জি-মেইল ইউজার নেম পছন্দ করুন ক্রিয়েটিভ ভাবে এবং ইউনিকভাবে ইউজারনেম জেনারেটর

ইউজার নাম পছন্দ করা একটা চ্যালেঞ্জ।

কারণ ম্যাক্সিমাম নাম চুজ করা যায় না, সেগুলো নেওয়া হয়ে গেছে।

তবে কিছু বিষয় দৃষ্টি দিলে একটা ভালো নাম চুজ করা যায়। (এটি একটি রিকুয়েস্টের টিউন) 🙂


যে বিষয়গুলা দৃষ্টি দিবেন,

  • ডট ব্যবহার করতে পারেন সঠিক নাম না পাইলে।
  • আপনার পছন্দের কোন সংক্ষা ব্যবহার করুন শেষ ডিজিটে।
  • নিক নেম ব্যবহার করুন।
  • আপনার ওয়েব-এড্রেস এর সাথে মিল রেখে ই-মেইল এড্রেস চুজ করতে পারেন।
  • ভালো কোন অ্যাডজেকটিভ ব্যবহার করুন আপনার ক্যারিয়ারের সাথে মিল রেখে। (DeveloperTopu, DesignerTopu ETC)
  • কোম্পানির নাম এর সাথে মিল রেখে আপনার নেম চুজ করতে পারেন।
  • আপনার নামের সাথে মিল রেখে সংক্ষিপ্ত নাম ব্যবহার করতে পারেন।

তারপরও না খুঁজে বের করতে পারলে এই জেনারেটর ব্যবহার করতে পারেন।

কীভাবে-

  • প্রথমে এই ওয়েবসাইটে ব্যবহার করুন।
  • তারপর আপনার প্রথম নাম, শেষ নাম দিন, অন্য কোন এক্সটেনশনও দিয়ে দিতে পারেন।
  • তারপর Generate Email Names এ ক্লিক করুন।
  • দেখবেন অনেক সাজেশন পাবেন। নিচের ছবি দেখুন,

  • সেখান বিভিন্ন ভাবে সার্চ করে একটা নাম চুজ করতে পারেন।

তারপরও সমস্যা হলে, একটু ক্রিয়েটিভ ভাবে তৈরি করুন। একটা জিনিস মনে রাখবেন যেন মনে রাখতে কষ্ট না হয় আপনার আইডি।

কোন জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন।

ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে টিউমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।

শেষ কথা

আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে। 

আমার ব্লগ

কপিরাইটঃ টেকটিউনস এবং আইটি সরদার ডট কম

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

নাইস

Level 1

ভালো thanks

আমি তো জানতাম জিমেইলে ডট এর কোন মুল্য নেই!