমতে ভালোই আছেন। দেশের এই ক্রান্তিকালে হয়তো কেউই খুব ভালো নেই। যাক সবার মঙ্গল কামনা করেই আজকের টিউন শুরু করলাম।
যারা কম্পিউটার একটু দেরিতে সেট আপ দেন এবং মনে করেন যে কম্পিউটার স্লো হয়ে গেছে তাদের জন্য এই সফটওয়্যার টি খুব গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো এই সফটওয়্যারটি আগে ও ব্যবহার করেছেন। তবে আজকে আমি আপনাদের সফটওয়্যার টির ২০১৫ সালের ভার্সন দেব। সফটওয়্যার টির নাম AVG PC Tune UP.

স্ক্রিনশট দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার কম্পিউটার এর জন্য এই সফটওয়্যার টি কত জরুরী।


আপনি ইন্সটল করার পরেই অনেক মেন্যু দেখতে পাবেন। মেন্যু গুলোর কাজ.

১। Maintenance এ আপনার কম্পিউটার এর registry, shortcut, defragment registry, browser shortcut রিমুভ করবে এবং আপনার হার্ড ডিস্ক এর Defragment করে দিবে।

২। Recommendation মেন্যু তে আপনার কম্পিউটার এর স্পিড বাড়ানোর জন্য যা যা করার দরকার সেগুলো করতে বলবে।

৩। PC Health এ আপনার পিসি’র সমস্যা গুলো দেখাবে এবং এগুলোর সমাধান ও করে দিবে।

এছাড়া ও আপনার পিসি কে বিভিন্ন মোড এ চালাতে পারবেন। যেমন। Economy, Standard, Turbo mode এ কম্পিউটার ব্যবহার করতে পারবেন।

এখন ডাউনলোড এর পালা। আপনি সফটওয়্যার টি ইন্সটল করে নিতে পারবেন।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন টি পড়ার জন্য।

Level 0

আমি নূর মোহাম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার এর জন্য ধন্যবাদ। নতুন ভার্সন টা অনেক কাজে আসবে।

লিঙ্ক টা তো কাজ করছেনা ভাই। আপনি 4shared এ আপলোড করেন, তাহলে আর ডিলিট হবে না। ধন্ন্যবাদ।

Level 0

লিঙ্ক কাজ করেনা ভাই, ঠিক করে দিলে ডাউনলোড দিতাম।

আপনাকে ও ধন্যবাদ। @অরিজিত কামিলা

লিঙ্ক ঠিক করে দিছি। ধন্যবাদ বলার জন্য। @মিরাজ খন্দকার @Ranaul

লিঙ্ক ঠিক করেন।

লিঙ্ক ঠিক হয়েছে কিন্তু ডাউনলোড দিলে কাজ করেনা।

এখন কাজ হয়েছে

কোন মোড বেশি ভাল- Economy, Standard, Turbo mode

    @The Dead Man:নরমালি ব্যাবহারের জন্য “স্ট্যান্ডার্ড” মোড, পাওয়ার সেভ করতে চাইলে “ইকনমি” মোড, আর গেম খেলতে চাইলে “টারবো” মোড ব্যাবহার করতে পারেন।